জ্বলদর্চি

১৩ নভেম্বর ২০২০


Today is the 13 November,  2020
আজকের দিন 
বাংলায় --- ২৭ কার্তিক ১৪২৭ শুক্রবার 

আজ সাহিত্যিক মীর মোশাররফ হোসেনের জন্মদিন। এই লেখক তাঁর বহুমুখী প্রতিভার মাধ্যমে উপন্যাস, নাটক, প্রহসন, কাব্য ও প্রবন্ধ রচনা করে আধুনিক যুগে বাংলা সাহিত্যে সমৃদ্ধ ধারার প্রবর্তন করেন। বঙ্কিমযুগের অন্যতম প্রধান এই গদ্যশিল্পী  উনিশ শতকের বাঙালি মুসলমান সাহিত্যিকদের পথিকৃৎ। কারবালার বিষাদময় ঘটনা নিয়ে লেখা উপন্যাস ‘বিষাদ সিন্ধু’ তাঁর শ্রেষ্ঠ রচনা। তাঁর লেখা গাজী মিঞার বস্তানী ও উদাসীন পথিকের মনের কথা গ্রন্থ দুটির গদ্যও শৈল্পিক ও সাবলীল।
আজ, বাঙালি লেখক অশোক বড়ুয়ার জন্মদিন। পারমিতা ও বিশ্বমৈত্রী নামে দুটি পত্রিকা সম্পাদনা  করতেন। সেসময় থেকে লেখালেখি শুরু। ইনি কবিতা, নাটক, গল্প, প্রবন্ধ ও গান রচনা করে সুনাম অর্জন করেন। তাঁর  প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে মানস কবি, চন্দ্রগোমী ইত্যাদি।

আজ, বাংলাদেশী ঔপন্যাসিক হুমায়ূন আহমেদের জন্মদিন। একজন বাংলাদেশি ঔপন্যাসিক, ছোটগল্পকার, নাট্যকার এবং গীতিকার, চিত্রনাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা। বাংলা কথাসাহিত্যে তিনি সংলাপ প্রধান নতুন শৈলীর জনক। অন্যদিকে আধুনিক বাংলা বৈজ্ঞানিক কল্পকাহিনীর পথিকৃৎ। নাটক ও চলচ্চিত্র পরিচালক হিসাবেও তিনি সমাদৃত। তাঁর  প্রকাশিত গ্রন্থের সংখ্যা তিন শতাধিক। তার বেশ কিছু গ্রন্থ পৃথিবীর নানা ভাষায় অনূদিত হয়েছে। তাঁর রচিত অন্যতম উপন্যাসসমূহ হলো মধ্যাহ্ন, জোছনা ও জননীর গল্প, মাতাল হাওয়া, লীলাবতী, কবি, বাদশাহ নামদার ইত্যাদি। বাংলা উপন্যাস সাহিত্যে অসামান্য অবদানের জন্য ১৯৮১ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারে সম্মানিত হন। এছাড়া বাংলা ভাষা ও সাহিত্যে তাঁর অবদানের জন্য ১৯৯৪ সালে বাংলাদেশ সরকার তাঁকে একুশে পদকে ভূষিত করেন।

আজ, জনপ্রিয় অভিনেত্রী জুহি চাওলার জন্মদিন। ভারতীয় অভিনেত্রী, মডেল, চলচ্চিত্র প্রযোজক এবং ১৯৮৪ সালের মিস ইন্ডিয়া সৌন্দর্যের বিজয়ী। বাংলা, পাঞ্জাবী, মালয়ালাম, তামিল, কন্নড় এবং তেলেগু ভাষার ছায়াছবি ছাড়াও ইনি প্রধানত হিন্দি চলচ্চিত্রে কাজ করেছেন। তাঁর কমেডি টাইমিংস, চিত্তাকর্ষক অন-স্ক্রীন ব্যক্তিত্ব ও ইনোসেন্ট সৌন্দর্যের জন্য তিনি বিশেষভাবে প্রশংসা লাভ করেছেন। জন্মদিনে অন্তহীন শুভেচছা ও শুভকামনা।

আজ, বাঙালি অভিনেত্রী করুণা বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণ দিবস। সত্যজিৎ রায় পরিচালিত পথের পাঁচালী এবং অপরাজিত চলচ্চিত্রে সর্বজয়ার ভূমিকায় অভিনয় করে তিনি বিখ্যাত হন। তিনি শহুরে উচ্চশিক্ষিতা মহিলা হয়েও যেভাবে এক গ্রাম্যবধূর  চরিত্রে বাস্তবসম্মত অভিনয় করেন তা উল্লেখযোগ্য । এই দুটি চলচ্চিত্র ছাড়াও তিনি সত্যজিৎ রায়ের দেবী এবং কাঞ্চনজঙ্ঘা ছবিতে অভিনয় করেন। এছাড়া তিনি অভিনয় করেছেন মৃণাল সেনের ইন্টারভিউ, অগ্রগামীর হেডমাস্টার, শম্ভু মিত্র এবং অমিত মৈত্রের শুভবিবাহ ছবিতে। 

আজ, ইংরেজ কবি ফ্রান্সিস থমসনের প্রয়াণ দিবস। কবি হিসাবে তাঁর প্রতিভা অর্জনের জন্য ছাব্বিশ বছর বয়সে তিনি বাড়ি ত্যাগ করেন। বেশিরভাগ  কবিতা ১৮৮৮ - ১৮৯৭সাল পর্যন্ত রচনা করেছিলেন এবং এর পরে তিনি গদ্য রচনার দিকে মনোনিবেশ করেন। তাঁর গদ্য রচনার মধ্যে উল্লেখযোগ্য হ'ল শেলির উপর একটি প্রবন্ধ, "দ্য লাইফ অফ সেন্ট ইগনেতিয়াস" এবং "স্বাস্থ্য ও পবিত্রতা"।

আজ, স্কটিশ কথাসাহিত্যিক লুইস স্টিভেন্সনের  জন্মদিন। পুরো নাম রবার্ট লুই বেলফোউর স্টিভেন্সন। ইনি একাধারে একজন কবি, ঔপন্যাসিক এবং ভ্রমণ কাহিনী রচয়িতা ছিলেন। ইংরেজি সাহিত্যে নব্য রোমান্টিসিজমের প্রতিনিধিত্বকারী সাহিত্যিক দের অন্যতম হিসেবে তাঁকে গণ্য করা হতো। আর্নেস্ট হেমিংওয়ে, রুডইয়ার্ড কিপলিং, ভলাদিমির নবোকভ প্রমুখ প্রখ্যাত সাহিত্যিকগণ তাঁর  সাহিত্যকর্মের ভূয়সী প্রশংসা করে গেছেন। তিনি তাঁর জীবদ্দশাতেই একজন কীর্তিমান সাহিত্যিক হিসাবে প্রতিষ্ঠা লাভ করেন।

মনীষী উবাচ :
প্রত্যেক মানুষের মনের গভীরতর স্তরে ঈশ্বর একটি স্বাতন্ত্র্য দিয়াছেন; অন্তত সেখানে একজনের উপর আর- একজনের কোনো অধিকার নাই।(রবীন্দ্রনাথ ঠাকুর)

আরও পড়ুন 
জ্বলদর্চি পেজ-এ লাইক দিন।👇

Post a Comment

0 Comments