১৭/১১/২০২০
১) আমেরিকার আর এক ঔষধ প্রস্তুতকারী সংস্থা "মর্ডানা" দাবি করল যে তাদের করোনা-ভ্যাকসিন আরও বেশী কার্যকরী!
২) আমেরিকার Stanford University-এর দ্বারা প্রকাশিত বিশ্বের সেরা বিজ্ঞানীগণের তালিকায় স্থান পেয়েছে দুই বাঙালি :-
Indian Statistical Institute-এর অধিকর্ত্রী সঙ্ঘমিত্রা বন্দোপাধ্যায় এবং Jadavpur University-র কম্পিউটার সায়েন্সের অধ্যাপক উজ্জ্বল মল্লিক!
৩) অবশেষে "ভারত পেট্রোলিয়ামস" বেসরকারিকরণের পথে!
৪) বলিউডি অভিনেতা এবং সমাজসেবী সোনু সুদ-কে পাঞ্জাব রাজ্য আইকন হিসাবে নিয়োগ করল জাতীয় নির্বাচন কমিশন!
৫) ইউ টিউব চ্যানেল "Ministry of Music" প্রকাশ করল শিলাদিত্য চৌধুরীর পরিচালনায় সদ্যপ্রয়াত সৌমিত্র চট্টোপাধ্যায়-এর কন্ঠে সুকুমার রায়ের কথায় "আবোল তাবোল"!
৬) এই বছর নদী, পুকুর, ঝিলে নেমে ছটপুজো নিষিদ্ধ করল ঝাড়খন্ডের হেমন্ত সোরেনের সরকার!
৭) আমেরিকার ২০০ বছরের ইতিহাসে এই প্রথম হোয়াইট হাউজের দায়িত্ব সামলানোর পাশাপাশি পারিশ্রমিক নিয়ে অধ্যাপনা করবেন ফার্স্ট লেডি জিল বাইডেন! ভার্জিনিয়া কমিউনিটি কলেজের ইংরাজীর অধ্যাপক জিল বাইডেন!
৮) দিল্লিতে করোনা-র সংক্রমণের দ্বিতীয় ঢেউ ভয়াবহতার পথে, ফলস্বরূপ সংসদের শীতকালীন অধিবেশন বাতিল হওয়ার পথে!
(বিঃদ্রঃ - দিকে দিকে আওয়াজ উঠুক " কবি ভারভারা রাও-এর মুক্তি চাই!")
একটু হাসুন
শিক্ষক : ইস্কুলে আসতে দেরী হল কেন রে, বল্টু?
বল্টু : ঘরে বাবা-মা ঝগড়া করছিল যে!
শিক্ষক : হাজার বার ঝগড়া করুক, তা'তে তোর কি?
বল্টু : স্যার, আমার একটা জুতো মায়ের হাতে আর অন্যটা বাবার হাতে ছিল যে!
লিমেরিক
বিনোদ মন্ডল
১.
রোজ রোজ খেতে মন রুচিকর নাস্তা
পকেটে খুচরো ভরে ফুটপাতই রাস্তা।
খরচে বাঁচছো --
সহজে পাচ্য।
পেটভরে প্রাতরাশ -- চাওমিন, পাস্তা।
২.
কথার ফুলঝুরি ; দেদার কর্মসংস্থান !
তারপর হয়ে যান -- বেপরোয়া মস্তান।
মেলা হেসে
বেলা শেষে
ইতিহাস কথা বলে ; অনিবার্য প্রস্থান !!
আরও পড়ুন
"পৃথিবীজুড়ে অসংখ্য বাঙালির হৃদয়ে থাকা অসম্ভব গুণী মানুষটির প্রয়াণে আজ শোকাহত অগণিত মানুষ।"---
শ্রদ্ধা ও স্মরণে কবি ও চলচ্চিত্র বিশেষজ্ঞ সিদ্ধার্থ সাঁতরা।
চলে গেলেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। তিনি ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী।
0 Comments