জ্বলদর্চি

দিনের শেষে একটু ভাবুন ১৮ নভেম্বর ২০২০

১৮/১১/২০২০

১) আলোটা ক্রমশ কমে আসছে! 
গতকাল, মঙ্গলবার রাতে,জারমানিতে ৮৭ বছর বয়সে চলে গেলেন আনন্দ, রবীন্দ্র ও সাহিত্য আকাদেমি পুরস্কারপ্রাপক "যৌবনবাউল" কবি অলোকরঞ্জন দাশগুপ্ত! 
২) "হীরক রাজার দেশে"-ছবির অধিকাংশ শুটিং  পুরুলিয়ার রঘুনাথপুরের জয়চন্ডী পাহাড় এবং আড়শার মিশিরডি-তে করেছিলেন সত্যজিৎ রায়! পুরুলিয়া জেলা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী জয়চন্ডী পাহাড় সংলগ্ন এলাকায় সত্যজিৎ রায় ও সৌমিত্র চট্টোপাধ্যায়-এর আবক্ষ মূর্তি তৈরী হবে। 

৩) রাজ্য স্কুল দপ্তরের সূত্র অনুযায়ী ২০২১ সালে রাজ্যে ভোটপর্ব মিটে গেলে জুন মাস নাগাদ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে! 
৪) কলকাতার রবীন্দ্র সরোবর এবং সুভাষ সরোবরে ছটপুজোর উপাচার পালনে নিষেধাজ্ঞা বলবৎ রাখল মহামান্য সুপ্রীম কোর্ট! 
৫) করোনার ধাক্কায় বাতিল হয়ে গেল ২০২০ সালের মেয়েদের অনূর্ধ্ব -১৭ ফুটবল বিশ্বকাপ !
৬) কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই প্রথম! Islamic Studies-এর স্নাতকোত্তর স্তরের প্রবেশিকা পরীক্ষায় শীর্ষস্থান অধিকার করল অ-মুসলিম ছাত্র রাজস্থানের শুভম যাদব! 
৭) নবনিযুক্ত মারকিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের মন্ত্রিসভায় স্থান পেলেন দুই ভারতীয় বংশোদ্ভূত বিবেক মূর্ত্তি এবং অরুণ মজুমদার! 
৮) উয়েফা নেশনস কাপ ফুটবল প্রতিযোগিতায় ইতিহাসে জারমানি-র সবথেকে লজ্জাজনক হার, স্পেনের কাছে হাফ ডজন গোল খেল! 
(বিঃদ্রঃ - দিকে দিকে আওয়াজ উঠুক "কবি ভারভারা রাও-এর মুক্তি চাই!")

একটু হাসুন 

স্ত্রী : ওগো, কেকটা কেমন হয়েছে, বললে না তো! 
স্বামী : অসাধারণ, তবে..... 
স্ত্রী : তবে? 
স্বামী : তবে বিজ্ঞানসম্মত হয়নি! 
স্ত্রী : মানে? 
স্বামী : মানে মাধ্যাকর্ষণ সূত্র মানছে না! 
স্ত্রী : কিছুই বুঝলাম না! 
স্বামী : কেক গলা দিয়ে নামছে না যে!

লিমেরিক 
বিনোদ মন্ডল 

১.
আস্তাবলের ঘোড়া, ভোরে খায় চানা ;
অট্টালিকার খোঁড়া, প্রাতরাশে ছানা! 
তারাই অনন্যোপায় --
যারা অনাথ অসহায় --
দিনভর কী যে খাবে ; পুরো অজানা। 

২.
ভোটে-ঘোঁটে, জোটে, কোর্টে --ছক কথা ;
সাফকথা মাপমতো বলাটাও --যোগ্যতা !
কথা মানে বাণী ; কথা মানে গীতা। 
কথা মানে বর ! বনবাসে সীতা? 
কথাকার কয় কতো !  কবি -- সার - কথা।

জ্বলদর্চি পেজ-এ লাইক দিন।👇



আরও পড়ুন 

Post a Comment

0 Comments