জ্বলদর্চি

দিনের শেষে একটু ভাবুন ২৩ নভেম্বর ২০২০

২৩/১১/২০২০

১) ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের কোষাধ্যক্ষ অরুণ ধুমাল জানিয়েছেন যে সদ্য সমাপ্ত দুবাই আই পি এল থেকে চার হাজার কোটি টাকা  উপার্জন হয়েছে! 
২) সুপ্রিম কোর্টের তরফ থেকে জানানো হয়েছে যে গুজরাতের করোনা পরিস্থিতি ক্রমশঃ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে! 
৩) আগামী বছর এই রাজ্যের সরকারি ছুটির তালিকায় আরও একটি দিন সংযোজিত  হল-সাঁওতাল বিদ্রোহের নায়ক বিরসা মুন্ডার জন্মদিন(১৫ নভেম্বর)! 
৪) দর্শক সংখ্যা কম হওয়ার জন্য কলকাতার বেশ কয়েকটি সিনেমাহল বন্ধ হওয়ার পথে! 
৫) পদার্থবিজ্ঞান নিয়ে গবেষণার জন্য মুর্শিদাবাদের রাজিবুল ইসলাম-কে পোল্যান্ড-এর ন্যাশনাল সেন্টার অফ সায়েন্স ২৭ লক্ষ টাকার বৃত্তি অনুমোদন করল! রাজিবুল এই মূহুর্তে পোলিশ একাডেমি অফ সায়েন্সে Quantum Phase of Materials নিয়ে Ph.d.করছে! 
৬) হিডকো(HIDCO)-র চেয়ারম্যান দেবাশিস সেন জানিয়েছেন যে কলকাতার নিউটাউনে সৌমিত্র চট্টোপাধ্যায়-এর স্মরণে "অপুর সংসার"-নামাঙ্কিত পার্ক তৈরী হবে! 
৭) বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার অভিযোগ যে শিনজিয়াং প্রদেশের বসবাসকারী উইঘুর মুসলিম সংস্কৃতি সম্পূর্ণ নির্মূল করতে মসজিদের ইমাম ও মুসলিম নেতাদের চিনা সরকার বন্দী করেছে !
৮) আজ হিরো আই এস এল-এ মুখোমুখি হয়েছে ওড়িশা এফ সি এবং হায়দ্রাবাদ এফ সি! 

(বিঃদ্রঃ - দিকে দিকে আওয়াজ উঠুক " কবি ভারভারা রাও-এর মুক্তি চাই!")

একটু হাসুন 

স্বামী (তার স্ত্রীর উদ্দেশ্যে) : কি নৃশংস কান্ড শোনো! স্ত্রী আর তার প্রেমিক মিলে স্বামীকে আগুনে জ্বালিয়ে মেরেছে! 
স্ত্রী : এ ব্যাপারে তুমি নিশ্চিন্ত থাকতে পারো। আমার প্রেমিক আদৌ নিষ্ঠুর নয়।


লিমেরিক 
বিনোদ মন্ডল 

১.
শীত এলো -- বাঘের মাসী হুলো
গা ঝাড়া দেয় লেপ কম্বল গুলো। 
দাম্পত্যের সাতকাহন
বন্ধঘরে রাতযাপন--
চেয়ে দ্যাখে সিলিংফ্যানের ধুলো। 

২.
মিডিয়ায় যেমনখুশি মর্জিমাফিক লড়্ যা। 
দরাজদিল দলগুলির খোলা সদর দরজা। 
কে যে কার সোনাছেলে
কখন ঘরে কখন জেলে ;
ছলনায় ছলাৎছল চাপানউতোর তরজা।

আরও পড়ুন 
শুরু হল 'সময়ের কথা'। আপনিও আপনার লেখায় সোচ্চার হোন। পাঠাতেই পারেন লেখা। 
মাদকের মধুরতম যোগে বলিউড/ গৌতম বাড়ই। 

Post a Comment

0 Comments