জ্বলদর্চি

দিনের শেষে একটু ভাবুন ২৫ নভেম্বর ২০২০

২৫/১১/২০২০

১) লিজো জোস পেলিসার পরিচালিত মালায়লম ছবি "জল্লিকট্টু" এই বছর অস্কারের দৌড়ে ভারতের হয়ে  লড়বে! 
২) আগামী ২১ ডিসেম্বর সূর্যাস্তের পরেই আকাশে একইসাথে ৭৯৪ বছর পর বৃহস্পতি ও শনি গ্রহকে দেখা যাবে। 
৩) সম্পদের নিরিখে মাইক্রোসফট-এর কর্ণধার বিল গেটস-কে টপকে বিশ্বের ধনীতম ব্যক্তির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এল টেসলা ও স্পেস্ এক্স- এর কর্ণধার এলন মাস্ক! এক নম্বরে যথারীতি Amazon-মালিক জেফ বোজেস, ৩য় স্থানে বিল গেটস এবং ১০ম স্থানে মুকেশ আম্বানি! 

৪) আজ হিরো আই এস এল-এ মুখোমুখি হয়েছে এফ সি গোয়া এবং মুম্বই সিটি! 
৫) রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী জানিয়েছেন যে আপাততঃ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকছে এবং ২০২১ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সিলেবাস ৩০-৩৫ শতাংশ কমবে! 
৬) পরীক্ষামূলক প্রয়োগের জন্য হায়দরাবাদ থেকে ভারত বায়োটেক- এর তৈরী করোনো-ভ্যাকসিনের এক হাজার ডোজ্ কলকাতায় এল! 
৭) দেশে টুইটার এনগেজমেন্টের সংখ্যার তালিকায় প্রথম ৩ জন হলেন নরেন্দ্র মোদী, রাহুল গান্ধী এবং বিরাট কোহলি! 
৮) উত্তরপ্রদেশের অযোধ্যা-র রাম মন্দিরের নাম পরিবর্তিত হচ্ছে, নতুন নাম হবে "মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম বিমানবন্দর"!
৯) International Cricket Council(ICC)-এর নতুন চেয়ারম্যান হতে চলেছেন নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের ডিরেক্টর গ্রেগ বার্কলে! 

(বিঃদ্রঃ - দিকে দিকে আওয়াজ উঠুক "কবি ভারভারা রাও-এর মুক্তি চাই!")

 একটু হাসুন 

বল্টু : কি ব্যাপার রে, পাপ্পু! আজকাল প্রায়ই খুব চিন্তায় থাকিস! আবার কি হল? 
পাপ্পু : ভাবছি কে বেশী দুঃখী! 
যে টাকার অভাবে চুলে শ্যাম্পু  দিতে পারে না, নাকি যে চুলের  অভাবে মাথায় শ্যাম্পু দিতে পারে না!!


লিমেরিক 
বিনোদ মন্ডল 

১.
বাঁচতে হলে করতে হবে আপস। 
প্রতিবাদী না,  নয়কো হওয়া ছাপোষ। 
চমক দেখাও ;
শবক শেখাও --
নচেৎ থেকো চিরকালীন পাপোষ। 

২.
একই বাইকে দেখি চমকে পাঁচজন বসা --
গা-গতরে ঠাসাঠাসি বনগাঁ লোকাল দশা। 
নিয়ে গাড়ি দ্বিচক্রযান
বিয়ে বাড়ি দ্বিরাভিযান 
পৃষ্ঠচাপে চালকের তেলট্যাঙ্ক ভরসা।

জ্বলদর্চি পেজ- এ লাইক দিন👇

  আরও পড়ুন 

আজকের দিন। 
আজ ২৫ নভেম্বর ২০২০

Post a Comment

0 Comments