জ্বলদর্চি

দিনের শেষে একটু ভাবুন ২৬ নভেম্বর ২০২০

২৬/১১/২০২০

১) ৬০ বছর বয়সে চলে গেলেন ফুটবলের রাজপুত্র দিয়াগো মারাদোনা! 
২) আজ হিরো আই এস এল-এ মুখোমুখি হয়েছে কেরালা ব্লাস্টার্স এবং নর্থ ইস্ট ইউনাইটেড! 
৪)Livinguard AG-র মাস্ক ও গ্লাভস প্রোডাক্ট- এর Brand Ambassador হলেন সৌরভ গাঙ্গুলী!
৩) আন্তর্জাতিক বিজ্ঞান জার্নাল "Proceedings of the National Academy of Sciences"-এ প্রকাশিত এক গবেষণাপত্র মারফৎ জানা গেছে যে উষ্ণায়নের জন্য আন্টার্কটিকায় গলবে সবচেয়ে বড় বরফের চাঙড়,জলমগ্ন হবে বহু শহর! 

৫) Directorate General of Civil Aviation(DGCA)-এর তরফ থেকে জানানো হয়েছে যে চলতি বছরে যাত্রীবাহী আন্তর্জাতিক বিমান পরিষেবা চালু হওয়ার কোনও সম্ভাবনা নেই! 
৬) Transparency International-নামে এক সংস্থা কৃত সাম্প্রতিক এক সমীক্ষা মারফত জানা গেছে যে এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি ঘুষ দেওয়া হয় ভারতে, ২য় স্থানে কম্বোডিয়া! 
৭) সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ডিসেম্বর মাসে খুলে যাবে পুরীর শ্রীজগন্নাথ মন্দির! 
৮) নিউজিল্যান্ড-এর হ্যামিল্টন ওয়েস্টের সাংসদ ভারতীয় বংশোদ্ভূত গৌরব শর্মা শপথ নিয়েছেন সংস্কৃত ভাষায়, এর আগে আরও একজন সংস্কৃত ভাষায় শপথ নিয়েছিলেন, তিনি হলেন সুরিনাম- এর প্রেসিডেন্ট চন্দ্রিকা প্রসাদ! 

(বিঃদ্রঃ - দিকে দিকে আওয়াজ উঠুক " কবি ভারভারা রাও-এর মুক্তি চাই!")

একটু হাসুন 

বিচারপতি : বাড়িভর্তি লোকজন থাকা সত্ত্বেও তুমি চুরি করলে কি করে? 
আসামী : আজ্ঞে, আপনি হলেন গিয়ে সমাজের একজন গণ্যমান্য ব্যক্তি! অনেক টাকা বেতন পান! এ'সব শিখে নেওয়া কি আপনার উচিত হবে?

লিমেরিক 
বিনোদ মন্ডল 

১.
সাফল্য যেখানে দুর্গম এক গিরি
আলস্য সেখানে নির্মম হারিকিরি। 
লক্ষ্য যখন স্থির 
পক্ষ্ম ওড়াও বীর ! 
অপেক্ষমান তোমার জন্য জয়জয়ন্তী সিঁড়ি ! 

২.
দেশের যত শ্রমিক কৃষক অগত্যা হরতালপন্থী 
যাদের সম্পদ বাড়ছে দ্বিগুণ, তারা রক্তনখরদন্তী ! 
হাত আছে যার কাজ নেই
রাত আছে শুধু  রাজ নেই --
ভোরের হদিশ খুঁজতে ভারতে বাঁধছে মানবগ্রন্থী !

আরও পড়ুন

গ্যালারি থেকে Arena-5
বিদ্রোহ, বিপ্লব ও একটি বাম পা/অভিনন্দন মুখোপাধ্যায়
শুরু হয়েছে 'সময়ের কথা'। আপনিও আপনার লেখায় নিজেকে প্রকাশ করুন। পাঠাতেই পারেন লেখা।
'আমরা লাইভ দেখেছি সেই ঈশ্বরের হাত-কে'/গৌতম বাড়ই

Post a Comment

0 Comments