জ্বলদর্চি

দিনের শেষে একটু ভাবুন ২৮ নভেম্বর ২০২০

২৮/১১/২০২০

১) আগামী পয়লা ডিসেম্বর থেকে খুলছে রাজ্যের সব মেডিকেল কলেজ! 
২) দূরদর্শনের পর্দায় বাংলা ধারাবাহিকের Television Rating Point(TRP) অনুযায়ী প্রথম ৩ ধারাবাহিক হল পর্যায়ক্রমে মোহর, করুণাময়ী রাণী রাসমণি এবং খড়কুটো! 
৩) আজ হিরো আই এস এল-এ মুখোমুখি হয়েছে বেঙ্গালুরু এফ সি এবং হায়দরাবাদ এফ সি! 
৪) করোনা-র পর এইবার "নোরো"!নতুন ভাইরাসের উৎপাতে ফের মহামারীর আশঙ্কা চীনে! 

) সন্ত্রাসবাদীদের হামলায় প্রাণ হারালেন ইরানের পরমাণুবিজ্ঞানী মহসিন ফখরিজাদেহ! 
৬) আমেরিকা, রাশিয়ার পর চীন-ই হবে বিশ্বের তৃতীয় দেশ, যারা চাঁদ থেকে পাথর আনবে! 
৭) ভারত বায়োটেক জানাল যে COVAXIN-এর তৃতীয় ট্রায়ালে ২৬,০০০ স্বেচ্ছাসেবক  অংশ নিয়েছেন! 
৮) ১ লক্ষ ১০ হাজার কোটি টাকার বুলেট ট্রেন প্রকল্পের ৭২ শতাংশ কাজ হবে বিভিন্ন ভারতীয় সংস্থার মাধ্যমে! 
(বিঃদ্রঃ - দিকে দিকে আওয়াজ উঠুক " কবি ভারভারা রাও-এর মুক্তি চাই!")

একটু হাসুন 

স্ত্রী : তুমি আমার আত্মীয়স্বজনদের একদম পছন্দ করো না! 
স্বামী : কে বলেছে? এই তো আমি আমার শাশুড়ির থেকেও তোমার শাশুড়িকে বেশী পছন্দ করি।

লিমেরিক 
বিনোদ মন্ডল 

১.
ভদ্রলোকেরা ভাবে ভেটকির কাটলেট ;
আসলে ভেতরে থাকে বোয়াল বা পমফ্রেট। 
খাওয়ায় যে খুশিমনে
হাওয়ায় সে যদি শোনে --
খুঁতখুঁতে মন তার হয় ভারি আপসেট ! 

২.
খোকন যাবে কোনখানে  জানেন যিনি অন্তর্যামী। 
গড্ডলিকা প্রবাহে ধায় সুদর্শন সব অনুগামী। 
রায়-ঘোষেরা দাঁড় বায়
খোকনরে তুই ঘরে আয় ! 
আঙুরখেকো শেয়াল কহে --আদতে ব্যাটা হনুরামই !

আরও পড়ুন

ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর কহিলেন: ইহাও হইতে পারে, উহাও হইতে পারে!/ গৌতম বাড়ই। 
🤔
আপনিও লিখে পাঠান 'সময়ের কথা'।

Post a Comment

0 Comments