জ্বলদর্চি

দিনের শেষে একটু ভাবুন ৫ নভেম্বর ২০২০


 ৫/১১/২০২০

১) আগামী বুধবার(১১/১১) থেকে রাজ্যে লোকাল ট্রেন পরিষেবা চালু করার সিদ্ধান্ত গৃহীত হল। 

২) 5G আনতে অভিনব প্রযুক্তি নিয়ে কোমর বেঁধে নামছে Jio, জোট কোয়ালকম- এর সাথে! 

৩) দীপাবলির আগে মহারাষ্ট্রে ৫০ শতাংশ দর্শকে সিনেমা হল খোলার অনুমতি দিল সংশ্লিষ্ট সরকার! 

৪) ওড়িশার চাঁদিপুরে পিনাক মিসাইল সিস্টেমের একটি উন্নত সংস্করণের সফল পরীক্ষা করল Defence Research and Development Organization(DRDO).

৫) উত্তর কলকাতার জগৎ মুখার্জি পার্কে নিরাপত্তা কর্মী সত্যরঞ্জন দলুই-এর উদ্যোগে অভিনব উদ্যান গ্রন্থাগার সৃজনশীলতায় আলোকিত! 

৬) আজ আই পি এল-এর প্রথম কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি দিল্লি ক্যাপিটলস এবং মুম্বই ইন্ডিয়ানস, দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে! 
আজ মহিলা আই পি এল-এ মুখোমুখি ভেলোসিটি এবং ট্রেলব্লেজার্স! 

৭) মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনে ২৯ বছরের ভারতীয় বংশোদ্ভূত রিপাবলিকান পার্টির প্রার্থী নীরজ আতানি ওহায়ো সেনেটে নির্বাচিত হলেন! 

৮) কলকাতা হাইকোর্টের নির্দেশ :-
কালীপুজোর সময় রাজ্যে বাজি বিক্রি ও পোড়ানো নিষিদ্ধ! 

৯) স্নাতকোত্তর স্তরে ছাত্র-ছাত্রী ভর্তির ক্ষেত্রে প্রবেশিকা পরীক্ষা না দেওয়ার  সিদ্ধান্ত গ্রহণ করল কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ! 

(বিঃদ্রঃ - দিকে দিকে আওয়াজ উঠুক " কবি ভারভারা রাও-এর মুক্তি চাই!")

একটু হাসুন 

বল্টু : কি রে, পাপ্পু! আপন মনে হাসছিস কেন? 
পাপ্পু : আরে বাবা, হাসছি এই কারণে -
ভ্যাকসিনের আশায় আশায় বসে থাকতে থাকতে ভেসলিন ব্যবহারের দিন চলে এল!

লিমেরিক 
বিনোদ মন্ডল 

১.
যত্রতত্র ইটের পাঁজা নো পারমিট 
মারকাটারি মার্কেটিং  -- সুপার ইট। 
মা-বোনেদের সঙ্গে খাটে স্কুলছুট ছাত্র 
শ্রমিকেরা সুরক্ষাহীন -- মাহিনা নামমাত্র। 
ঊর্ধ্বমুখী মুনাফায় -- মালিক সুপারহিট। 

২.
মডেলিং থেকে মুভি -- কেরিয়ার সিঁড়িয়াল
গিলোটিনে মা-বউ ; গেলে মেগা সিরিয়াল। 
ছেলে বলে - বোকা বোকা! 
বলে কী যে বড়ো খোকা! 
দেখো দেখো বউমা, অভিনয় !  কি রিয়াল !

-------------
প্রকাশিত। 
আরও পড়ুন। ক্লিক করুন। 
বহির্বঙ্গে অনেক ভাল ভাল কবি, সাহিত্যিক আছেন, যাঁদের পরিচয় প্রায় অজানাই থেকে যায়। দিল্লির চিত্তরঞ্জন পার্কের শিবমন্দিরে নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন, দিল্লি শাখা এবং মাতৃমন্দির কালীবাড়িতে সর্বভারতীয় বঙ্গভাষী সমিতি যে ভাবে জাতি ধর্ম নির্বিশেষে বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখতে অগণিত আবালবৃদ্ধবনিতাকে বাংলা শিখিয়ে চলেছেন তার খোঁজ ক’জন রাখেন? 

Post a Comment

0 Comments