জ্বলদর্চি

দিনের শেষে একটু ভাবুন ৬ নভেম্বর ২০২০


৬/১১/২০২০

১) এইমস-এর মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টের অধ্যাপিকা উর্বশী সিং কর্তৃক প্রদত্ত এক তথ্য মারফত জানা গেছে যে ১২ বছরের কমবয়সী করোনা আক্রান্ত ‌শিশুদের প্রায় ৭৩.৫ শতাংশ উপসর্গহীন এবং ৮০ বছরের উর্ধ্বে করোনা আক্রান্তের মধ্যে ৩৮.৪ শতাংশ উপসর্গহীন! 

২) Reliance-এর তরফে জানানো হয়েছে যে সৌদি আরবের Public Investment Bank(PIB) তাদের সংস্থার ২.০৪ শতাংশ শেয়ার কিনতে চলেছে। 

৩) চলতি সপ্তাহের টি আর পি অনুযায়ী জনপ্রিয়তার তালিকায় দূরদর্শনের বাংলা চ্যানেলের ক্রমানুযায়ী প্রথম তিনটি ধারাবাহিক হল করুণাময়ী রাণী রাসমণি, মোহর এবং শ্রীময়ী! 

৪) মুকেশ আম্বানি-র রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সৌজন্যে অসমের কামাখ্যা মন্দির দীপাবলীর আগে সোনায় মুড়ে দেওয়া হচ্ছে! 

৫) কলকাতা ফুটবল আই লিগে মহামেডান স্পোর্টিং ক্লাবে খেলতে আসছেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক জামাল ভুঁইয়া! 

৬) কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ :-
ছটপুজো নিষিদ্ধ হোক কলকাতার রবীন্দ্র সরোবর এবং সুভাষ সরোবর! 

৭) আজ আই পি এল-এর এলিমিনেটারে মুখোমুখি রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং সানরাইজার্স হায়দরাবাদ, আবুধাবি-র শেখ জায়েদ স্টেডিয়ামে। 

৮) "New York Post" জানিয়েছে যে পারকিনসন্স রোগে আক্রান্ত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পদ ছেড়ে দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেছেন

(বিঃদ্রঃ - দিকে দিকে আওয়াজ উঠুক " কবি ভারভারা রাও-এর মুক্তি চাই!")

একটু হাসুন 

মা : কি রে, পাপ্পু! কি খুঁজছিস পাগলের মতো? 
পাপ্পু : বাদাম ভিজিয়ে রেখেছিলাম স্মৃতিশক্তি বাড়ানোর জন্য, তা' কোথায় রেখেছি কিছুতেই মনে পড়ছে না!


লিমেরিক 
বিনোদ মন্ডল 

১.
নিষেধ যখন করেছেন ঐ আদালতের কাজী
আমজনতা শর্তাবলি পালন করতে রাজি। 
এবার যেন কোনো মতে
পাচার নাহয় চোরাপথে
মহামারীর বছরটাতে নিষিদ্ধ থাক বাজি। 

২.
গগনের ছেলে  পড়তে গেল ইতালি 
গোরার সাথে গেরস্থালী -- মধুমিতালী। 
নাগরিক সেখানে
মা কাঁদে এখানে। 
গগনের গোঙানি -- ভস্মে ঘি ঢালি !
----------------
 আরও পড়ুন 

জ্বলদর্চি পেজ-এ লাইক দিন।👇


Post a Comment

0 Comments