৮/১১/২০২০
১) মারকিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে জো বাইডেন-ই হলেন সবথেকে বয়স্ক(৭৮ বছর) প্রেসিডেন্ট!
২) আজ আই পি এল-এর দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি দিল্লি ক্যাপিটলস এবং সানরাইজার্স হায়দরাবাদ, আবুধাবি-র শেখ জায়েদ স্টেডিয়ামে!
৩) ডোনাল্ড জে হ্যারিস ও শ্যামলা গোপালন- এর ৫৬ বছরের কন্যা কমলা দেবী হ্যারিস হলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট!
৪) ওড়িশার সি বি আই -এর স্পেশাল সেলে মৃত্যু হল বেআইনি অর্থলগ্নি সংস্থা আইকোর-কর্তা অনুকূল মাইতি-র!
৫) মার্ভেল কমিকসের স্পাইডারম্যান সিরিজের পরবর্তী ছবি প্রকাশিত হল, ছবির নায়ক টম হল্যান্ড!
৬) মারকিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কমলা দেবী হ্যারিস-এর মায়ের গ্রাম তামিলনাড়ুর তুলাসেন্দ্রাপুরমে এখন থেকেই দীপাবলীর ছোঁয়া!
৭) মিজোরামে বাঙালি-হেনস্তা চলছেই! গতকাল সীমান্তবর্তী লায়লাপুরে ফের একটা বাংলা-মাধ্যম স্কুল বিস্ফোরণে উড়িয়ে দিল মিজো জঙ্গিরা!
৮) গোষ্ঠী সংঘর্ষে জর্জরিত মায়ানমারে সাধারণ নির্বাচন সম্পন্ন হল!
৯) জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা প্রদেশের জঙ্গিদের হামলায় নিহত হলেন বি এস এফ জওয়ান, পশ্চিম ত্রিপুরার ঢালেশ্বরের বাসিন্দা কনস্টেবল সুদীপ সরকার!
(বিঃদ্রঃ - দিকে দিকে আওয়াজ উঠুক " কবি ভারভারা রাও-এর মুক্তি চাই!")
একটু হাসুন
অনলাইন ক্লাস চলছে.....
শিক্ষক : ৬-৫=কত?
ছাত্র : পুট্ !
জানা গেছে যে শিক্ষক মহাশয় এখন আই সি ইউ-তে!
লিমেরিক
বিনোদ মন্ডল
১.
কলোনিতে ভাড়া থাকে বাচ্চু পাত্র
স্ত্রী আর এক ছেলে ক্লাস টু'র ছাত্র।
সাইনবোর্ডে পড়ে চোখ
দলে দলে আসে লোক --
জ্যোতিষের পাশাপাশি বাস্তুশাস্ত্র !
২.
জো-হুজুরের জাতি মোরা পৃথিবীতে যদি
কী বা তবে আসে যায় বাইডেনে গদি।
শ্বেতপ্রাসাদের দ্বারে
শামিল অভিসারে--
আমেরিকার একনিষ্ঠ দামোদর দাস মোদি !
আরও পড়ুন
এবারের বিষয় - রবীন্দ্রনাথ ঠাকুর। ক্লিক করে দেখে নিন সঠিক উত্তর।
জ্বলদর্চি অনলাইন কুইজ-১৫
0 Comments