জ্বলদর্চি

দিনের শেষে একটু ভাবুন ৯ নভেম্বর ২০২০

 ৯/১১/২০২০

১) ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা MCC foundation-এর প্যাট্রন নির্বাচিত হলেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ক্রিকেটার মাইকেল হোল্ডিং! 

২) আপাতত আগামী বুধবার(১১/১১) থেকে শিয়ালদা ডিভিশনে চলবে ৪১৩টি লোকাল ট্রেন এবং হাওড়া ডিভিশনে চলবে ২০২টি লোকাল ট্রেন!

৩) আজ সংযুক্ত আরব আমিরশাহীতে মহিলা টি-টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতায় ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছে ট্রেল ব্লেজার্স এবং সুপারনোভাজ! 

৪) AIIMS-এর ডিরেক্টর রণদীপ গুলেরিয়া জানিয়েছেন যে ভারতের সাধারণ মানুষকে করোনা ভ্যাকসিন পাওয়ার জন্য ২০২২ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। 

৫) মারকিন যুক্তরাষ্ট্রে কোভিড মোকাবিলার টাস্ক ফোর্সের জন্য নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন বেছে নিতে চলেছেন ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসক ডা. বিবেক মূর্ত্তি-কে! 

৬) ৬২ বছর বয়সে প্রয়াত হলেন মোহনবাগান ফুটবল দলের(১৯৮২-'৮৬) প্রাক্তন ফুটবলার সত্যজিৎ ঘোষ! 

৭) জাতীয় পরিবেশ আদালতের কড়া নির্দেশ :-
আজ থেকে দিল্লিতে সমস্ত রকম বাজি বিক্রি ও বাজি পোড়ানো নিষিদ্ধ হল। 

৮) বিদ্যা বালান অভিনীত ও প্রযোজিত ছবি "নটখট" Best of India short Film Festival 2020-তে সেরা স্বল্প দৈর্ঘ্যের ছবির পুরস্কার জিতে নিল এবং একইসাথে অস্কারের মনোনয়নের যোগ্যতা অর্জন করল! 

৯) জাপানের রাজধানী টোকিও-তে অবস্থিত রাজপরিবারের বাসস্থান ইমপিরেয়াল প্যালেস-এ এক অনাড়ম্বর অনুষ্ঠানে আকিশিনো-কে জাপানের পরবর্তী সম্রাট হিসাবে ঘোষণা করা হল। 

১০) কোভিড ভ্যাকসিনের গবেষণায় নিরলস পরিশ্রম করার স্বীকৃতি হিসাবে আন্তর্জাতিক সন্মান পেলেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিশ্বখ্যাত বিজ্ঞানী ডা. সারা গিলবার্টের টিমের গুরুত্বপূর্ণ সদস্যা বঙ্গতনয়া ড. চন্দ্রাবলী দত্ত! 

( বিঃদ্রঃ - দিকে দিকে আওয়াজ উঠুক " কবি ভারভারা রাও-এর মুক্তি চাই!")

 একটু হাসুন 

স্ত্রী : এই শুনছ! আজ খুব ঠান্ডা পড়েছে! এসো, কম্বলের তলায় বসে জমিয়ে একটা HORROR MOVIE দেখি! 
স্বামী : বেশ তো! তা'হলে আমাদের বিয়ের DVD চালিয়ে দাও!

লিমেরিক 
বিনোদ মন্ডল 

১.
নদী বাড়ে বহরে লোকে বলে নদ
দুই ধারে বিকশিত শত জনপদ --
চলা শেষ হলে
মেশে নোনাজলে
সে সলিলে সুলালিত বিশ্বজগৎ। 

২.
শ্রী সরল পতি বধূনির্যাতনের আসামী 
কে যে জ্বালায় কাকে,  জানে অন্তর্যামী। 
নতুন প্যাডে গেলো দেখা 
বিশেষণ রক্তেলেখা --
একালের হতভাগ্য স্বাধীনতা সংগ্রামী।

আরও পড়ুন 

মল্লযুদ্ধ শুরু হয়েছে। লিলিপুটের সঙ্গে গোলিয়াথের। হাতির সঙ্গে মশার। কে জিতবে মহারণ? স্বভাবতই পাল্লা ভারী হাতি ও গোলিয়াথের। অসীম শক্তিশালী তারা। তাহলে কি লিলিপুট ডেভিড ও মশার জেতার সম্ভাবনা এক্কেবারে নেই? 
জ্বলদর্চি পেজ-এ লাইক দিন।👇



Post a Comment

0 Comments