জ্বলদর্চি

২০২১ নতুন বছর নতুন লেখা (গুচ্ছ কবিতা)/ তাপস সাঁতরা

২০২১ নতুন বছর নতুন লেখা 
গুচ্ছকবিতা
কৃষক বিদ্রোহ ২০২০
তাপস সাঁতরা

এগিয়ে যাওয়ার গান
 
সামনে পথ
এগিয়ে চল 
তোকে হাঁটতে হবে......
হাঁটতে হবে অনেকটা পথ

পথের মাঝে সঙ্গী হবে 
যত সর্বহারার দল।

শাসকের জল কামান 
পাথর ছড়ানো পথ,
কাঁটার প্রাচীর ভাঙ্গতে হবে
ভাঙ্গতে হবে.......

উত্তাল জন সমুদ্রের ঢেউ ,
জন জোয়ার দুকূল ছাপিয়ে
আছড়ে পড়েছে রাজ পথে ।
এগিয়ে তোদের যেতে হবে 
যেতেই হবে....... 

রোদে পুড়ে ঘাম ঝরিয়ে 
লাঙল ধরা শক্ত হাতে,
দশের খুধা মেটায় যারা  
কার অত শক্তি আছে 
ভাঙ্গবে তোদের মনের বল ।

লাঙল কাঁধে এগিয়ে চল 
দিল্লীর পথ হোক সরব।
আগুন ঝরানো রাজ পথ 
যেন করতে না পারে তোদের পথ পিছল ।

ও ভাই রে ভাই 
আর সময় নাই 
কাঁধের জুয়াল শক্ত করে ধর,
যত কৃষক জোয়ান মজদুরে দের দল 
এগিয়ে চল..........

এই তো সময় 
আনতে হবে এক নতুন ভোর ,
পথের মাঝে সঙ্গী হবে যত সর্বহারার দল
এগিয়ে চল.........
সংগ্রাম আজিকে মহাসংগ্রামের প্রস্তুতি
এগিয়ে চল.........।


আন্দোলনই এনেছে যত জয় 

        বন্ধ হোক পথ ,
        খুলবে দুয়ার 
        আসবে তবে জয়  ।

         শান্তির বাণী 
         শায়িত কবরে,
         অশান্তি বন্ধ হোক।

আন্দোলন হোক শান্তির পথে,
হোক কলরব অণ্য কারীর তরে,
আওয়াজ উঠুক অণ্যের কারবারি বিরুদ্ধে ।

মাঠের মানুষ, মাটির মানুষ 
           তৈরি হও পথে নামো,
আওয়াজ তোল দৃপ্ত কন্ঠে 
নয় তো মুখের অণ্য কেড়ে নেবে
          মুনাফা কারীর দল,
সঙ্গে চল দীন দুঃখী মজদুর 
হও জোট কৃষক শ্রমিক বন্ধু ।

যারা ঠাণ্ডা ঘরে বসে বানাল বিল
তারা কি জানবে কৃষকের ঘামের দাম,
তারাতো মেতেছে দেশ বেচতে
তোদের তো সেথায় ক্ষুদ্র জান।

তেল দিয়ে হলো না যখন 
হাতের মুঠো শক্ত কর,
উপড়ে ফেল যত শুবিধা ভোগীর জাঠ
আন্দোলনই এনেছে যত জয়।
ইতিহাস লিখে রেখেছে পাতায় পাতায়।


চাষা ভুষা যত মেহনতী মানুষ জাগছে

লাখো কৃষকের বুকের রক্ত
ঘাম হয়ে ভিজেছে রাজ পথ ,
মুখে শুধু একটাই শ্লোগান... 
কৃষিকে বাঁচাও .......।
সামনে বিপদ ভয়ানক দিন আসছে।

লাভার মিছিল হাঁটছে, 
বিশ্ব আজকে জাগছে......,
বুকে গনগনে আগুনের গোলা
লাভার মিছিল হাঁটছে.....
তৃতীয় বিশ্ব জাগছে.....    ।। 

উত্তল জন সমুদ্র ঢেউ
আঘাত হানছে রাজ পথে ,
কৃষক শ্রমিক মজুরেরা আজ জাগছে
চাষা ভুষা যত মেহনতী মানুষ জাগছে
এ তো নয় আবেগের, অন্তর হতে জাগছে।।

খেত মজুরের বুক ফাটানো কান্না 
এ তো শ্বান্তনায় ভোলান যাবে না,
হয় প্রত্যাহার কর কালা আইন 
নয়তো এ আন্দোলন থামবে না 
থামবে না থামবে না থামবে না ।।

বেকার ভায়ের জ্বলছে পেট 
কৃষকের পেট ভরে না ,
তোমরা ছুটেছ টাকার মিছিলে
মেহনতী মানুষ তোমাদের ছাড়বে না।
ছাড়বে না ছাড়বে না ছাড়বে না।


আন্দোলনের জয় হোক

মেহনতী মানুষ জাগছে আজিকে,
তোরা মেহনতী মানুষের কাছে থাক ।
ওরাই জোগাবে মুখের অন্ন 
ওরাই জোগাবে গ্রাস ।

ওরা রক্ত করেছে জল
ফলাতে সোনা ফসল ।
ওরা যদি মাঠে না নামাত লাঙ্গল 
কে তোদের অন্ন জুটাত বল।

তাই তোরা .......
মেহনতী মানুষের কাছে থাক ।
ওরাই জোগাবে মুখের অন্ন  
ওরাই জোগাবে মুখের গ্রাস  ।

ওদের মৃত্যুর নেইতো ভয় 
ঝড় জল রোদ পুড়ে ওরা যে মৃতুঞ্জয়,
তাই মরার আগে করছে মৃত্যুপণ
শাসকের থেকে ছিনিয়ে আনতে জয় ।

লড়াই চাই আজকে বন্ধু 
ছিনিয়ে আনতে হবে জয় ,
তোরাও সঙ্গী হবি চল
ডাকছে মাটির সন্তানের দল।

সবাই মিলি হও জোট 
আসি দাড়াই ওদের সঙ্গে ,
লুঠেরা রাজ পিছু হটে যাক
আন্দোলনই জয় পাক  ।

আন্দোলনের জয় হোক
আন্দোলনীরা জয় পাক ।।


শিরায় শিরায় ঝলসে উঠুক রক্ত মশাল

দিগন্ত করে রাঙা পলাশ রাজ পথে জন জোয়ার 
পিচ গলা রাজ পথে কৃষকের পদ চিহ্নের ছাপ,
ভাঙা কন্ঠে ডাকে আজ এক হও যত মজদুর কৃষান।

উড়িয়ে নিশান রক্ত নিশান হাঁটরে তোরা হাঁট
বাজিয়ে বিষাণ প্রলয় বিষাণ হ্যাঁচকা মেরে টান 
অত্যাচারী পাশাণ খর্গ ভেঙে হোক খান খান। 

এক জোট হও শ্রমিক কৃষক যত মেহনতী ভাই 
চল জোট বেঁধে সবাই মিলে আওয়াজ উঠাই
ধ্বংস হোক নিপাত যাক কালা কৃষি আইন।

আর পথ নাই কাঁধের কাঁধ মিলিয়ে সবাই জোট বাঁধ,
হিম পড়া রাত আন্দোলনের আঁচ উষ্ণতা ছড়াক
শিরায় শিরায় ঝলসে উঠুক রক্ত মশাল, রক্ত মশাল ।
 
জ্বলদর্চি পেজ- এ লাইক দিন👇

Post a Comment

0 Comments