১০ ডিসেম্বর ২০২০
১) অকালে চলে গেলেন মেদিনীপুর তথা বাংলা সংগীত জগতের এক তারকা হায়দার আলী! আমরা শোকাহত!
২) ৬৪ বছর বয়সে প্রয়াত হলেন ইতালি-র ১৯৮২ ফুটবল বিশ্বকাপ জয়ের নায়ক পাওলো রোসি!
৩) আজ হিরো আই এস এল-এ মুখোমুখি হয়েছে জামসেদপুর এফ সি এবং এস সি ইস্টবেঙ্গল!
৪) আমাদের কেন্দ্রীয় সরকার লক্ষ লক্ষ Public Wi-Fi hot-spot তৈরীর অনুমতি দিল!
৫) শেয়ার বাজার কেলেঙ্কারির নায়ক হর্ষদ মেহতার জীবনের সত্য ঘটনার ভিত্তিতে তৈরী ওয়েব সিরিজ "Scam 1992"-কে ২০২০ সালে ভারতীয় সেরা দশ ওয়েব সিরিজের তালিকায় একেবারে শীর্ষে স্থান দিল Internet Movie Data-base (IMDb)!
৬) ডুডল-এর মাধ্যমে ১৯৭৯ সালের অর্থনীতিতে নোবেলবিজয়ী কৃষ্ণাঙ্গ অর্থনীতিবিদ আর্থার লিউইস-কে সম্মান জানাল google!
৭) অবিশ্বাস্য হলেও সত্য, এখনও পর্যন্ত ভারতের লাক্ষাদ্বীপে করোনা-আক্রান্তের সংখ্যা শূন্য!
৮) আজ দেশের নতুন সংসদ ভবনের ভিত্তিপ্রস্তর করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী!
৯) ৮৭০ রেটিং পয়েন্ট নিয়ে আই সি সি ক্রিকেট Ranking-এ এক নম্বরে থেকে গেলেন বিরাট কোহলি!
(বিঃদ্রঃ - দিকে দিকে আওয়াজ উঠুক " কবি ভারভারা রাও-এর মুক্তি চাই!")
একটু হাসুন
স্বামী : হ্যাঁগো, হাঁটুর খুব যন্ত্রণা হচ্ছে! পাশের বাড়ি থেকে একটু মলমটা এনে দাও!
স্ত্রী : ওরা দেবে না! খুব কিপটে!
স্বামী : ছিঃ! এমন ব্যাপারে কেউ কিপ্টেমো করে!
যাক গে, ও ঘরের আলমারিতে আছে, নিয়ে এসো!
আজকের দিন
লিমেরিক
বিনোদ মন্ডল
১.
রকমফের সত্বেও কুকুরের ডাক ঘেউ
ব্যতিক্রম ব্যতিরেকে বিড়াল বলে মেঁও।
তাকে চেনা বড্ড বেশি শক্ত
ডাকে যখন ছদ্মবেশী ভক্ত -
সে যে ভালোমানুষের মুখোশ পরা ফেউ।
২.
শাবাশ ! দেশপ্রেমিক কিষাণ সেনার দুঃসাহস !
ষড়যন্ত্রীর হুক্কাহুয়া -- বিরোধীদের যোগ সাজশ।
শীতের রাতে রাজপথে
লড়াই করে কোন্ হিম্মতে?
গরিব কৃষক মেহনতির -- সংগঠনের হাতযশ !
জ্বলদর্চি পেজ- এ লাইক দিন👇
আরও পড়ুন
0 Comments