জ্বলদর্চি

দিনের শেষে একটু ভাবুন ১০ ডিসেম্বর ২০২০


১০ ডিসেম্বর ২০২০

১) অকালে চলে গেলেন মেদিনীপুর তথা বাংলা সংগীত জগতের এক তারকা হায়দার আলী! আমরা শোকাহত! 
২) ৬৪ বছর বয়সে প্রয়াত হলেন ইতালি-র ১৯৮২ ফুটবল বিশ্বকাপ জয়ের নায়ক পাওলো রোসি! 
৩) আজ হিরো আই এস এল-এ মুখোমুখি হয়েছে জামসেদপুর এফ সি এবং এস সি ইস্টবেঙ্গল! 
৪) আমাদের কেন্দ্রীয় সরকার লক্ষ লক্ষ Public Wi-Fi hot-spot তৈরীর অনুমতি দিল! 

৫) শেয়ার বাজার কেলেঙ্কারির নায়ক হর্ষদ মেহতার জীবনের সত্য ঘটনার ভিত্তিতে তৈরী ওয়েব সিরিজ "Scam 1992"-কে ২০২০ সালে ভারতীয় সেরা দশ ওয়েব সিরিজের তালিকায় একেবারে শীর্ষে স্থান দিল Internet Movie Data-base (IMDb)!
৬) ডুডল-এর মাধ্যমে ১৯৭৯ সালের অর্থনীতিতে নোবেলবিজয়ী কৃষ্ণাঙ্গ অর্থনীতিবিদ আর্থার লিউইস-কে সম্মান জানাল google! 
৭) অবিশ্বাস্য হলেও সত্য, এখনও পর্যন্ত ভারতের লাক্ষাদ্বীপে করোনা-আক্রান্তের সংখ্যা শূন্য! 
৮) আজ দেশের নতুন সংসদ ভবনের ভিত্তিপ্রস্তর করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী! 
৯) ৮৭০ রেটিং পয়েন্ট নিয়ে আই সি সি ক্রিকেট Ranking-এ এক নম্বরে থেকে গেলেন বিরাট কোহলি! 

(বিঃদ্রঃ - দিকে দিকে আওয়াজ উঠুক " কবি ভারভারা রাও-এর মুক্তি চাই!")

একটু হাসুন 

স্বামী : হ্যাঁগো, হাঁটুর খুব যন্ত্রণা  হচ্ছে! পাশের বাড়ি থেকে একটু মলমটা এনে দাও! 
স্ত্রী : ওরা দেবে না! খুব কিপটে! 
স্বামী : ছিঃ! এমন ব্যাপারে কেউ কিপ্টেমো করে! 
যাক গে, ও ঘরের আলমারিতে আছে, নিয়ে এসো!

আজকের দিন 
লিমেরিক 
বিনোদ মন্ডল 

১.
রকমফের সত্বেও কুকুরের ডাক ঘেউ
ব্যতিক্রম ব্যতিরেকে বিড়াল বলে মেঁও। 
তাকে    চেনা বড্ড বেশি শক্ত
ডাকে    যখন ছদ্মবেশী ভক্ত -
সে যে ভালোমানুষের মুখোশ পরা ফেউ। 

২.
শাবাশ !  দেশপ্রেমিক কিষাণ সেনার দুঃসাহস ! 
ষড়যন্ত্রীর হুক্কাহুয়া -- বিরোধীদের যোগ সাজশ। 
শীতের রাতে রাজপথে 
লড়াই করে কোন্ হিম্মতে? 
গরিব কৃষক মেহনতির -- সংগঠনের হাতযশ !

জ্বলদর্চি পেজ- এ লাইক দিন👇


আরও পড়ুন 

Post a Comment

0 Comments