১) কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সচিব রাজেশ ভূষণ জানিয়েছেন যে এবার করোনা ভ্যাকসিন নেওয়ার জন্য co-WIN নামে একটি মোবাইল app. আনতে চলেছে কেন্দ্র!
২) মহারাষ্ট্রের কারাড জনাতা সহকারী ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করে দিল রিজার্ভ ব্যাঙ্ক!
৩) এগারো দল নিয়ে নতুন বছরের ৯ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে ফুটবলের আই লিগ!
৪) কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের সুপারিশ:-
দ্বিতীয় শ্রেণী পর্যন্ত কোন হোমওয়ার্ক নয়, স্কুল ব্যাগের ওজন পড়ুয়ার ওজনের ১০ শতাংশ হতে হবে।
৫) ১৯২৮ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক অষ্ট্রেলিয়ার হয়ে অভিষেক ম্যাচে ব্যবহৃত স্যার ডোনাল্ড ব্রাডম্যানের ব্যাগি গ্রীণ টুপি নিলামে উঠতে চলেছে।
৬) বিশ্বের দ্বিতীয় ব্যক্তি হিসাবে করোনা-টিকা নিলেন ব্রিটেনের ওয়ারউইকশায়ারের ৯০ বছর বয়স্ক এক নাট্যকার! হ্যাঁ, এনার নামও উইলিয়াম শেক্সপিয়র!
৭) মারকিন ম্যাগাজিন "ফোর্বস"- এর বিশ্বের ১০০ প্রভাবশালী মহিলার তালিকায় তিন ভারতীয় স্থান পেলেন :- কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন, বায়োকন- এর প্রতিষ্ঠাতা কিরণ মজুমদার শ এবং এইচ সি এল -এর সি ই ও রোশনি নাদার মালহোত্রা!
এই নিয়ে টানা ১০ বার তালিকার শীর্ষে আছেন জারমানি-র চ্যান্সেলর এঙ্গেলা মর্কেল!
৮) আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণের সিদ্ধান্ত ঘোষণা করলেন ভারতীয় উইকেটরক্ষক পার্থিব প্যাটেল!
৯) মার্কিন app. ট্রিপএডভাইজার-সহ ১০৫টি app. নিষিদ্ধ করল চীন!
১০) আজ হিরো আই এস এল-এ মুখোমুখি হয়েছে চেন্নাই এফ সি এবং মুম্বই সিটি এফ সি !
১১) প্রয়াত হলেন আশির দশকের অন্যতম শ্রেষ্ঠ কবি নাসের হোসেন! "অর্জুন মিত্র" ছদ্মনাম ছিল তাঁর, কবিতা লেখার পাশাপাশি কবিতা ও চিত্রভাস্কর্য্য নিয়ে বহু গদ্য রচনা করেছেন! বেশ কিছু বিদেশী ভাষায় তাঁর সৃষ্টি অনূদিত হয়েছে!
জ্বলদর্চি-র পরিবার শোকাহত!
(বিঃদ্রঃ - দিকে দিকে আওয়াজ উঠুক " কবি ভারভারা রাও-এর মুক্তি চাই!")
একটু হাসুন
স্ত্রী : এই শুনছ, চলো সার্কাস দেখতে যাই! যাবে গো?
স্বামী : আমার সময় নেই!
স্ত্রী : শুনলাম, এক সুন্দরী অল্পবয়সী রাশিয়ান সিংহের পিঠে বসে খেলা দেখাচ্ছে!
স্বামী : সেই আমাকে রাজি করিয়ে ছাড়লে! চলো যাই, অনেক দিন সিংহ দেখিনি!
আজকের দিন
জ্বলদর্চি পেজ- এ লাইক দিন👇
লিমেরিক
বিনোদ মন্ডল
১.
যেমন উকিল তেমন তার এক মক্কেল !
মুশকিল কেসে জেতা -- বিলকুল বেআক্কেল।
হাজিরায় আসে না
ঝেড়ে কভু কাশে না।
উকিলকে টাকা নয় দেয় পাকা কঁতবেল।
২.
পিছিয়ে বাংলা প্রশ্নটি আজ পছন্দ-না পিসির।
দেশ কেন দেউলিয়া নারাজ সওয়াল ঋষির।
দেশসেবার কি মহিমা --
কেরল থেকে দূর কোহিমা
সর্বস্বান্ত অবস্থা আজ কৃষক এবং কৃষির !
আরও পড়ুন
0 Comments