"বিশ্বের সবথেকে নির্ভরযোগ্য কেমব্রিজ ডিকশনারি-তে এবার অন্তর্ভুক্ত হল সাধারণ কথাবার্তায় বহুলভাবে ব্যবহৃত শব্দ "আচ্ছা"(Accha)!"
১৪ ডিসেম্বর'২০২০
১) আজ হিরো আই এস এল-এ মুখোমুখি হয়েছে জামসেদপুর এফ সি এবং মুম্বই সিটি এফ সি!
২) পাকিস্তানের লাহোর দূর্গে বসানো ঊনিশ শতকের শিখ-শাসক মহারাজ রণজিৎ সিং-এর মূর্ত্তি ভাঙচুর করা হয়েছে।
৩) শিক্ষাঙ্গনে হাড়-হিম করা সন্ত্রাস :-
উত্তর পশ্চিম নাইজেরিয়ার কাতসিনা প্রদেশের এক স্কুলে বন্দুকবাজদের নির্মম হামলা! চারশ' পড়ুয়া এখনও নিখোঁজ!
৪) আগামিকাল হাসপাতাল থেকে মুক্তি পেতে চলেছেন সংকটমুক্ত বুদ্ধদেব ভট্টাচার্য!
৫) আগামিকাল থেকে শুরু হতে চলেছে আমেরিকায় করোনা টিকাকরণ-পর্ব! টিকা সরবরাহের দায়িত্বে থাকবেন মার্কিন সেনাবাহিনীর কর্মকর্তা জেনারেল গুস্তাভ পারনা!
৬) বিশ্বের সবথেকে নির্ভরযোগ্য কেমব্রিজ ডিকশনারি-তে এবার অন্তর্ভুক্ত হল সাধারণ কথাবার্তায় বহুলভাবে ব্যবহৃত শব্দ "আচ্ছা"(Accha)!
৭) দেশের Chief of Army Staff বিপিন রাওয়াত জানিয়েছেন যে চিনের মোকাবিলা করতে ভারত পুরোপুরি তৈরী!
৮) করোনা সংক্রমণের দাপটে ফের বন্ধ হয়ে গেল IIT/Madras.
(বিঃদ্রঃ - দিকে দিকে আওয়াজ উঠুক " কবি ভারভারা রাও-এর মুক্তি চাই!")
একটু হাসুন
স্ত্রী : যদি তুমি এক কোটি টাকার লটারি পাও,একই দিনে আমি টাকার দাবীতে যদি কিডন্যাপ হই,তখন তুমি কি করবে?
স্বামী : ধুর! একই দিনে দু'টো লটারি কেউ পায় নাকি!!
আজকের দিন
বিনোদ মন্ডল
১.
ভয়ে ভীত ; যায় না ভাবা --
থমকে জীবন -- করাল থাবা !
অন্তরীন
অন্তহীন --
পরশবিহীন -- মা ও বাবা !
২.
গলিজুড়ে ঘেউ ঘেউ। এতো রাতে বাঁচি তো !
দুরুদুরু কাঁপে বুক। ঠিক পথে আছি তো ?
চেন খোলা হিসি কেস
মনভোলা হাসি রেশ --
পথপাশে আশ্বাসে -- ভয় নেই। আছি তো।
জ্বলদর্চি পেজ- এ লাইক দিন👇
আরও পড়ুন
বাড়িতে বসেই মানসভ্রমণ!
চলুন রাশিয়া। পড়ে নিন, দেখে নিন ভিডিও। অপরূপ প্রকৃতির ইতিহাস ও বর্তমান পরিস্থিতি।
⛱️
রাশিয়ার দুবনা, দুবনার ভাবনা/ তথাগত বন্দ্যোপাধ্যায়।
0 Comments