জ্বলদর্চি

রাষ্ট্রসঙ্ঘের Human Development Index-এ ১৮৯টি দেশের মধ্যে আমাদের ভারত ১৩১-তম স্থানে!

রাষ্ট্রসঙ্ঘের Human Development Index-এ ১৮৯টি দেশের মধ্যে আমাদের ভারত ১৩১-তম স্থানে! 
১৭ ডিসেম্বর'২০২০

১) কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল জানিয়েছেন যে আগামী বছর সর্বভারতীয় ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা JEE main এইবার থেকে চারবার(Feb., Mar., Apr., May) হবে! 
২) পিঙ্ক বলের এডিলেডের প্রথম টেস্টের প্রথম ইনিংসে অষ্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত দিনের শেষে ৬ উইকেটে ২৩৩ রান, উল্লেখযোগ্য ব্যাটিং বিরাট কোহলি ৭৪ রান! 
৩) আজ শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস্ সেন্টার থেকে PSLV-C50 রকেটের সফল উৎক্ষেপণ, যার মাধ্যমে Communication Satellite স্থাপন করা হল! 

৪) আজ হিরো আই এস এল-এ মুখোমুখি হয়েছে ওড়িশা এফ সি এবং বেঙ্গালুরু এফ সি।
৫) বাংলাদেশের বিজয় দিবসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা-র বক্তব্যের একাংশ:-
"এই বাংলাদেশ লালন শাহ, রবীন্দ্রনাথ, কাজি নজরুল, জীবনানন্দের! এই বাংলাদেশ শেখ মুজিব এবং ১৬ কোটি বাঙালির!"
৬) আন্তর্জাতিক বক্সিং-এর Hall of Fame-এ অন্তর্ভুক্ত হলেন ফ্লয়েড মেওয়াদার, ভ্লাদিমির ক্লিটসকো এবং কিংবদন্তী মহম্মদ আলি-র কন্যা লায়লা আলি! 
৭) রাষ্ট্রসঙ্ঘের Human Development Index-এ ১৮৯টি দেশের মধ্যে আমাদের ভারত ১৩১-তম স্থানে! 
৮) মহামান্য সুপ্রীম কোর্ট জানাল যে আন্দোলনের সম্পূর্ণ অধিকার আছে কৃষকদের! 
(বিঃদ্রঃ - দিকে দিকে আওয়াজ উঠুক " কবি ভারভারা রাও-এর মুক্তি চাই!")

আজকের দিন 
একটু হাসুন 

পাপ্পু : এই বল্টু, চাল থেকে কেমন করে বরফ হয় বল্ তো! 
বল্টু : আমি জানি না! 
পাপ্পু : Very simple ইয়ার! Rice(চাল) থেকে "R" সরিয়ে নিলেই ice(বরফ)!

লিমেরিক 
বিনোদ মন্ডল 

১.
মোষকে ডাকা হয় কাঁড়া
খড়্গের ডাক নাম খাঁড়া 
        ছন্ন থেকে ছাড়া
        পল্লী পেলো পাড়া ! 
ফ্যাসাদকে লোকে বলে ফাঁড়া ! 

২.
দশক জুড়ে চালু ছিলো ভুঁই জোকারি পদ্য। 
হাল আমলে নতুন এলো তুই তোকারি গদ্য। 
পৌষ পাবনের খেলা হেসে
পৌঁছে গেছে বেলা শেষে --
পালাবদলের পর্ব এবার, নমস্কারি খৎ দো !

জ্বলদর্চি পেজ- এ লাইক দিন👇

আজ থেকে শুরু হল। প্রতি বৃহস্পতিবার। 
 'সংক্ষিপ্ত মহাভারত'/ সুদর্শন নন্দী 
✍️
চিত্র- শর্মিষ্ঠা ঘোষ

Post a Comment

0 Comments