জ্বলদর্চি

আন্তর্জাতিক কলকাতা বইমেলা স্থগিত রাখা হল!

আন্তর্জাতিক কলকাতা বইমেলা স্থগিত রাখা হল!


২৭ ডিসেম্বর ২০২০

১) মনমাতানো সংগীতশিল্পী নির্মলা মিশ্র সংকটজনক অবস্থায় ভর্তি হলেন কলকাতার সাদার্ন এভিনিউ-এর এন জি নার্সিংহোমে! 
২) ৬৪ বছর বয়সে ওড়িশার অবসরপ্রাপ্ত ব্যাঙ্ককর্মী জয়কিশোর প্রধান সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা NEET পাশ করলেন। শুধু তাই নয়, তিনি রাজ্যের বীর সুরেন্দ্র সাঁই ইনস্টিটিউট অফ সায়েন্সের প্রথম বর্ষে ভর্তি হয়েছেন। 
৩) ৭৫ বছর বয়সে প্রয়াত হলেন ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার এবং স্বনামধন্য ক্রিকেট ভাষ্যকার রবিন জ্যাকম্যান !
৪) আজ হিরো আই এস এল-এ মুখোমুখি হয়েছে কেরালা ব্লাস্টার্স এবং হায়দরাবাদ এফ সি! 
৫) ব্রিটেনের "Center for Economics and Business Research(CEBR)"-এর রিপোর্ট অনুযায়ী আগামী ২০২৫ সালে ভারত বিশ্বের ৫ম বৃহত্তম এবং ২০৩০ সালে বিশ্বের ৩য় বৃহত্তম অর্থনীতির দেশ হবে! 

৬) আন্তর্জাতিক কলকাতা বইমেলা করোনা আবহে আপাতত  স্থগিত রাখা হল। 
৭) India International Science Festival-এ শ্রেষ্ঠত্বের শিরোপা পেল হুগলী কলেজিয়েট স্কুলের ৮ম শ্রেণীর ছাত্র অভিজ্ঞানকিশোর দাস! 
৮) ইরানে ভয়াবহ তুষারপাতে মৃত ১০ পর্বতারোহী

(বিঃদ্রঃ - দিকে দিকে আওয়াজ উঠুক " কবি ভারভারা রাও-এর মুক্তি চাই!")

একটু হাসুন 

রাজু : মা, মোবাইল কি রাগ করে? 
মা : কেন, এমন কথা বলছিস কেন রে? 
রাজু : না মানে পাশের ঘরে দেখলাম দিদি মোবাইল সামনে রেখে বলছে যে লক্ষীটি,আমার উপর রাগ কোরো না প্লিজ!

আজকের দিন। ক্লিক করে পড়ুন। 👇
লিমেরিক 
বিনোদ মন্ডল 

১.
টাক মাথাতে চিরুনি 
শাকের খেতে নিড়ুনি। 
মেঘ করেছে সিঁদুরে 
ভেক ধরেছে সিঙুরে
কারখানাতে ঘন্টি শুনি! 

২.
মাতাল যুগল ভাঁটি থেকে ফিরছে বাড়ি 
তাড়া ভীষণ ঘরে ফেরার -- হাঁটছে তাড়াতাড়ি! 
পায়ে কেন নেইকো চাকা --
পকেট কেন বেবাক ফাঁকা! 
সেই প্রশ্নে বিভোর পথে -- হাঁটছে আড়াআড়ি।

জ্বলদর্চি পেজ- এ লাইক দিন👇

Post a Comment

0 Comments