জ্বলদর্চি

দিনের শেষে একটু ভাবুন ৩ ডিসেম্বর ২০২০

৩/১২/২০২০

১) আগামী বছরের ৪ জানুয়ারি থেকে স্কুল খোলার ইচ্ছাপ্রকাশ করল Indian Certificate of Secondary Education(ICSE) বোর্ড! 
২) আজ হিরো আই এস এল-এ মুখোমুখি হয়েছে এটিকে-মোহনবাগান এবং ওড়িশা এফ সি! 
৩) ৯৮ বছরে প্রয়াত হলেন MDH মশলা সংস্থার মালিক "পদ্মভূষণ" ধর্মপাল গুলাটি! 
৪) রাশিয়ায় আগামী সপ্তাহ থেকে সবাইকে করোনা-টিকা Sputnik-V দেওয়ার নির্দেশ দিলেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন! 

৫) গত মরশুমে ৪৬ ম্যাচে ৩৭ গোল করে Golden Foot পুরস্কার পেলেন পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো! 
৬) ১৯৬০ সালের রোম অলিম্পিকে ডেকাথলনে সোনার পদক জয়ী "বিশ্বের সেরা এথলিট" ৮৬ বছর বয়স্ক রাফার জনসন প্রয়াত হলেন
৭) আগামী বছরের প্রজাতন্ত্র দিবস(২৬ জানুয়ারি)-অনুষ্ঠানে প্রধান অতিথি হতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন! 
৮) Technical Review Authority(TRA)-র রিপোর্ট অনুযায়ী দেশের সবচেয়ে বিশ্বাসযোগ্য ব্রান্ডের খেতাব অর্জন করল Dell, পর্যায়ক্রমে পরবর্তী চারটি স্থানে রয়েছে Mi mobiles, Samsung mobiles, Apple iPhone, LG Televisions. 
৯) কৃষকদের সঙ্গে বঞ্চনার প্রতিবাদে পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদল ফিরিয়ে দিলেন জাতীয় পুরস্কার 'পদ্মবিভূষণ'! 

(বিঃদ্রঃ - দিকে দিকে আওয়াজ উঠুক " কবি ভারভারা রাও-এর মুক্তি চাই!")

একটু হাসুন 

মা : কিসের শব্দ হল রে, বল্টু? 
বল্টু : জামাটা পড়ে গেল মা! 
মা : জামা পড়লে এত আওয়াজ হয়? 
বল্টু : জামার ভিতরে আমি ছিলাম যে!

আজকের দিন।  ক্লিক করে পড়ুন। 

লিমেরিক 
বিনোদ মন্ডল 

১.
গ্লাসে কে আর জল খায়, খায় যে বোতলে। 
ক্লাসে নেই ফলাফল, যায় যে গো টোলে। 
কোনো কোনো প্রসূতি মিশরের দেবী
কোলে পেতে কামনা সিজারের বেবি ! 
ক্লেশে নয়, নবজন্ম কাঁচির ছোবলে !! 

২.
কলম হইতে সাবধান। তফাত যাও। খবরদার। 
মাথাগরম লেখা পড়ে জ্বালিয়ে দেওয়া দরকার। 
হাতসাফের স্যানিটাইজার
মাত কাফের জ্বালাইবার --
যোগসাজশে যদি থাকে মুখোশধারী সরকার !!

আরও পড়ুন 

অ্যাম্বুলেন্সে তুলতে তুলতে কবি সুভাষ মুখোপাধ্যায় মানিকের স্ত্রী'কে জিজ্ঞেস করলেন, তাকে আগে খবর দেওয়া হয়নি কেন? কমলা বলল, ফোন যে করবো সেই পাঁচ আনা পয়সাও নেই ভাই। 
🙏
আজ মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণ দিবস। শ্রদ্ধা ও স্মরণে সন্দীপ কাঞ্জিলাল। 
সময়ের কথা

Post a Comment

0 Comments