জ্বলদর্চি

দিনের শেষে একটু ভাবুন ৫ ডিসেম্বর ২০২০


৫/১২/২০২০

১) আজ হিরো আই এস এল-এ মুখোমুখি হয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড এবং এস সি ইস্টবেঙ্গল! 
২) আগামী ১০ ডিসেম্বর দেশের নতুন সংসদ ভবনের শিলান্যাস করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী! ৬৪,৫০০ বর্গ মিটারের ভবন তৈরী করতে খরচ পড়বে ৯৭১ কোটি টাকা! 
৩) আজ কলকাতার রবীন্দ্র সদনে "নামজীবন"-শীর্ষক অনুষ্ঠানের মাধ্যমে সৌমিত্র চট্টোপাধ্যায়-এর স্মরণসভা সম্পন্ন হল। 
৪) বিশ্বের প্রথম অত্যাধুনিক কোয়ান্টাম কম্পিউটার তৈরী করল চীন! 
৫) মহিলা ফুটবলারদের ১৪ সপ্তাহের মাতৃত্বকালীন ছুটির সিদ্ধান্ত ফিফা-র! 
৬) রাশিয়ার সাধারণ মানুষকে  করোনা-ভ্যাকসিন দেওয়া শুরু হল! 
৭) দেশের কৃষক আন্দোলনের প্রতি সমর্থন জানাল রাষ্ট্রপুঞ্জ !
৮) আই এস এল-এ নভেম্বর মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হল এটিকে-মোহনবাগান ক্লাবের রয় কৃষ্ণা! 

(বিঃদ্রঃ - দিকে দিকে আওয়াজ উঠুক " কবি ভারভারা রাও-এর মুক্তি চাই"!)

লিমেরিক 
বিনোদ মন্ডল 

১.
গোল ছাড়া তারা কী আর দেবেন ! 
জুটিহীন দুটি নাম সবাই চেনেন। 
কোটি কোটি ক্রীড়ামোদীভক্ত
মোটামুটি দ্বিধা বিভক্ত ! 
লিওনেল মেসি, সি আর সেভেন !! 

২.
নেতাগোছের সভ্যগণের কাজ নাপতালি 
আখেরখেকো মেজো-সেজো খোঁজে ঝাঁপতালই। 
দলে কিংবা ক্লাব-কোন্দলে
কাহিনি এক -- বোম ভোলে! 
গোবেচারা অনুগামী সব যুগে দেয় হাততালি।

জ্বলদর্চি পেজ- এ লাইক দিন👇

 আরও পড়ুন 

Post a Comment

1 Comments

  1. দিনের শেষে হাসি র প্রয়োজন কি ফুরিয়ে গেল আমাদে জীবনে??

    ReplyDelete