জ্বলদর্চি

দিনের শেষে একটু ভাবুন ৮ ডিসেম্বর ২০২০

৮/১২/২০২০

১) কেরালার স্বর্ণ ব্যবসায়ী ববি চেম্মানুর জানিয়েছেন যে কেরালায় কিংবদন্তী দিয়াগো মারাদোনা-র স্মরণে মিউজিয়াম এবং তাঁর সমান উচ্চতার স্বর্ণমূর্ত্তি নির্মাণ করা হবে! 
২) বিশ্ব স্বাস্থ্য সংস্থার অধীনস্থ নতুন ফাউন্ডেশনের CEO পদের দায়িত্বে এলেন ভারতীয় বংশোদ্ভূত অনিল সোনি! 
৩) স্কটিশ ক্লাব রেঞ্জার্সের হয়ে সুপার সাবস্টিটিউট হিসাবে মাঠে নেমে গোল করলেন ৩০ বছরের মহিলা ফুটবলার মণিপুরের বালা দেবী! 

৪) Reliance Industries-এর চেয়ারম্যান মুকেশ আম্বানি জানিয়েছেন যে ২০২১ সালের মাঝামাঝি সময় থেকে ফাইভ-জি পরিষেবা চালু করার পরিকল্পনা আছে! 
৫) নেপালের বিদেশমন্ত্রী প্রদীপ কুমার গায়ালি জানিয়েছেন যে এভারেস্ট শৃঙ্গের সাম্প্রতিকতম উচ্চতা হল ৮,৮৪৮.৮৬ মিটার, যা আগে ছিল ৮,৮৪৮ মিটার! 
৬) মারকিন প্রতিরক্ষা সচিবের পদ অলংকৃত করতে চলেছেন ইরাকে মারকিন বাহিনীর প্রাক্তন প্রধান কমান্ডিং অফিসার, ৬৭ বছরের কৃষ্ণাঙ্গ অবসরপ্রাপ্ত জেনারেল লয়েড অস্টিন! 
৭) ৮৪ বছর বয়সে প্রয়াত হলেন মারাঠা অভিনয় জগতের স্বনামধন্য অভিনেতা রবি পটবর্ধন! 
৮) সাধারণ মানুষ হিসাবে বিশ্বে প্রথম করোনা-টিকা পেলেন ব্রিটেনের ৯১ বছর বয়স্কা মার্গারেট কিনানই !
৯) ৯৭ বছর বয়সে প্রয়াত হলেন আমেরিকা এয়ারফোর্সের অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল "পৃথিবীর দ্রুততম মানব" চাক ইয়েগার! 
১০) ২০২৪ সালে প্যারিস অলিম্পিকে নতুন ইভেন্ট হিসাবে যুক্ত হল ব্রেকডান্স! 
১১) স্বাধীন ভারতের ইতিহাসে এই প্রথম সংযুক্ত আরব আমিরশাহী এবং সৌদি আরব সফরে যাচ্ছেন সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারাভান! 
১২) আজ হিরো আই এস এল-এ মুখোমুখি হয়েছে বেঙ্গালুরু এফ সি এবং নর্থ ইস্ট ইউনাইটেড! 

(বিঃদ্রঃ - দিকে দিকে আওয়াজ উঠুক " কবি ভারভারা রাও-এর মুক্তি চাই!")

একটু হাসুন 

মন্ডলবাবু তাঁর স্ত্রী ও শাশুড়িকে নিয়ে পরিবারের গুরুদেব-দর্শনে গেছেন! 
বিস্তর আলোচনার পর-
গুরুদেব : মৃত্যুর পরে কে কে স্বর্গে যেতে চাও? 
মন্ডলবাবুর স্ত্রী ও শাশুড়ি দু'জনেই হাত তুললেন! 
মন্ডলবাবুর নীরবতার কারণ জানতে চাইলেন গুরুদেব! 
গুরুদেবের কানে কানে মন্ডলবাবু বললেন :-
ওরা দু'জনেই স্বর্গে গেলে এই মর্ত্য আমার কাছে স্বর্গ হয়ে যাবে।

আজকের দিন 
লিমেরিক 
বিনোদ মন্ডল 

১.
মেঝে জুড়ে গিরিমাটি ; ফুলপাখি কল্পনা। 
কাঁচাহাতে তুলি ধরা -- রঙে রূপে আলপনা। 
স্কুলঘরে বাসন্তী শাড়িতে 
কিংবা লক্ষ্মী পুজো বাড়িতে 
আঁকা শুধু আঁকা নয় ফাল্গুনী জাল বোনা। 

২.
রাজনীতি রঙ্গ-নিতি, কে জানে কী ঝকমারি ! 
মালপো-খাওয়া ভাইপো সব করে কেপমারি ! 
দুয়ারে ধাওয়া সরকার --
ক্ষমা চাওয়া দরকার । 
গাল খেতে ঘরে ঘরে ডি এ হারা কর্মচারী।

আরও পড়ুন 

Post a Comment

0 Comments