Today is the 6th December, 2020
আজকের দিন
বাংলায়---২০ অগ্রহায়ণ রবিবার ১৪২৭
আজ, ভারতের জাতীয়তাবাদী নেতৃত্ব ভীমরাও রামজি আম্বেদকরের প্রয়াণ দিবস। ইনি বাবাসাহেব আম্বেদকর নামেও পরিচিত ছিলেন। ইনি ভারতের সংবিধানের মুখ্য রচয়িতা। তিনি ভারতীয় জাতীয়তাবাদী এবং ভারতের দলিত আন্দোলনের অন্যতম পুরোধাপুরুষ।
আজ, বাংলার বিপ্লবী দীনেশচন্দ্র গুপ্তের জন্মদিন। বেঙ্গল ভলেন্টিয়ার্স নামক গুপ্ত বিপ্লবী সংগঠনের সদস্য ছিলেন। দলের তরফ থেকে তাঁকে মেদিনীপুরে বিভির শাখা স্থাপনের দায়িত্ব দেওয়া হয়। স্থানীয় বিপ্লবীদের আগ্নেয়াস্ত্র চালনা শেখানোর জন্য তিনি কিছু সময় মেদিনীপুরেও ছিলেন। তাঁর প্রশিক্ষিত বিপ্লবীরা ডগলাস, বার্জ এবং পেডি-এই তিনজন জেলা ম্যাজিস্ট্রটকে পরপর হত্যা করেছিল। তাছাড়া দুই সঙ্গী বিনয় ও বাদল সহ তাঁর ইতিহাস বিখ্যাত রাইটার্স বিল্ডিং অভিযান তো ইংরেজ শাসনের ভিতে আঘাত করেছিল।
আজ, ভারততত্ত্ববিদ হরপ্রসাদ শাস্ত্রীর জন্মদিন। চর্যাপদের আবিষ্কর্তা। রামচরিতমানসের পুঁথিও তিনি সংগ্রহ করেন। তাঁর লেখা কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ বাল্মীকির জয়, মেঘদূত ব্যাখ্যা, বেনের মেয়ে, কাঞ্চনমালা, সচিত্র রামায়ণ, প্রাচীন বাংলার গৌরব, বৌদ্ধধর্ম ইত্যাদি।
আজ, বিখ্যাত ভারত বিশারদ ম্যাক্সমুলারের জন্মদিন। পুরো নাম ফ্রিডরিখ মাক্সমুলার (Friedrich MaxMüller)। ইনি ছিলেন বিখ্যাত ভারতবিশারদ, দার্শনিক, ধর্মতত্ত্ববিদ, সমাজতত্ত্ববিদ, অধ্যাপক, সংস্কৃত ভাষায় সুপ্রসিদ্ধ জার্মান পণ্ডিত ও অনুবাদক।ঋগ্বেদের সম্পাদনা ও ভাষ্য রচনা করে তিনি তাঁর জীবনের অক্ষয় কীর্তির স্বাক্ষর রেখে গেছেন। বৈদিক সাহিত্য বিষয়ে তিনি তাঁর জীবদ্দশায় সর্বশ্রেষ্ঠ বিশেষজ্ঞ হিসেবে সমগ্র পৃথিবীতে সমাদৃত হয়ে
আছেন।
আজ, চলচ্চিত্র জগতের অধিবাসী শেখর কাপুরের জন্মদিন। পুরো নাম শেখর কুলভূষণ কাপুর।বলিউডের ও আন্তর্জাতিক সিনেমার পরিচালক, প্রযোজক ও অভিনেতা। অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ 'জান হাজির হ্যায়' সিনেমা দিয়ে। প্রথম পরিচালিত ছবি মাসুম। 'ব্যান্ডিট কুইন' ছবির জন্য শ্রেষ্ঠ জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সম্মানিত হন। জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন।
আজ, ভারতের প্রথম গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস-এর জন্মদিন। হেস্টিংস যখন ভারতে আসেন তখন আদর্শ শাসনব্যবস্থার কোনো দৃষ্টান্ত তাঁর কাছে ছিল না। নিজ প্রতিভা ও সাংগঠানিক ক্ষমতার জোরে তিনি ভারতের কেন্দ্রীয় শাসন ও রাজস্ব ব্যবস্থার যে রূপরেখা রচনা করে যান, প্রধানত তার উপরে ভিত্তি করে পরবর্তী গভর্নর জেনারেল লর্ড কর্নওয়ালিশ এক বলিষ্ঠ ও সুষ্ঠু কেন্দ্রীয় শাসন ব্যবস্থা গড়ে তুলেছিলেন ।
আজ, পশ্চিম বঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থশঙ্কর রায়ের প্রয়াণ দিবস। একজন ভারতীয় বাঙালি রাজনীতিবিদ ও জাতীয় কংগ্রেসের সদস্য ছিলেন। তাছাড়াও তিনি ছিলেন একজন খ্যাতনামা ব্যারিস্টার, পাঞ্জাবের প্রাক্তন রাজ্যপাল ও ভারতের প্রাক্তন শিক্ষামন্ত্রী। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় রাষ্ট্রদূতের দায়িত্বও সামলেছেন। ১৯৭২ -১৯৭৭ সাল পর্যন্ত তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন।
মনীষী উবাচ :
অধিকার ভিক্ষায় মেলে না, কঠিন জীবন সংগ্রামের মাধ্যমে তা ছিনিয়ে নিতে হয়।(ড.বি.আর.আম্বেদকর)
--------------------------------------
সংকলক- রুম্পা প্রতিহার
--------------------------------------
জ্বলদর্চি পেজ- এ লাইক দিন👇
আরও পড়ুন
0 Comments