জ্বলদর্চি

দিনের শেষে একটু ভাবুন / বিশ্বজিৎ কর


১০ জানুয়ারি '২০২১

১) দেশের প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সুরিনামের রাষ্ট্রপতি চন্দ্রিকাপ্রসাদ! 
২) World's Richest Man এলন মাস্ক ঘোষণা করেছেন যে ২০৫০ সালে মঙ্গল গ্রহে একটা পরিপূর্ণ শহর নির্মাণের পরিকল্পনা আছে তাঁর! 
৩) সৌরভ গাঙ্গুলী নন, ICC-তে BCCI -এর প্রতিনিধি হচ্ছেন জয় শাহ! 
৪) অতিমারী আবহে শতকরা ৮০ ভাগ মানুষ চাইছেন না যে টোকিও অলিম্পিক হোক। 
৫) দেশের ৭টি রাজ্যে (কেরালা, রাজস্থান, মধ্যপ্রদেশ, হিমাচলপ্রদেশ, হরিয়ানা,গুজরাট,উত্তরপ্রদেশ)- এ বার্ড ফ্লু-র জীবাণু পাওয়া গেল! 
৬) National Disaster Response Force (NDRF) -কে আন্তর্জাতিক স্বীকৃতি দিতে চলেছে রাষ্ট্রসংঘ! 
৭) শিথিল হচ্ছে কোভিড বিধি, পুরীর মন্দিরে প্রবেশের আগে আর দিতে হবে না করোনা পরীক্ষার রিপোর্ট! 
৮) ভাঙল ৫০ বছরের রেকর্ড, নজিরবিহীন তুষারপাতে বিপর্যস্ত স্পেন! 
(বিঃদ্রঃ - দিকে দিকে আওয়াজ উঠুক "কবি ভারভারা রাও-এর মুক্তি চাই!")

একটু হাসুন 

চলন্ত ট্রেনের শৌচালয় থেকে মোবাইলে একজনের অভিযোগ -
মগে বাঁধা চেন ছোট, সঠিক জায়গায় মগ যাচ্ছে না! 
রেল- এর উত্তর :-
মগ চেনে বাঁধা আছে! "সঠিক জায়গা"-কে এগিয়ে নিয়ে যেতে হবে।

আজকের দিন 
লিমেরিক
বিনোদ মন্ডল 

১.
হাপিত্যেশ প্ল্যাটফর্মে - কোথায়  গাড়ি? 
লটবহরে নাজেহাল - মিশন বাড়ি। 
সিঁদুরহীন নতুন বউ -- জিনসে
কী দুর্দিন - অলপ্পেয়ে মিনসে! 
হানাদার পুলিশ ডাকে - চলুন ফাঁড়ি। 

২.
দিকে দিকে দূষণবাড়ি কাঁপছে শহর। 
জলে স্থলে অন্তরীক্ষে ছড়ায় জহর। 
ভুবন না কি পাতাল? 
ভাবনা উথাল-পাতাল। 
মহামারির মৃত্যুমিছিল -- কৃষ্ণগহ্বর!

জ্বলদর্চি পেজ- এ লাইক দিন👇

Post a Comment

0 Comments