জ্বলদর্চি

রেল-পরিবারে প্রথম করোনা ভ্যাকসিন পাবেন টিকিট পরীক্ষকগণ!

রেল-পরিবারে প্রথম করোনা ভ্যাকসিন পাবেন টিকিট পরীক্ষকগণ!

১৩ জানুয়ারি '২০২১

১) ১৮ জানুয়ারি থেকে লাগবে না ই-পাস! শুধু স্মার্ট কার্ডে ওঠা যাবে কলকাতা মেট্রোতে!
২) টুইটার, ফেসবুকের পর ডোনাল্ড ট্রাম্পের গুগল এবং ইউটিউব চ্যানেল বন্ধ করে দেওয়া হল। 
৩) বিশ্বের ১ নং ধনকুবের এলন মাস্ক-এর সংস্থা Tesla -র বিশ্বের সবথেকে মূল্যবান বৈদ্যুতিক গাড়ি অবশেষে ভারতে আসতে চলেছে। 
  ৪) প্রায় ৭০ বছর পর কোনও নারীকে প্রাণদণ্ড দিল আমেরিকার ফেডেরাল আইন। 
৫) ভারতীয় রেলের সিদ্ধান্ত :-
রেল-পরিবারে প্রথম করোনা ভ্যাকসিন পাবেন টিকিট পরীক্ষকগণ! 

৬) সন্ত্রাস মোকাবিলায় এবার থেকে একসাথে কাজ করবে ভারত ও বাংলাদেশের পুলিশ। 
৭) আবার বাড়ছে সংক্রমণ,পরিস্থিতির চাপে লকডাউনের মেয়াদ বৃদ্ধি করল চীন! 
৮) মার্কিন গুপ্তচর সংস্থা (CIA) -র ডিরেক্টর পদে মনোনীত হলেন উইলিয়াম বার্নস! 

(বিঃদ্রঃ - দিকে দিকে আওয়াজ উঠুক " কবি ভারভারা রাও-এর মুক্তি চাই!")

একটু হাসুন 

পাপ্পু : জানিস বল্টু, এই জানুয়ারি মাস একেবারে প্রেমময়! 
  বল্টু : কেন? কেন? 
পাপ্পু : বাংলায়-"জানু",ইংরাজিতে -"Jan"!

লিমেরিক 
বিনোদ মন্ডল 

১.
সাক্ষী শুধু জাহের থান
গাছের তলে ভায়ের প্রাণ। 
মুখে কীসের গন্ধ? 
মুঠো ফোনের দ্বন্দ্ব। 
মায়ের বকায় -- জহর পান! 

২.
কোনো কাজ সঙ্গত -- করা চাই প্রকাশ্যে। 
শোকসভা - জানাজায় থাকা চাই শোকাস্যে। 
দুই কান কাটা যারা --
তার কাটা তারকারা --
পাত্তাই দেয় না ; লজ্জা বা লোকহাস্যে!

পেজ- এ লাইক দিন👇

Post a Comment

0 Comments