AIIMS প্রধান জানিয়েছেন যে COVAXIN-এর কোন পার্শ্ব প্রতিক্রিয়া হলে ক্ষতিপূরণ দেওয়া হবে!
৪ জানুয়ারি ২০২১
১) পেশোয়ার শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত দুই দিকপাল অভিনেতা দিলীপকুমার এবং রাজ কাপুরের পৈতৃক বাড়িকে National Heritage হিসাবে ঘোষণা করল পাকিস্তান সরকার।
২) AIIMS প্রধান রণদীপ গুলেরিয়া জানিয়েছেন যে COVAXIN-এর কোন পার্শ্ব প্রতিক্রিয়া হলে ক্ষতিপূরণ দেওয়া হবে।
৩)উত্তরপ্রদেশের গাজিয়াবাদে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধের শবদাহের সময় শ্মশানঘাটের ছাদ ভেঙে ১৫ জন নিহত।
৪) আজ হিরো আই এস এল-এ মুখোমুখি হয়েছে চেন্নাই এফ সি এবং হায়দরাবাদ এফ সি!
৫) কোভিড প্রোটোকল মেনে আগামী ৯ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে গঙ্গাসাগর মেলা, চলবে ১৬ জানুয়ারি পর্যন্ত!
৬) রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে আগামী ২ বছরের জন্য অস্থায়ী সদস্য হল আমাদের দেশ ভারত!
৭) পেলে-কে টপকে ক্লাব ও দেশ মিলিয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায় ২য় স্থানে উঠে এলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো! এই মূহুর্তে রোনাল্ডো-র গোল সংখ্যা ৭৫৮,শীর্ষস্থানে রয়েছেন চেক প্রজাতন্ত্রের জোসেফ বিকাশ ৭৫৯ গোল করে!
৮) চিনা পণ্যের আমদানিতে রাশ টানতে এবার দক্ষিণ আমেরিকার একাধিক দেশের কাছ থেকে ব্যাটারি তৈরীতে প্রয়োজনীয় লিথিয়াম কিনতে আগ্রহী নয়াদিল্লী!
(বিঃদ্রঃ - দিকে দিকে আওয়াজ উঠুক " কবি ভারভারা রাও-এর মুক্তি চাই!")
লিমেরিক
বিনোদ মন্ডল
১.
শীত রাতে সম্বল -- কম্বল এবং চাদর ;
শিশুদের দরকার -- মা-ঠাকুমার আদর।
মাত্রা বোঝা শ্রেয়
কতোটা উপাদেয় --
তারতম্য মানেই -- শিব গড়তে বাঁদর।
২.
এসেছি জলের কাছে ; এবার দেবো ডুব
তুমি কি সকাল সন্ধে -- আমায় ভাবো খুব?
তোমার চোখে চোখ
অচিন চন্দ্রালোক --
ওষ্ঠাধরে তর্জনী দিই -- কাব্য অনুষ্টুপ!
জ্বলদর্চি পেজ- এ লাইক দিন👇
0 Comments