জ্বলদর্চি

২৬-তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আজ ভার্চুয়াল উদ্বোধন হল!

২৬-তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আজ ভার্চুয়াল উদ্বোধন হল! 


৮ জানুয়ারি ২০২১

১) আজ হিরো আই এস এল-এ মুখোমুখি হয়েছে হায়দরাবাদ এফ সি এবং নর্থ ইস্ট ইউনাইটেড। 
২) ৭৯ বছর বয়সে প্রয়াত হলেন দেশের খ্যাতনামা ফ্যাশন ডিজাইনার সত্য পল! 
৩) The Korea Rail Road Research Institute -এর তরফ থেকে জানানো হয়েছে যে তারা বিশ্বের দ্রুততম ট্রেন নির্মাণে সমর্থ হয়েছে! 
৪) দেশের প্রজাতন্ত্র দিবসে আত্মপ্রকাশ ঘটতে চলেছে মোবাইল গেম FAU -G
৫) amazon-এর কর্ণধার জেফ বোজেস-কে টপকে বিশ্বের ধনীতম ব্যক্তির তালিকায় শীর্ষে চলে এল "টেসলা" এবং "স্পেস্ এক্স"-এর মালিক এলন মাস্ক! 
৬) ১৯৬৬ সালের পর এই প্রথম দেশের প্রজাতন্ত্র দিবসের প্যারেডে কোন বিদেশী অতিথি থাকবেন না! 

৭) আসন্ন টোকিও অলিম্পিকে কোভিডের কারণে টর্চ প্রদর্শনী বাতিল করা হল! 
৮) ২৬-তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আজ ভার্চুয়াল উদ্বোধন হল! 
৯) আসানসোলের কাজি নজরুল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুপ্রভাত মুখোপাধ্যায় এবং শিক্ষার্থী অভিজ্ঞান চৌধুরী-র দীর্ঘ রিসার্চ (করোনাভাইরাস সংক্রান্ত) International Journal of Medical Virology-তে স্থান পেল। 

(বিঃদ্রঃ - দিকে দিকে আওয়াজ উঠুক "কবি ভারভারা রাও-এর মুক্তি চাই!")

একটু হাসুন 

পাপ্পু : জানিস বল্টু, এই ফেসবুকের জন্য সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চোরেরা! 
বল্টু : কেমন করে? 
পাপ্পু : রাত ৩টের সময় চুরি করতে গিয়েও দেখে কেউ না কেউ জেগে আছে।

আজকের দিন 
লিমেরিক 
বিনোদ মন্ডল 

১.
ঘরে এলো নতুন বই -- চমৎকার 
কাটাছেঁড়া উলটে দ্যাখে গণৎকার! 
ঘরে আসা মাত্র 
মলাট সারে ছাত্র --
পুরনো বই তোমার জন্য নমস্কার! 

২.
সময় তোমার হয়নি তখন পাশে বসার। 
খেয়াল কোথায়?  টের পাওনি পাতা খসার। 
রিক্ত শোকে
সিক্ত চোখে --
বিদায় বেলায় যাত্রা দ্যাখো -- শাহেনশার!

জ্বলদর্চি পেজ- এ লাইক দিন👇
আরও পড়ুন
৪৫-তম কলকাতা বইমেলা স্থগিত এবং তার সংক্ষিপ্ত ইতিহাস।
গৌতম বাড়ই
✒️

Post a Comment

0 Comments