জ্বলদর্চি

৩ জানুয়ারি ২০২১

Today is the 3rd January, 2021
আজকের দিন 
বাংলায় ---১৮ পৌষ রবিবার ১৪২৭


২০১৯ সালে  আজকের দিনে দিব্যেন্দু পালিত প্রয়াত হন। ১৯৫৫ সালে মাত্র ষোল বছর বয়সে প্রথম গল্প ‘ছন্দপতন’।  সেই থেকে উপন্যাস, গল্প, কবিতা প্রবন্ধ ইত্যাদি লিখছেন।প্রথম উপন্যাস ‘সিন্ধু বারোয়াঁ’। তাঁর লেখায় বারে বারেই উঠে এসেছে নগর সভ্যতার কথন, নাগরিক মানুষের মনের জটিলতা, অসহায়ত্ব, নিরুপায়তা। ১৯৯৮ সালে সাহিত্য আকাদেমি পুরস্কারে সম্মানিত হন।

২০১০ সালে আজকের দিনে মতি নন্দী প্রয়াত হয়েছিলেন। ইনি ছিলেন মূলত ক্রীড়া সাংবাদিক, উপন্যাসিক ও শিশু সাহিত্যিক। তাঁর বিখ্যাত উপন্যাস কোনি। তিনি আনন্দ পুরস্কার এবং সাহিত্য অকাদেমি পুরস্কারে সম্মানিত হয়েছেন।
  ২০১১ সালে আজকের দিনে স্বনামধন্য রবীন্দ্রসংগীত শিল্পী সুচিত্রা মিত্র প্রয়াত হয়েছিলেন। ইনি দীর্ঘকাল রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রসংগীত বিভাগের প্রধান ছিলেন। সংগীত বিষয়ে তাঁর  বেশ কিছু গ্রন্থ প্রকাশিত হয়েছে। শেষ জীবনে তিনি রবীন্দ্রসংগীতের তথ্যকোষ রচনার কাজে নিজেকে নিযুক্ত করেছিলেন। এছাড়াও তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে নির্মিত উমাপ্রসাদ মৈত্রের জয় বাংলা ও মৃণাল সেনের পদাতিক এবং পরিণত বয়সে ঋতুপর্ণ ঘোষের  দহন নামক চলচিত্রে অভিনয় করেছিলেন।

  ২০০২ সালে আজকের দিনে ভারতীয় মহাকাশবিদ ও গণিতবিদ সতীশ ধাওয়ান প্রয়াত হয়েছিলেন। তিনি  গ্রামীণ শিক্ষা, রিমোট সেন্সিং এবং উপগ্রহ যোগাযোগের ক্ষেত্রে অগ্রণী পরীক্ষা চালিয়েছিলেন ।তাঁর মৃত্যুর পর তাঁর সম্মানে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা স্যাটেলাইট লঞ্চ কেন্দ্রটির নাম দেওয়া হয় সতীশ ধাওয়ান স্পেস সেন্টার।

  ১৮৩১ সালে আজকের দিনে সাবিত্রীবাঈ জ্যোতিরাও ফুলে জন্মেছিলেন। ইনি একজন মহারাষ্ট্রের সমাজ সংস্কারক শিক্ষক ও কবি। তিনি ব্রিটিশ শাসনামলে নারী অধিকার নিয়ে কাজ করেছেন। ১৮৪৮ সালে তিনি পুনে শহরে প্রথম  মেয়েদের জন্য বিদ্যালয়  স্থাপন করেন। তিনি তৎকালীন সমাজে প্রচলিত গোত্র ও লিঙ্গভেদে প্রচলিত বৈষম্য দূরীকরণে নিয়োজিত ছিলেন।
  ১৮১৭ সালে আজকের দিনে মদনমোহন তর্কালঙ্কার জন্মেছিলেন। ইনি উনবিংশ শতাব্দীর অন্যতম পণ্ডিত ব্যক্তিত্ব যিনি লেখ্য বাংলা ভাষার বিকাশে বিশেষ অবদান রেখে গেছেন। তিনি ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যাপক ছিলেন এবং বাল্যশিক্ষার জন্য একাধিক পাঠ্যপুস্তক রচনা করেন। তাঁর রচিত বিখ্যাত কিছু পংক্তি-- ‘পাখী সব করে রব, রাতি পোহাইল’; ‘সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারা দিন আমি যেন ভালো হয়ে চলি’; ‘লেখাপড়া করে যে/ গাড়ি ঘোড়া চড়ে সে’ ইত্যাদি  আজও বাঙালি হৃদয়ে অমলিন।

  ১৭৩২ সালে আজকের দিনে হাজী মুহম্মদ মুহসীন জন্মেছিলেন। ইনি ছিলেন একজন প্রখ্যাত ভারতীয় বাঙালি মুসলমান জনহিতৈষী। দানশীলতার জন্য তিনি দানবীর খেতাব পেয়েছিলেন।


মনীষী উবাচ :
বিদায়মাত্রেরই একটা ব্যথা আছে; সে ব্যথাটার প্রধান কারণ এই, জীবনে যা- কিছুকে সবচেয়ে নির্দিষ্ট করে পাওয়া গেছে তাকে অনির্দিষ্টের আড়ালে সমর্পণ করে যাওয়া। ( রবীন্দ্রনাথ ঠাকুর)
-----------------------------------
সংকলক - রূম্পা প্রতিহার 
-----------------------------------
আরও পড়ুন 

Post a Comment

1 Comments