জ্বলদর্চি

১৬ মে ২০২১

Today is the 16 May, 2021
আজকের দিন 
বাংলায় --- ১ জোষ্ঠ রবিবার ১৪২৮

থিয়েটার অনুরাগী, বিদ্যানুরাগী ব্যক্তিত্ব যতীন্দ্রমোহন
ঠাকুর ১৮৩১ সালে আজকের দিনে জন্মেছিলেন। তিনি দাতা হিসেবেও যথেষ্ট বিখ্যাত হয়ে আছেন ইতিহাসে। ১৮৭৭ সালে ভারতের সম্রাজ্ঞী ভিক্টোরিয়ার কাছ থেকে মহারাজা উপাধি লাভ করেন।

ভারতের হিন্দি চলচ্চিত্র জগতের কিংবদন্তি চিত্রপরিচালক, চিত্রনাট্যকার ও প্রযোজক ফণী মজুমদার  ১৯৯৪ সালে আজকের দিনে প্রয়াত হয়েছিলেন। ১৯৩৮ খ্রিস্টাব্দে তাঁর পরিচালিত প্রথম ছবি স্ট্রিট সিঙ্গার। দূরদর্শনে রামানন্দ সাগর পরিচালিত মেগাধারাবাহিক রামায়ণ-এর চিত্রনাট্য তৈরির পর্বে গবেষণার পুরো কাজটা তিনিই করেন।

মনীষী উবাচ :
উঠোনে ফাঁকটাকে মানুষ নিজের ঘরের জিনিস করে তোলে; ঐখানে সূর্যের আলো তার ঘরের আপনার আলো হয়ে দেখা দেয়, ঐখানে তার ঘরের ছেলে আকাশের চাঁদকে হাততালি দিয়ে ডাকে। কাজেই উঠোনকেও যদি বেকার না রেখে তাকে ফসলের খেত বানিয়ে তোলা যায়, তা হলে যে- বিশ্ব মানুষের আপন ঘরের বিশ্ব, তারই বাসা ভেঙে দেওয়া হয়।
(রবীন্দ্রনাথ ঠাকুর)
--------------------------
সংকলক -রুম্পা প্রতিহার 
--------------------------
জ্বলদর্চি পেজে লাইক দিন👇
আরও পড়ুন
খুন হয়ে তো যাবই, সবাই। তার আগে আসুন, অন্তত একবার নিজেরা নিজেদের মুখোমুখি দাঁড়াই।
😷

Post a Comment

0 Comments