জ্বলদর্চি

গুচ্ছ কবিতা/(শারদ ১৪২৮)/ সুমিত্রা পাল

গুচ্ছ কবিতা  
সুমিত্রা পাল


সফলতা 

সফলতার বৃত্তকে ছুঁয়ে থাকে কৃতিত্ব
আর অনেকখানি একাকীত্ব।
সফলতা যেন অনাবৃত স্বপ্ন
সুরবাহারের মতো বুকের গভীরে আত্মমগ্ন…  
 
সফলতা আসলে মোহর ভরা
আজীবন বয়ে যাওয়া দুঃখের ঘড়া।   




সময় 

সময় যখন হাতের মুঠোয়
জীবন জুড়ে থাকে এক গভীর প্রত্যয়। 
সময় যখন নিভিয়ে দেয় বাতিঘরের বাতি
হাতড়ে বেড়াই তখন শুধু পুরানো স্মৃতি। 
সময় নিয়ে সব ভয়
সময়ের হাত ধরেই সয়। 



প্রেম  

প্রেম মানে নিরুদ্দেশের উদ্দেশ্যে 
হারিয়ে যাওয়া একটি মন 
বিষাক্ত সাপের ছোবল খেয়েও যে মন
বেঁচে থাকে অবলীলায়।
 
প্রেম মানে সেই বিশেষ মুহূর্তটি     
অবলীলায় যখন অনাদি অনন্তকাল হয়ে ওঠে।  

ত্রিভূবন জুড়ে প্রেম শুধু বাঁধনছাড়া 
এক অলীক ধাঁধা 
যার উত্তর এককথায় অরূপ ব্যথা। 




হার 

হারতে চাইনা বলে অলীক সম্ভাবনা 
আমার আশ্রয় 
পূর্ণিমার চাঁদকে যতই দিয়ে রাখি 
সঞ্চালকের ভূমিকা 
জীবন জুড়ে ছন্দপতন  আর বুক ধুকপুক
যেন একে অপরের পরিপূরক 
যেন এক অপেরা হাউস
হমেশা হাউসফুল।    
কিন্তু দুরন্ত ভাইরাস করে গেল তার কাজ 
যবনিকাপাত।  




অন্তরালে 

কোমল গান্ধারের মতো ছিল
তার দু-চোখের চাউনি
কিন্তু খাপখোলা তরোয়ালের মতো
তার কথার ধার!
তখন বুঝতে পারিনি
মুখ আর মুখোশের পার্থক্যটুকু ছিল বিষয়বস্তু।  

সময় যথারীতি পার করেছিল বহুবছরের
দিন ও রাত্রি…
এখন মুখোশের আড়ালে দেখি
সঞ্জীবনী অভিব্যক্তি
তবু আজও নিজেকে বুঝতে পারিনি।




দিনযাপন

পারিনি কথা রাখতে
হৃদয়ে গন্ধমাদন
একাকীত্ব ছুঁয়ে থাকা একাগ্রতায় 
ভারবাহী সময়ের শমন

সরিয়ে রেখে সমস্ত অবদমন
নিজেরই কাছে মেলে ধরি
নিজের অপাপবিদ্ধ মন

দেখি, বয়ে চলে নদীটি  
একমুখী, এক অন্তঃকরণ! 




উত্তরণ 

দশ-পচিশের ছক বিছিয়ে
নিঃস্ব হয়ে আছি কড়ির দানে 
জয়-পরাজয় লক্ষ্য ছাড়িয়ে
মাঝে মাঝে মুক্তির বার্তা দিয়ে যায় 
কড়ির কোন বিশেষ দান…
আসলে সামান্য ক্রীড়াতেও থাকে 
অসামান্য উত্তরণ!  




আমি নেই’ ভাবনা

সময় খুলে দিয়েছে যে সিংহদুয়ার
তা বেশ রংদার
শুরু হয়েছে আমার এককযাত্রা
মহাপ্রস্থানের  পথে।
পড়ে থাকবে অনেক পেছনে
পরিচিত এই ঘরদুয়ার,
সোনার সংসার।




শুদ্ধিকরণ 

একান্তে নিভৃত বাসের শেষে 
উঠে আসি গঙ্গাজল হাতে
সময় এখনও বাকি আছে অল্পবিস্তর
শুদ্ধ করে যেতে হবে নিজস্ব অন্তর। 



 

অধ্যায়

পিছন ফিরতে ফিরতে 
দেয়ালে পিঠ ঠুকে গেলে
আমি-তুমি-আমরা যখন নিরুপায়
তখনই রচিত হয় 
এক অবিস্মরণীয় অধ্যায়। 


জ্বলদর্চি পেজে লাইক দিন👇
আরও পড়ুন 

Post a Comment

1 Comments

  1. অত্যন্ত মার্জিত ভাষায় লেখা। সুন্দর।

    ReplyDelete