জ্বলদর্চি

গুচ্ছ কবিতা/(উৎসব ১৪২৮)/ বিমল মন্ডল

গুচ্ছ কবিতা 
বিমল মন্ডল 


দুপুর পর্ব

১.
দুপুরের গল্পের ভেতর আর একটি দুপুর 
হেলে রয়েছে গায়ে গায়ে
সন্ধ্যার পানকৌড়ি তুলে দিচ্ছে তার গাঢ় রঙ

২.
সবুজের অনশন —
দুপুরের ধারালো আলোর সামনে  
সবুজ আত্মাকে ছুঁয়ে যায়

৩.
প্রাণভরে দেখছি—
বাইরে একটুকু বাতাস নেই
পর্দা ক্রমশ দুলছে
অথচ মনে হয় প্রেমিকার 
ছুঁয়ে যাওয়া  ওড়না  দুপুরকে ঘিরে রাখে

৪.
সকালের কোলাহল পেরিয়ে 
দুপুরে পাখিদের ঠোঁটে—বিদ্রোহী গান
ভাঙা দুপুরে শুনিয়ে যায়

৫.
শিশুরা খেলছে—
দুপুরের সাদা আলো মিশে যাচ্ছে মেঘের আবডালে 

৬.
খালি শরীরে রোদ গায়ে মেখে 
দুপুরে হেঁটে যায়  কোনও প্রেমিক পুরুষ 



৭.
দুপুর  কথা বলে—
অজানা অনেক আহ্বান 
বাতাসের  জঠরে বিষাদযাত্রা

৮.
রিক্ত। মেঘে ঢাকা দুপুর
আকাশের গায়ে শীর্ণদুপুরের আলস্য শৃঙ্গার 

৯.
দুপুরের বৃষ্টি গুটিয়ে শুয়ে পড়ে
দেশের ঈশ্বর 
প্রত্যক্ষ করি  দুপুরের অলীক বল


১১.
 ভেজা  দুপুরে 
পাখিদের ঠোঁটে  প্রেমের কামড়
শান্তির নিঃশ্বাস আনে

১২.
ব্যাকরণ ভরাট দুপুর
অশরীরী উদ্বন্ধন 
আপন খেয়ালে রাগ ধরে

১৩.
দুপুরের রোদ্দুরটা 
নদীর জলে পড়লে 
গোটা দুনিয়া নদী  আয়নায় ধরে রাখে

১৪.
সকালের  পর দীর্ঘ সময়ে
গোটা সূর্যের  কাছে—
নতজানু দুপুর 

১৫.
জানালা বেয়ে উঠে আসে 
দুপুরে 
কাটফাট রোদ্দুর 
যেখানে  পুড়ে  যায় ভাঙা দেওয়াল 

১৬.
জীবনের এককোণে 
তরতাজা 
অর্থহীন  অলস দুপুর 
এক তৃতীতাংশ ভালোবাসা  খায়


১৭.
দুপুরের আলোয়—
এইসব পাতা ছড়িয়ে আছে 
প্রান্তর থেকে প্রান্তরে — যতদূর চোখ আসে
সেইসব পাতার ভীড়ে।

১৮.
দুপুর, এখন নির্জন স্বপ্নের আবেগ
আকাঙ্ক্ষিত নারী 
প্রেমের অবিচ্ছিন্ন বুনুনির ভেতর 
পৃথিবীর গল্প লিখে যায়।

১৯.
শিশুরা  আঁকছে- দুপুরের মৌন ব্যবহার 
ভাঙা ভাঙা রোদ খেলা 
যৌবনে  সূর্যাস্ত আভা

২০.
মাথার ওপরে বয়ে যায় দুপুরের রোদ
নতুন পৃথিবী চিনে নিতে 
অনন্ত সহবাস

২১.
রোদের গায়ে হাঁসেদের আভা
দুপুরের ভেতর —
দেশীয় রাগিণীর গাঢ় শিহরণ 

২২.
চাষীদের শারীরিক চাটে
আশ্চর্য দুপুর গিলে খায়
তাদের ছোট ছোট অনুভব। 

২৩.
বর্ষায় দুঃখ আছে স্থির 
দুপুরের গভীর শোক
বৃষ্টি ঝরে দিন-রাত্রি

২৪.
মন খারাপ ভীষণ। পূর্ণিমা আজ
আতঙ্ক খাচ্ছে। দুপুর হৃদয়
কাছে দূরে ভেসে যাচ্ছে ঘরবাড়ি 
দুপুরে আশার আকাশ পূর্ণময়


২৫.
যেদিন সকালের আগে দুপুর হয়
দেশের মানুষ হাত বাড়ায়
পেটের জন্য একবেলা।

জ্বলদর্চি পেজে লাইক দিন👇

Post a Comment

3 Comments

  1. খুব ভালো

    ReplyDelete
  2. দু'লাইন/তিন লাইনের মধ্যেই অনেক কথা বলেছো। খুব ভালো লাগলো।

    ReplyDelete