জ্বলদর্চি

শিল্পী ভিনসেন্ট ভ্যান গঘের চিঠি/(উৎসব ১৪২৮)/চিন্ময় মুখোপাধ্যায়

শিল্পী ভিনসেন্ট ভ্যান গঘের চিঠি

চিন্ময় মুখোপাধ্যায় 


[এই চিঠিগুলি ভিনসেন্ট ভ্যান গঘ তার ভাই থিও ভ্যান গঘকে লেখেন ১৮৭৪-৭৫ এর মধ্যে। ভিনসেন্টের চিঠিগুলি লক্ষ করলে দেখা যাবে কিছুটা এলোমেলো, হঠাৎ হঠাৎ সম্পূর্ণ বিপরীত দিকে চলে গেছে, অজস্র পারিবারিক ও ব্যক্তিগত কথার আশেপাশে ঘোরাফেরা করেছে একা একজন শিল্পীর গভীরতম অনুভব, একজন শিল্পীর মহোত্তম উত্তরণের সন্ধান দেয় চিঠিগুলি। তাঁর ছোট ছোট আনন্দ, বেদনা, পরিশ্রম, লড়াই ও বিষাদের দলিল এই অজস্র চিঠি। এগুলি মূল চিঠিগুলির ভাবানুবাদ, আক্ষরিক অনুবাদের কঠোর অনুশাসন থেকে কিছু ভিন্ন, সাহিত্যপাঠের আনন্দ যাতে ক্ষুণ্ণ না হয়, সেইজন্য অনুবাদের ক্ষেত্রে কিছু স্বাধীনতা নেওয়া হয়েছে।]


লণ্ডন, ৩০শে মার্চ ১৮৭৪ 

আমার প্রিয় ভাই থিও,

বাবা ও মায়ের পত্র মারফত আমি বাবার কাছ থেকে উপহারস্বরূপ গিল্ডারটি(Guilder) পেয়েছি, যা দিয়ে একজোড়া জামার বোতাম(Cuff links) কিনবো। তোমাদের আন্তরিক ধন্যবাদ জানাই, কিন্তু বাবার এটা পাঠানো উচিত হয়নি, কারণ আমার চেয়েও তোমাদের ওখানে বেশি অর্থের প্রয়োজন।

আজ সকালে তোমার যে পত্রখানা এসে পৌঁছেছে, তারজন্য একরাশ কৃতজ্ঞতা। শুনে খুব আনন্দ পেলাম যে মভ(Anton Mauve) জেটের(Jet Carbentus) সাথে পরিণয়সূত্রে আবদ্ধ হতে চলেছে, এটা সত্যি দারুণ একটা খবর।

তোমার কাজকর্মও ঠিকঠাক চলছে জেনে সুখী হলাম।

বার্গার(Burger) এর বই পড়েছো, এটা খুবই ভালো কথা, শিল্প সম্পর্কীয় বইপত্র যতো পারো পড়ো, বিশেষত 'Gazette des Beaux-Arts' পত্রিকাগুলি। মোটকথা ছবি সম্পর্কে যেন স্বচ্ছ জ্ঞান তৈরি হয়। অ্যাপোল-এর(Louis Apol) যে ছবিটি এখানে আছে তা এককথায় অসাধারণ। গতবছর উনি এই একই বিষয়ের ওপর আরেকটি ছবি এঁকেছিলেন, সেটি উৎকর্ষতায় এবং উজ্জ্বলতায় এর চেয়েও ভালো।

তুমি মাঝেমধ্যেই কর কাকার(Uncle Cor) বাড়িতে গিয়ে তার দেখাশোনা করে আসছো এতে আমি খুব খুশি। ওখানে তুমি এমন অনেক দুষ্প্রাপ্য ছবি দেখতে পাবে, যেগুলো হগ-এর(Hague) গ্যালারিতে নেই।

বর্তমানে আমি খুবই ব্যস্ত রয়েছি কিন্তু তারজন্য কোনো দুঃখ নেই বরং আমি বেশ খুশি, কারণ আমি এটাই চেয়েছিলাম।

বিদায়, সর্বদা মাথা উঁচু করে থেকো, আমি তোমার ভালো চাই।

ভ্যান ইটারসনকেও(Frederik Van Iterson) আমার শুভেচ্ছা জানিয়ো।

ভিনসেন্ট

....................................

Guilder – নেদারল্যাণ্ডের মুদ্রা
Mauve – Anton Rudolf Mauve  একজন বিখ্যাত ডাচ বাস্তবধর্মী চিত্রকর
Jet – Jet Carbentus অ্যান্টন মভ এর স্ত্রী
Gazette de Beaux Arts – ফরাসী শিল্প সামলোচনা বিষয়ক পত্রিকা
Apol - Louis Apol একজন বিখ্যাত ওলন্দাজ  চিত্রকর
Uncle Cor – চিত্র ব্যবসায়ী এবং ভিনসেন্টের শুভাকাঙ্খী
Iterson - Frederik Van Iterson একজন ওলন্দাজ যন্ত্রকৌশলী ও অধ্যাপক
Hague –নেদারল্যান্ডের পশ্চিমসীমার একটি সমুদ্রতীরবর্তী শহর
.................................

তথ্যসূত্র ও চিত্রঋণঃ ভ্যান গঘ মিউজিয়াম,আমস্টারডম,নেদারল্যান্ড





হেলভয়র্ট, ১০ই জুলাই, ১৮৭৪


প্রিয় ভাই থিও,

তুমি যে সংবাদ পেয়েছো তারজন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আমরা আরো একটি দিন এখানে থাকবার পরিকল্পনা করেছি, এবং আগামী বুধবার সকালে লণ্ডনে গিয়ে পৌঁছাবো।

আমি তোমাকে ফোর্বস-এর(James Staats Forbes) ক্যাটালগের মধ্যে একটি ছবি পাঠিয়েছি যা আমার কাছে ছিল, কারণ আমার মনে হয় ছবিটির বিষয়ে তোমার আগ্রহ হবে, প্রথমত এরসঙ্গে যোগ রয়েছে শেল নদীর(Scheldt)এবং দ্বিতীয়ত বেলজিয়ামের(Belgium)। এটা ক্যাপ-এর (Constant Aime Marie Cap)একটি ছবির প্রতিলিপি।এটা যে খুব সুন্দর তা বলতে পারিনা, কিন্তু এটি অন্তত একটি খাঁটি ছবি।

শিগগিরই লণ্ডনে পৌঁছে তোমাকে চিঠি লিখবো।

ভিনসেন্ট এর তরফ থেকে একরাশ শুভেচ্ছা জেনো।

ভিনসেন্ট

 ........................
Scheldt –নেদারল্যান্ডের একটি নদী

Cap - Constant Aimé Marie Cap  বেলজিয়ামের একজন প্রখ্যাত চিত্রশিল্পী,এখানে তাঁর একটি ছবির প্রতিলিপির কথা বলা হয়েছে।

Catalogue of Forbes – James Staats Forbes একজন শিল্প সংগ্রাহক, তাঁর ক্যাটালগের কথা বলা হয়েছে।
.................................
তথ্যসূত্র ও চিত্রঋণঃ ভ্যান গঘ মিউজিয়াম,আমস্টারডম,নেদারল্যান্ড



লণ্ডন,৬ই মার্চ, ১৮৭৫

প্রিয় ভাই থিও,

সাবাশ,থিও, তুমি জর্জ ইলিয়ট(George Eliot)-এর ‘অ্যাডাম বেড’(Adam Bede)কাহিনীর মেয়েটির প্রতি যে প্রশংসাসূচক বাক্য শুনিয়েছো এবং তাকে যে সঠিকভাবে বুঝতে পেরেছো, তারজন্য ধন্যবাদ তোমায়। ঐ যে ভূ-দৃশ্যটি, যেখানে অনাবাদী জমির বুক চিরে বালুকাময় পথ চলে গেছে পাহাড়ের ঢাল বেয়ে গ্রামের দিকে, চারিদিকে মাটিলেপা অথবা সাদারঙের কুটির, সেগুলির চালার ওপর শ্যাওলা ঢেকে আছে, ইতিউতি কালচে রঙের কাঁটাঝোপ, কুটিরের সামনের পথটার পাশে বাদামী গুল্মলতা, আর সমগ্রটা ঢেকে রয়েছে আবছায়া অন্ধকারময় আকাশ। এই দৃশ্য যেন মিশেল(Georges Michel)এর আঁকা

কিন্তু তাসত্ত্বেও এখানে খাঁটি মহৎ একটি অনুভূতি রয়েছে মিশেলের তুলনায়।আজ তোমাকে পাঠানোর জন্য একটি বাক্সে পুরে দিলাম সেই ছোট্ট কবিতার বইটি, যেটির কথা আমি তোমায় আগে বলেছিলাম। এরসঙ্গে রইলো রেনান(Ernest Renan) এর 'জেসাস'(The life of Jesus) এবং মিশেলের(Jules Michelet) 'যোয়ান অফ আর্ক'(Jehanne d'Arc) আর করট(Jean-Baptiste Camille Corot) এর আঁকা 'লণ্ডন নিউজ'(London News) এর থেকে একটি প্রতিকৃতি(Achille Isidore Gilbert এর প্রতিকৃতি), যেটা এতোদিন আমার ঘরের দেওয়ালে ঝুলছিলো।

আমার মনে হয়না অদূর ভবিষ্যতে তোমার লণ্ডনের শাখায় বদলী হয়ে আসার কোনো সম্ভাবনা আছে।

আফশোস কোরোনা তোমার সহজ,সরল, নিস্তরঙ্গ জীবনের জন্য,আমারো তাই; আমার মনেহয় জীবনটা অনেক বড়ো এবং শিগগিরই এমন একটা সময় আসবে যখন "অন্য কোনো শক্তি তোমাকে চালনা করে নিয়ে যাবে এমন একস্থানে, যেখানে হয়তো তুমি আদৌ যেতে চাওনি।"( Another shall gird thee and carry thee where thou wouldst not")(John 21:18 Bible)

বিদায়, প্রিয় মানুষদের কাছে আমার স্মৃতি জাগিয়ে রেখো। উষ্ণ করমর্দন জেনো।

ভিনসেন্ট

 ................................
George Eliot – ইংরেজি ভাষার একজন প্রখ্যাত সাহিত্যিক,কবি,সাংবাদিক ও অনুবাদক।
Adam Bede – জর্জ ইলিয়টের লেখা প্রথম উপন্যাস
Georges Michel –একজন বিখ্যাত ফরাসী চিত্রকর,মূলত ভূমিচিত্র আঁকায় দক্ষ ছিলেন।
Renan - Joseph Ernest Renan ফরাসী শিক্ষাবিদ,ভাষা ও সভ্যতার বিশেষজ্ঞ, ধর্ম ইতিহাসবিদ, দার্শনিক।‘The life of Jesus’ তাঁর লেখা।
 Michelet - Jules Michelet ফরাসী ইতিহাসবিদ এবং লেখক। ‘Jehanne d'Arc’ তাঁর লেখা।
Corot - Jean-Baptiste Camille Corot প্রখ্যাত ফরাসী চিত্রকর। ভূমিচিত্র ও প্রতিকৃতি আঁকায় দক্ষ।
......................................
তথ্যসূত্র ও চিত্রঋণঃ ভ্যান গঘ মিউজিয়াম,আমস্টারডম,নেদারল্যান্ড

আরও পড়ুন 

Post a Comment

0 Comments