জ্বলদর্চি

কথার কোলাজ /পলাশ বন্দ্যোপাধ্যায়

কথার কোলাজ

পলাশ বন্দ্যোপাধ্যায়

কয়েক ছিলিম আকাশ নিয়ে
কথার কোলাজ মনে।
তোমার কথা ভাবার ছিল
তরঙ্গে, গোপনে।

কয়েক দানা বিষণ্নতায়
ধারাপাতের ছাট।
ঘুমের ঘোরে এড়িয়ে যায়
সুখের বাজার হাট।

গোধূলি সাজ রঙের বুকে
তুলির ছোঁয়ায় এঁকে।
বাঁচার রসদ আলাদা হয়
জীবন্মৃতের থেকে।

ঢেউয়ের তলায় জলের ভীতি
হঠাৎ ভাবে, যদি।
কারণ ছাড়াই হতাম ভুলে
তেপান্তরের নদী।

পাহাড়চূড়ার অনন্ত রূপ
দু একটা অন্তত।
মনের কাছের মানুষ হলে
কেমন ভালো হতো!

লাগাম ছাড়া আচম্বিতে
জীবন চলার গান।
মনের বোঝা'র অছিলাতে
মাখেও অপমান।

হাসির ঝলক ব্যথার নিলে
অসংযমীর বেশে।
অকারণে নিয়ম ভুলে
মরেই শুধু হেসে।

হাজার শোকের কুয়াশা আর
বিষন্ন রোদ- দিন।
আঘাত ভুলে ভেবেই চলে
বাঁচাও সমীচীন।

ঘাসের ডগার শিশিরকনা
দু'কান কাটা হয়ে।
প্রতিটি দিন শুকিয়ে যায়
শোকের বোঝা বয়ে।

জলের মাথায় মুকুট পরা
বরফ রঙা হাত।
বোঝার নেশায় খুঁজেই চলে
আগুন-তাপের ধাত।

হাজার বছর ধরেই চলে
এমন কতকিছু।
ভালবাসা অলীক হয়েও
ছাড়ে না তার পিছু।

এরা যেমন আচম্বিতে
প্রেমের কথা ভাবে।
আমার বুকের স্রোতেও
সবার হদিস পাওয়া যাবে।


জ্বলদর্চি পেজে লাইক দিন👇





Post a Comment

0 Comments