জ্বলদর্চি

ভেবে দেখতে হবে /পলাশ বন্দ্যোপাধ্যায়

ভেবে দেখতে হবে

পলাশ বন্দ্যোপাধ্যায় 

ভেবে দেখতে হবে।
এতদিন যা ভেবেছি
সকলই কি ভুল?
নাকি স্বচ্ছ নয় বোঝা
দৃষ্টি অপ্রতুল?

ভাবতে হবে, মন খারাপেরা,
অভিমানী হয়ে
কেন করে ঘোরাফেরা,
জেদে, রয়ে সয়ে।
কে আগে বলবে কথা
অপেক্ষার বশংবদ হয়ে?

কেন শুধু শুধু ক্লিশে আত্মসমর্পণ,
রেগে আত্মজীবনীকে বলে।
হেরে যায় হেরো শুধু,
এ ভাবে কি ছেলেখেলা চলে?

প্রতিটি জীবনযুদ্ধে
শুধু জিততে হয়।
যুদ্ধে আর প্রেমে, মিথ্যে বলা,
সে তো শুধু মিথ্যে নয়!

কেন মনে সন্দেহের গভীর বিরাগ,
উদারতা, তোকে করে মৃত।
কেন মন মানে না এ, কিছু অনুভূতি,
গরলের আধারে অমৃত?

কেন কোনও কোনও ছন্দ
ছন্দবদ্ধ নয়।
বুকের পাঁজরে যদি
তির বেঁধা সদ্য সদ্য হয়?

কবে রাত জাগা পাখি
সকালের ঘুম থেকে উঠে,
বাসাটার মায়া ভুলে
দূর দেশে চলে যায় ছুটে, বন্ধুতার ডাকে।
বিশ্বাস, দ্বিধারা সব
নিয়তিতে মুখ বুজে থাকে!

কেন পিপাসার জল
চাতকের পিপাসার সাথে।
নিষ্ঠুরতা সাথী করে
ছাতি ফাটা নিথর কফিনে
পেরেকের বাসনাকে 
দম্ভ বশে ঠোকে হাতে হাতে?

বুঝতে হবে,
বুঝতে হবে সব।
কেন নীরবতা গুলো  আসলে উৎসব।
নীলচে ব্যথার সুরে গেয়ে।
আগুন পাখির মতো
ছাই হওয়া গাছে থেকে ছেয়ে।

আজ থেকে উল্টে নিয়ে
বিপন্ন হিসাব।
পরিষ্কার করে নেব
কি সে প্রাদুর্ভাব।

যে ভাবনা ভেবেছি
সে সবের পুরোটা,সকল,
অকারণে নেয় বুঝি
বাঁচার ধকল?

ভেবে দেখতে হবে।
এতদিন পরে,
যা যা ভেবেছি, কি  ঠিক?
নাকি বেপরোযা বেশে
পিঠ ঠেকে দেওয়ালে, নির্ভীক?

জ্বলদর্চি পেজে লাইক দিন👇




Post a Comment

0 Comments