অজানাকে জানুন --৩/অরিজিৎ ভট্টাচার্য্য

অজানাকে জানুন -৩

অরিজিৎ ভট্টাচার্য্য 

১] ভারতের প্রথম নৌবাহিনীর  প্রধান কে ছিলেন?
২] লুই ব্রেল - কীসের আবিস্কর্তা?
৩] ভারতের প্রথম মহিলা মুখ‍্যমন্তী কে এবং কোন রাজ‍্যের?
৪] " বুখারেস্ট " কোন দেশের রাজধানী?
৫] প্রথম প্রচলিত ডাকটিকিট (ভারতে) দাম কত ছিল ?
৬] " ভাগ "ও "বলি" কোন রাজার কর আদায়ের পদ্ধতি?
৭] "বিলাভেড" - এর রচয়িতা কে?
৮] "রিদ্রম " গল্পটির রচয়িতা কে?
৯] সাহিত্যে প্রথম নোবেলজয়ী মহিলা কে ছিলেন?
১০]  বিশ্বকাপে "ম‍্যাসকট" এর নির্বাচন কত সালে চালু হয়?
১১] সাবেক সোভিয়েত ইউনিয়ন কতগুলো প্রজাতন্ত্রের সমষ্টি?
১২] "ডেড সি" একটি সাগর 
কিন্তু জলে কীসের পরিমান বেশি?
১৩] সেন্ট্রাল আমেরিকার প্রধান দেশ গুলি কি কি?
১৪] তামিল ভাষায় প্রথম "রামায়ন" রচনা কে করেন?
১৫] মরীচিকা সদ্ না অসদ্
প্রতিবিম্ব?


 অজানাকে জানুন 
২-য় পর্ব 'র উওর


১] ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি?
- উ:- ৭নং জাতীয় সড়ক

২] ভারতে  "সাতটি দ্বীপ " নিয়ে গঠিত কোন শহর?
-উ:- বৃহওম মুম্বাই 

৩] "অনিলা দেবী"  ছদ্মনাম কোন সাহিত‍্যিক ব‍্যবহার করতন?
উ:- শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 

৪] " To be or not to be, that is the question " - উক্তিটি কোন বিখ‍্যাত ব‍্যাক্তির?
উ:- উইলিয়াম শেক্সপিয়র 

৫] দাক্ষিনাত‍্যের লাভায় ঢাকা মালভুমি অঞ্জলকে কি বলা হয়?
উ:- ডেকানট্রাপ

৬] সবচেয়ে হালক ধাতুর নাম কি?
উ:- লিথিয়াম 

৭] " ডিফিক‍্যাল ডর্টাস" - এর রচয়িতা কোন মহিলা সাহিত‍্যিক?
উ:- মঞ্জু কাপুর

৮] প্রায় সমস্ত জায়গায় আমরা যে ক‍্যালকুলেটর ব‍্যবহার করি তার আবিষ্কর্তা কে জানা আছে?
উ:- পাস্কেল

৯] ভারতের  স্থলবাহিনীর প্রথম প্রধান বাঙালি কে ছিলেন?
উ:- শঙ্কর রায়চৌধুরী

১০] পিউরিন বেস কটি বলয় দিয়ে তৈরী?
উ:- ২ টি

১১] কোন স্তুপে পালি ভাষা ব‍্যবহৃত হয়?
উ:- বৌদ্ধ 

১২] প্রথম " ভারতরত্ন " উপাধি কে লাভ করেন এবং কত সালে?
উ:- সিরাজাগোপালচারী (১৯৫৪)

১৩] ডিম পেড়ে থাকে আবার স্তন্যপায়ী নাম জানেন!
উ:- প্লাটিনাস

১৪] যে জল ছাড়া আমাদের এক মিনিট চলে সেই "জল দিবস " কত তারিখ?
উ:- ২২ শে মার্চ

১৫]  ' ঋষভ ' কোন ধর্মের প্রথম তীর্থঙ্কর ছিলেন?
উ:- জৈন


জ্বলদর্চি পেজে লাইক দিন👇



Comments

Trending Posts

রাষ্ট্রীয় মূল্যায়ন ও স্বীকৃতি পরিষদ (NAAC) এর মূল্যায়ন ও স্বীকৃতি: উদ্দেশ্য ও প্রস্তুতি - কলেজ ভিত্তিক অভিজ্ঞতা /সজল কুমার মাইতি

শমিত ভঞ্জ (অভিনেতা, তমলুক)/ ভাস্করব্রত পতি

বাগদি চরিত /পর্ব -১ /শ্রীজিৎ জানা

প্রাচীন বাংলার জনপদ /প্রসূন কাঞ্জিলাল

ছোটোবেলা বিশেষ সংখ্যা ১২৬

বিস্মৃতপ্রায় কবি ফণিভূষণ আচার্য /নির্মল বর্মন

মহাভারতের কর্ণ - এক বিতর্কিত চরিত্র -১২/দেবী প্রসাদ ত্রিপাঠী

ছোটোবেলা বিশেষ সংখ্যা ১২৫