জ্বলদর্চি

প্রেমের কবিতা গুচ্ছ /অনিমেষ মন্ডল

 


প্রেমের কবিতা গুচ্ছ

অনিমেষ মন্ডল




 বিমুগ্ধ প্রেম

                         ১
উড়ে যায় কথাদের ভুল, ক্ষতের আলাপ
দূরে গিয়ে ফিরে আসে নীরব সম্মোহন
আমাদের রাত নেই, আমাদের দিন জামিন
করতলে লেগে আছে আজও নিভ‌ৃত প্রলাপ।

                          ২
যুবতী মাঠের বিকেল নিজেকে পোড়ায়
প্রেমিকার নাম লাগা গোধূলি আলো
গালিবের শায়েরির সুরে হৃদয়কে ছুঁলো
নিমেষের ভালো লাগা  বিহ্বলতা ভরায়।

                         ৩

সবাই তো হেঁটে যায় একই সে রেখা
অশ্রুর দাগ ধুয়ে ভালোবেসো থেকো
রোদ,ঝড় যাই হোক ভরসাটা রেখো
হাজার বছর ধরে হোক এভাবেই দেখা।

                      ৪
আমরা তো হতে পারি কাঙাল প্রেমের
আমাদের হাত গুলো ভরে যাক ফুলে
বিদ্বেষ, বারুদ, আঁধারের সবটুকু ভুলে
এক সে পৃথিবী হোক বিমুগ্ধ প্রেমের।
                   

 
সহজিয়া

এক অদ্ভুত আলোয় আমাদের জগৎ বেঁধে ফেলি
রোদ পোড়া খটখটে ক্ষেতে রোজ পুড়ে যাই
শরীরের অশ্রু গড়িয়ে পড়ে শুশ্রূষা ছুঁতে চেয়ে
আর শূণ্যতায় ভাসিয়ে দেই জীবনের তরঙ্গ,
আমাদের আঁধারের গল্পগুলো রোদকথা মাখে
কিভাবে ঝুঁকে থাকে প্রিয় মুখ আশ্চর্য নীরবতায়!
যন্ত্রণা উজাড় করা ভালোবাসা শিহরণ
ঋতুদিন বয়ে যায় অনুযোগ অভিমানে
পৃথিবীর বসন্ত জড়ো করি গোপন সোহাগে
আমাদের আকাশটা আলো আঁধার অনন্তকাল 
 ঘিরে রাখে আঁচলের ঘ্রাণ হৃদয় অন্দর
মাটির গর্ভে রেখে আসি আমাদের সুগভীর প্রেম
রোজ একই ভাবে ফিরে আসি মুগ্ধতা নিয়ে
তোমার অপেক্ষার মাঝে বেঁচে থাক সহজিয়া প্রেম।

                   

পূজা
                
ভেঙে চুরে যায় প্রহর
উচ্ছ্বল সে স্বপ্নের দহন
কী যে পোড়ে! কী যে পোড়ে!
আমি তো মেলে দিই
দ্বিধাহীন এক আকাশ
কোথায় দাঁড়াবে তুমি?
ইশারায় সেজেছে অপরূপ আলো
এই বুঝি উদাসী হাওয়া!
এই বুঝি ধুলোমাখা পথ!
ভাঙা পিয়ানোর সুরে
ছিঁড়ে যায় হৃদয়ের ব্যথা
আমরা জড়িয়ে নেব বিরহ সোহাগ,
তোমার আগামী আমার অনন্ত পথ চাওয়া
আমারই আড়ালে বাঁধা আছে
আমাদের অক্ষয় সাঁকো
মগ্নতা ভেঙে ফেল তুমি
এসো নিঃসঙ্গতা, নিঃশব্দে সাজাই নৈবেদ্য
প্রেমও তো পূজা,
আমরা হয়ে উঠি একান্ত সাধক
প্রহর পেরিয়ে সেই হোক পথরেখা।
                    

জ্বলদর্চি পেজে লাইক দিন👇





 

Post a Comment

0 Comments