প্রেমের গুচ্ছ কবিতা /শুভদীপ রায়
প্রেমের গুচ্ছ কবিতা
শুভদীপ রায়
তোমায় দেখেছিলাম
আকাশনীলে শাড়িতে তোমায় দেখেছিলাম।
সেদিনটি ছিল....
মনে নেই আজ! দিন-ক্ষন-তারিখ কিছুই মনে নেই!
শুধু মনে আছে...
নীল শাড়িতে তোমায় দেখেছিলেম।
ছোট বিনুনি, কাজল আঁখি আর হালকা রঙের ঠোঁট।
পোড়ামুখো মেঘেদেরও-
হিংসে হয়েছিল তোমায় দেখে।
তুমি তখন একহাতে চোখের কাজল বাঁচাতে ব্যাস্ত ছিলে,
আমি দেখেছিলাম তোমায়,
আকাশনীলে শাড়িতে।
তোমার চোখের কাজল সন্ধ্যা হয়ে নামলো ঝুপ করে।
তুমি আবছা হয়ে হয়ে গেলে...
হঠাৎ তোমার কাজল কালো চোখে খেলে গেল বিদ্যুত।
আমি দেখেছিলাম তোমায় আকাশনীলে শাড়িতে....
বৃষ্টি ভেজা একদিন
বৃষ্টিস্নাতা শহরের ওজন গিয়েছে আজ কমে,
শহরের ভিজে অলিগলি-
ফিরে পেয়েছে নতুন প্রাণ।
এ শহরের প্রাগৈতিহাসি ক্লেদ,
আজ জমে হয়েছে পাঁক।
মৃতপ্রায় এ-শহরে আজ ফিরেছ তুমি...
রঙহীন শহর আজ তাই-
ধূসর সজীবতার আড়ালে মুখ লুকিয়েছে।
অচিরেই আবার হয়তো কেঁদে উঠবে এই শহর!
আর বৃষ্টিভেজা আমার কাঁধ আরও ঝুঁকে পরবে তোমার ভালোবাসার ভারে….
আবর্তন
আমাদের ফুরিয়ে যাওয়া কথাগুলো ভাষা পাবে,
আবারও একদিন,
কোনো এক নির্জন বিকেলে।
প্রাচীন কোন বৃক্ষতলে;
আশ্রয় নেব আমরা-
তোমার এলোকেশী স্নিগ্ধতায়।
পাতার ফাঁক গলে-
অস্তমিত সূর্য থেকে চুঁইয়ে পড়া,
উষ্ণতা মেখে নিও তুমি।
আমি তোমার আলতা রাঙা হাসিটাকেই
দেখবো, চেয়ে-চেয়ে।
এভাবেই জন্ম নেবে,
কিছু নতুন কথা-
আবার...
তারপর?
আবার কোনো নতুন বিকেল....
আমাদের ফুরিয়ে যাওয়া কথাগুলো ভাষা পাবে-
আর আমি,
চেয়ে-চেয়ে-চেয়ে দেখবো...
সেদিন
শুকিয়ে যখন যাবে প্রথম উপহারের ফুল,
গন্ধহীন জড়বস্তু হয়ে রইবে কোন আস্তাকুঁড়ের স্তুপে,
তখনো কি আমার আঙুলে জড়িয়ে রইবে তোমার ঘ্রাণ?
যখন রঙহীন হয়ে ঝরে পড়বে সবকটি পাঁপড়ি-
একটা, একটা, একটা করে...
তখনও কি রঙিনই রইব? তোমার কল্পনায়...
তখনও কি তোমার মনে জোয়ার নিয়ে আসবে? আমার প্রথম স্পর্শের স্মৃতি...
তখনও কি কোন অচেনা বাউল বাতাসে খুঁজে পাবো তোমায়?
যদি না পাই-
তবে তুমি খুজে নিও আমায়...
নাম না জানা কোন পহাড়ি ফুল হয়ে,
রইব তোমার কবরীতে।
Comments
Post a Comment