গুচ্ছ কবিতা-২/বিশ্বরূপ ব্যানার্জী

গুচ্ছ কবিতা-২

বিশ্বরূপ ব্যানার্জী


 বুদ্ধ বাণী

'সে জন আমাকে করেছে তিরস্কার'
'সে জন আমাকে করেছে প্রহার,
করেছে অত্যাচার' ,
'পরাজিত আর হতমান আমি ,
তার কাছে সংগ্রামে,
লুন্ঠন করে নিঃস্ব করেছে ,
আমাকে এ ধরাধামে'

এ  সব  অতুষ্টি  সদা  সর্বদা ,
আলোড়িত করে যারে,
শান্তি কখনও পায়না সে জন,
প্রশান্ত জীবাধারে ।

জীবাধার  - পৃথিবী , ধরা,  ধরিত্রী

(পালি ভাষা হতে অনূদিত)


বুদ্ধ বাণী- ২

আকাশের শোভা -দিবসে সূর্য ,
নিশীথে রাকেশ চাঁদ ।
বর্ম অস্ত্র সেনাদের শোভা,
যুদ্ধে বিজয় নাদ ।

তপশ্চারণে দ্বিজ শোভা পান,
তাঁর শোভা তপোধন ,
সকলের সেরা শোভা যেটা,
সেটা 'মোক্ষ' উত্তরণ ।

(পালি ভাষা হতে অনূদিত)


সত্যনিষ্ঠ ভক্তি


"কোন সে কিরণ আলোকিত করে  অবিদ্যা রজনীরে"?
শপ্ত   রাজন   নহুস    প্রশ্ন     করেন     যুধিষ্ঠিরে,
উত্তরে      কন      ধর্মপুত্র  ,"সত্যতা   ঈশ্বর,
সত্যানুরাগে উদ্ভাসিত মোহান্ধ চরাচর,
প্রমোহ নাশিনী শক্তি,
সত্যনিষ্ঠ ভক্তি,
অনুরক্তি " ।।

লিমেরিক
       মন

Mind : Element or complex of elements
                In an individual that feels, 
                percives,thinks,wills and
                especially reasons .

                           মন

মন সে দেখায়/'মাদারিকা খেল'/ হাতে তার জাদু/ ছড়ি,
নাচায়,খেলায়,হাসায়,কাঁদায়,পরায় নাকেতে দড়ি,
মনেতে অনেক কামনা বাসনা,
এরা সব করে প্রাণীকে তাড়না,
লোকে সদা ভাবে "কি ভাবে এ সব বাসনা পূরণ করি" ।।

বাসনা পূরণ সহজে কি হয়? কমই হয় তাতো জানি,
অপূর্ণ সব বাসনা মনকে বিপথে তে নেয় টানি,
মানুষ ক্ষোভেতে উন্মাদ হয় ,
'দুষ্কৃতী' নামে পায় পরিচয়,
সাধুর সঙ্গ তীরেতে নিয়ে আসে এই পোড়া মন খানি ।।


লিমেরিক
সহজ কথা


বৃথাই গেলো জনম আমার কঠিন কথা বলতে গিয়ে,
কঠিন  কথা বলেই চলি পন্ডিতি ভাব মাথায় নিযে,
প্রজ্ঞাবানের মুখোশ মুখে ,
'অবোধ' বলি পরম সুখে ,
সদাই থাকি গর্বী হয়ে নীরস, ভোঁতা বুদ্ধি নিয়ে ।

সহজ কথা বলতে কি চাও ? মনটা আগে সরল করো,
স্নেহ প্রীতির মধুর সুবাস চাদর গায়ে জড়িয়ে ধরো,
আসবে তখন প্রীতির সুভাষ ,,
অস্মিতা বোধ সব হবে নাশ ,
সহজ কথা আসবে মুখে একটু শুধু সবুর করো। 

জ্বলদর্চি পেজে লাইক দিন👇



Post a Comment

0 Comments