জ্বলদর্চি

গুচ্ছ কবিতা /বিশ্বরূপ ব্যানার্জী

গুচ্ছ কবিতা

বিশ্বরূপ ব্যানার্জী


 ঠিকানা

"বলতে পারো কি ওগো মুসাফির পথ আর কতো বাকি"?
"ঠিকানা ছাড়া কি পথ বলা যায় এও তুমি জানো নাকি"?
"হারিয়ে ফেলেছি আমার ঠিকানা 
কোন পথে পাবো বলো সে নিশানা,
আমি খুঁজে চলি শেষের ঠিকানা বলো তুমি জানো তাকি?
অন্ধের মতো ঘুরি পথে পথে কেউ যদি নেয় ডাকি "।



অস্মিতা

আমিই সবচেয়ে জ্ঞানী পৃথিবীতে কেউ আমার মতো নয়,
আমার কাছেতে এসো গো সবাই যদি প্রয়োজন হয় ,
আধি, ব্যাধি, আর ভয়ে ও  কলহে,  এসো গো আমার কাছে,
সব মুশকিল আসান করার দাওয়াই আমার আছে ।

ওষুধে,ভেষজে কি বা প্রয়োজন?আমি জানি বহু টোটকা,
কালা কানে শোনে,কানা চোখে দেখে, রোগা হয়ে যায় মোটকা,
সকল রোগের হরেক দাওয়াই সবই তো আমার জানা,
কত লোকে তাই ভিড় করে আসে কাউকে করি না মানা।

নিন্দুক যারা পরিহাস করে বলে,"সব জালিয়াতি",
আরও বলে আমি নাকি নাক তোলা সব আমার চালিয়াতি,
বাতেলা বাজিই আমার স্বভাব শুধু বড়ো কথা বলি,
বেহায়া লোকের এই কথা শুনে আমি কি কখনো চলি?

ইমানদারেরা ভালো লোক যারা আমার কাছেই আসে,
আমার উপদেশ মন দিয়ে শোনে, আমাকেই ভালোবাসে
আমি তো কখনও করি না বড়াই তাই তো সবাই আসে,
জানে তারা সব বিপত্তি কালে আমিই দাঁড়াই পাশে ।


বিড়াল তপস্বী

বিড়াল বড়োই চোর ও ছোঁচা সকলেই বলে "ছি,",
রাগ করে না তো তবুও কখনও বিড়াল তপস্বী ,
গোঁফ টা পাকিয়ে লেজটা নাড়িয়ে,
ইঁদুর টাকে সে দেয় তো হাসিয়ে,
বলে," দাঁড়া আগে-তোর ওই চরণে প্রণামটা করে নি,
মাছ, ইঁদুর আমি খাই নারে আর কণ্ঠী যে নিয়েছি ।


যত্ন

চশমার খাপে চশমাটা ভরো পাছে ধুলো লাগে কাঁচে ,
এভাবে রাখলে ভালো থাকে সেটা আরও বেশি দিন বাঁচে,
প্রিয়জন যাকে ভালোবাসো তুমি এ ভাবেই তাকে রেখো,
সে ভালো থাকলে তুমি ভালো রবে আগামীতে সেটা দেখো ।



মৃত্যু

'মরণ রে, তুঁহু মম শ্যাম সমানা'
'মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে'--- রবীন্দ্রনাথ

দেখাটা আমার/পাবে নাতো আর/এখন যে আমি/ মৃত,
জীবনের পারে/কাল কারাগারে/কয়েদে হয়েছি/ ধৃত,
ভুলে গেছি আমি আমার ঠিকানা,
কোথায় সাকিন কোন সে নিশানা,
আমি তো এখন/বিগত চেতন/সকলেরই বি/স্মৃত,
প্রিয় যত মুখ/হয়েছে বিমুখ/আমি আজ বি/কৃত ।।

জ্বলদর্চি পেজে লাইক দিন👇




Post a Comment

0 Comments