জ্বলদর্চি

গুচ্ছ কবিতা /বিশ্বরূপ ব্যানার্জী

গুচ্ছ কবিতা

বিশ্বরূপ ব্যানার্জী 


তোষামোদ

                     
মোসাহেবি করা/একে ওকে ধরা/ এ বুঝি একটা রোগ,
কি লাভটা হয়?/সম্মান ক্ষয়/অপমান হয় ভোগ,
তেলা মাথাটায়/তেল দেওয়াটাই/সকলের অভ্যাস,
যার কিছু নাই/তাকেই সবাই/করে ঘৃণা পরিহাস।।

পায় না আমোদ/তবু তোষামোদ/করে সবে ধনীদের,
বিনিময়ে পায়/অবহেলাটাই/তাও কম নয় ঢের,
তোষামোদ করে লাভ কিছু হয়?কে দেবে এর উত্তর,
মনের এ রোগ/সবই বিয়োগ/দুঃখ নিরন্তর।।

এই এক আধি/অতি বড়ো ব্যাধি/হয়তো মনোবিকার,
বহুদিন ধরে/চালু ঘরে ঘরে/এই এক অবিচার,
কিবা পেতে চাও/কেন মিছে গাও/ধনীদের জয় গান,
এই আচরণ/করো বিতাড়ন/ফেরাও স্ব-সম্মান ।।


স্বপ্ন

স্বপ্ন আছে তোমার মনে -
যেমন সবার থাকে।
রাতের বেলায় স্বপ্ন গুলো-
তোমায় এসে ডাকে ।
চেষ্টা করো ঘুমিয়ে যেতে-
তেলটি দিয়ে নাকে ।
 এড়িয়ে যেতে তাও পারো না
ঢোকে সে কোন ফাঁকে -।

স্বপ্ন দেখা ভালো যদি
পূরণ সেটা হয় ,
নইলে এরা মনের মাঝে-
আনে বিপর্যয় ।
বাস্তবকে মান্য করে -
শ্রমের বিনিময়ে ,
স্বপ্নটাকে পূরণ করো ,
হৃদয় ব্যথার ক্ষয়ে ।


বন্ধু - শত্রু

জানি তুমি বন্ধু আমার ,
শত্রু তুমি তার ,
প্রবল স্রোতে ছুটছে নদী
সামনে পারাবার ।

আমি আছি এই পারেতে,
ঐ পারেতে সে ,
মাঝ খানেতে থাকো তুমি,
আকুল পিয়াসে ।

আমায় যদি বন্ধু ভাবো,
শত্রু কেন সে ?
সব ভেদাভেদ নাও মিটিয়ে ,
সেতুর  বাঁধনে ।




সুদিনের প্রতীক্ষা

এখনও ডাহুক ডাকে,ভ্রমরেরা ফুলে ফুলে বসে ,
প্রলোলুপ অলিকুল ছুটে আসে গোলাপ বাগানে,
তৃষাতুর প্রজাপতি চেয়ে থাকে কলাবতী পানে,
এখনও তো এরা থাকে মায়াময়ী প্রকৃতিরই বশে।
মলয় বাতাস আনে ফুলের সুবাস খুশি মনে,
অদূরে বনানী হতে ভেসে আসে কোয়েলের গান,
 এখনও তো শোনা যায় সুমধুর কুহরণ তান,
এখনও সবার মন সিক্ত হয় সবুজের সুধা স্নিগ্ধ রসে।

হয়তো  মানুষ আজ বন্দী থাকে গৃহে বহুক্ষণ,
প্রয়োজনে সয়ে যায় অন্তরীণ এই গৃহবাস,
অচিরাৎ কেটে যাবে অতিমারী এই নিপীড়ন,
প্রত্যয় আছে মনে,  শেষ হবে এই সর্বনাশ,
ভোরের আলোয় হবে সবিতার শুভ আগমন
অচিরেই কেটে যাবে হতাশার সব দীর্ঘশ্বাস ।।

      a--b--b--a--a--b--b--a---c--d--c--d--c--d



কবিতা/সপ্তক  I Wated to Live/আমি বাঁচতে                                                                   চেয়ে ছিলাম  

ইংরেজি ও  বাংলা দুটিই আমার লেখা

I   didn't   want   to   die  my  dear,
And forsake you out alone here,
But course of destiny cruel--
Arranged the pyre fuel,
Took me away,
That day,
Anyway.

                     অ     নু    বা    দ

আমি তো স্বয়ং/  চাইনি মরণ / জেনো   জানেমন,
একলা এখানে রাখতে তোমাকে  চাইনি  এমন,
নিঠুর  নিয়তি   জ্বেলেছে    চিতার   আগুন,
কেড়েছে আমার আলোকোজ্জ্বল ফাগুন,
তাড়িয়ে দিয়েছে দূরে,
মর্মজ্বালার পুরে,
ব্যথাতুরে ।।

জ্বলদর্চি পেজে লাইক দিন👇




Post a Comment

0 Comments