জ্বলদর্চি

অজানাকে জানুন -৬ /অরিজিৎ ভট্টাচার্য্য

অজানাকে জানুন 

৬ -ষ্ঠ পর্ব

অরিজিৎ  ভট্টাচার্য্য 

১] ' হাম্পি ' শহরটি কোন নদীর তীরে অবস্থিত?
২] 'Louvre Musseum ' -- কোন বিখ্যাত শহরে অবস্থিত?
৩] " অর্জুন পুরস্কার " প্রথম কতসালে দেওয়া হয়?
৪] সম্রাট শাহজাহানের বিখ্যাত ' ময়ূর সিংহাসন ' কে তৈরী করেছিলেন?
৫]" ক‍্যাথলিক " শব্দের অর্থ কি?
৬] " তিস্তা " কোন দেশের প্রধান নদী?
৭] " সুবা বাংলা " বর্তমান কি কি নামে পরিচিত?
৮] " পিতৃদয়িতা " র রচয়িতা কে?
৯] " পিঙ্ক সিটি ' - কোন রাজ‍্য?
১০] " Thenatolog " কি সম্পর্কিত বিদ‍্যা?
১১]' Knowledge is Power '
 কোন বিখ‍্যাত ব্যক্তির উক্তি?
১২] শুদ্ধ ন‍্যাপথলিনের গলনাঙ্ক কত?
১৩] ভারতের জাতিভিওিক জনগননা প্রথম কত সালে চালু হয়?
১৪] 2009 সালে 'মিস ইউনিভার্স ' কে এবং কোন দেশ থেকে নির্বাচিত হন?
১৫] বিখ‍্যাত কথাসাহিত্যিক আনিসুজ্জামান (বাংলাদেশ)
 কত বঙ্গাব্দে " আনন্দ পরস্কার " -এ ভূষিত হন?


অজানাকে জানুন 
৫ - ম পর্ব 'র উওর
অরিজিৎ ভট্টাচার্য্য 

১] কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন?
উ: গুরুদাস বন্দ‍্যোপাধ‍্যায়
২] " মুদ্রারাক্ষস " এর রচয়িতা কে?
উ: বিশাখদত্ত
৩] সবচেয়ে ভারী ধাতু কি?
উ: আয়োডিন
৪] ' টলেমি' কিসের আবিষ্কর্তা?
উ: আলোর প্রতিসরণ সূত্রের
৫] ফুটবল বিশ্বকাপের প্রথম নাম কি ছিল?
উ: জুলেরিমে কাপ
৬] " জুডো " কোন দেশের প্রাচীনতম খেলা?
উ: জাপান
৭] " কালিদাস " সম্মান কোন রাজ‍্য থেকে প্রদান করা হয়?
উ: মধ‍্যপ্রদেশ
৮] পৃথিবীর সর্বাপেক্ষা প্রাচীন ভাষা কোন টি?
উ: সংস্কৃত
৯] সাহিত্যে " ডমরু " একটি বিখ্যাত চরিত্র কিন্তু এর সৃষ্টিকর্তা কে?
উ: ত্রৈলোক‍্যনাথ মুখোপাধ‍্যায়
১০] কত সালে সোভিয়েত ইউনিয়ন প্রতিষ্ঠা লাভ করে?
উ: 1922
১১] " মহাবিষুব " কত তারিখ?
উ: 21 শে মার্চ
১২] " ব্রিটেন অফ দ‍্য সাউথ " কোন দেশের উপনাম?
উ: নিউজিল্যান্ড
১৩] " সাইল‍্যান্ট ভ‍্যালি " কোন রাজ‍্যে সংগঠিত হয়? 
উ: কেরালা
১৪] " ডি সান্তারাম লাইফ টাইম অ‍্যাচিভম‍্যান্ট পুরস্কার " --  2016 সালে কে অর্জন করেন? 
উ: নরেশ বেদি
১৫] 12 এর উৎপাদন গুলি কি কি?
উ: 1, 2, 3, 4, 6, 12


জ্বলদর্চি পেজে লাইক দিন👇


Post a Comment

0 Comments