প্রেমের তিনটি কবিতা /নমিতা বোস

প্রেমের তিনটি কবিতা 

নমিতা বোস 

অধরা 

রূপ নয় গন্ধ নয়,আলো অথবা শব্দ নয়,
সুর নয় ছন্দ নয়,ভালো কিম্বা মন্দ নয়,
অন্য কিছু অন্য কিছু বলতে চায় ।
চেনা বা অচেনা নয়,কালো অথবা সাদা নয়,
সময়ের তালে নয়,দিনান্তের কালেও নয়,
অন্য কিছু অন্য কিছু বলতে চায় ।
স্থাবর অস্থাবর নয়,জড় কিম্বা জীব নয়,
মরু অথবা উদ্যান নয়,শান্ত অশান্ত নয়,
অন্য কিছু অন্য কিছু বলতে চায় ।
জল ঝড় এক হয়,প্রবাহ অস্থির ময়,
দিগন্ত ছাপিয়ে যায়,স্রোতস্বিনী নদী প্রায়,
অন্য কিছু ,অন্য কিছু, অন্য কিছু যে বলতে চায় ।



ভুল ডাকঘর

চলো যাই চলো রাস্তা পেরোই,
হাতড়ে বাগান পাঁপড়ি বা কম কী,
ল্যাপটপে রাখা বাঁধানো সুর্য
দেওয়াল ঘড়িটা দক্ষিন মুখো।

চন্দন মাখা বরবৌ খেলা 
আধপেটা ভাত তবু অবেলা,
ফুলশয্যার ফুল বাসি নয় 
সাদা কালো থেকে সব রং হয়।

কন্যাকুমারী অথবা বৈশাখ
যতদুর যাবে স্রোতে ও ভাটায়,
ছবিটা দাঁড়ায় সারাদিন পর 
শুধু চেয়ে থাকা মন অতিশয়।

প্রতিদিন কেন নিজেকে হারাই 
দিক্ভুল মেঘ পাড় ভাঙা নদী,
তোলপাড় করে দু'জনেই খুঁজি
শুধু অপেক্ষা সোহাগী বিষাদ।

ছুঁয়ে যায় মন শুধু কি শ্রাবন?
ঘুরে ঘুরে আসে ক্ষণ প্রতিক্ষণ
যদি নদী হও বিসর্জনে নিও
উতলা চিঠিটা আর ভুল ডাকঘর।


 
 লেফাপা

চায়ের শেষ চুমুকটা বললো তুমি আসছো,
বিচ্ছিন্ন দ্বীপে আটকে থাকা ঘূর্ণি ঝড় আমার,
কৌলিন্যের বাঁধটা তুমি ভাঙছো তো?
বন্ধ দরজার আসবাবি ব্যারিকেডে মঁপাসার যন্ত্রনাকে উইপোকাটা ঠিক বুঝতে পেরেছিল,
কিন্তু সাধ্য ছিল না মালিকানা দেখানোর,
সেখানেও অভিজত্যের দম্ভ স্থম্ভের আকৃতিতে লম্বায়মান। 
তাই পরের মৌসুমী বায়ুর চুক্তিকে মেনে নিতেই হলো।
 সময়ের চাকিতে পাতাগুলো একদিন গুঁড়িয়ে যাবেই,
কিন্তু দোহাই তোমায়,ততক্ষণে তুমি যদি নক্ষত্র হয়ে যাও
তাহলে ঋণ শোধ করবো কীকরে ?
তাই অপেক্ষা করে চলেছি উই পোকাটা কখন ফিরবে ,
আদৌ ফিরবে তো?

জ্বলদর্চি পেজে লাইক দিন👇


Comments

Post a Comment

Trending Posts

রাষ্ট্রীয় মূল্যায়ন ও স্বীকৃতি পরিষদ (NAAC) এর মূল্যায়ন ও স্বীকৃতি: উদ্দেশ্য ও প্রস্তুতি - কলেজ ভিত্তিক অভিজ্ঞতা /সজল কুমার মাইতি

ছোটোবেলা বিশেষ সংখ্যা ১২৫

শমিত ভঞ্জ (অভিনেতা, তমলুক)/ ভাস্করব্রত পতি

বারুণী স্নান /ভাস্করব্রত পতি

প্রয়াত লিটল ম্যাগাজিনের প্রাণপুরুষ সন্দীপ দত্ত। শ্রদ্ধা ও স্মরণে কলম ধরলেন লেখক শিল্পীরা।

মেদিনীপুর জেলার আনাচে কানাচে বসবাসকারী ডোম ও চাঁড়ালরাই বাংলার প্রাচীন ব্রাহ্মণ /দুর্গাপদ ঘাঁটি

বিস্মৃতপ্রায় কবি ফণিভূষণ আচার্য /নির্মল বর্মন

গায়ত্রী জানা (ব্রতচারী প্রশিক্ষক, সঙ্গীতজ্ঞ, রাধামনি, তমলুক)/ভাস্করব্রত পতি