জ্বলদর্চি

দুটি কবিতা /পলাশ বন্দ্যোপাধ্যায়

দুটি কবিতা 
পলাশ বন্দ্যোপাধ্যায়

 যুদ্ধ ও প্রেমের কবিতা

(১)
বৃষ্টির ছাট যদি হয় মেঘেদের হেরে যাওয়া।
তবে ভালবাসা বৃথা, মিথ্যে প্রেমের গান গাওয়া।
(২)
বিনিময় প্রথা মেনে ভালবাসা দাবি করো বলে।
এ'মন ও',মন থেকে বিপরীতে দূরে দূরে চলে।
(৩)
বুদ্ধিজীবীরা যদি স্বার্থের প্ৰতি দায় হীন।
যে কথা বিবেক বলে, শুধু সে কথাতে রায় দিন।
(৪)
আমার 'তুমি'কথা তোমার 'আমি'খোঁজা।
এ একমুখিতাতে চলা কি অত সোজা?
(৫)
দাঁড়াও নিজের পায়ে, হাত যদি পা'কে ডেকে বলে।
তাহলে হিসেব মতে রীতিনীতি গেছে রসাতলে।
(৬)
দুঃখ যদি সুখে থাকে, সুখ যদি দুঃখবিলাসি।
সংক্ষেপে সে দুবিধা দুটো মিলে ভালবাসবাসি।
(৭)
আমার যে শীতলতা তোমার তাপকে করে মানী।
তা যেন 'শীতল হাওয়া' হয়ে দূর করে যত গ্লানি।
(৮)
যে মাটিতে বাস করি, তার বুকের উপর যুদ্ধ।
আর আশা নেই, সভ্যতা, তোর বাঁচাই অবরুদ্ধ।
(৯)
সাদা আলো থেকে আমি রামধনু  রং চেয়ে কাঁদি।
আমি এই পৃথিবীতে সেরা বিচ্ছিন্নতাবাদী।
(১০)
তিনি বলেছেন যা যা, মূলকথা আসলে সেটাই।
যত কেন আমি তুমি চিৎকারে তেষ্টা মেটাই।
(১১)
ফুল ফোটানোর স্বপ্ন ভুলে আমরা এখন যুদ্ধে মাতি।
ভিন্ন সময় দীর্ণ সময় ছিন্ন হওয়ার পক্ষপাতী।


কথার কথা নয়

(১)
ভাঙলে পাঁজর শ্বাস নেওয়াতেও বিষ।
জানিস যদি  গড়ার দিকেও 
একটু নজর দিস।
(২)
কখনও অবহেলা কান্না।
কখনও অবহেলা লজ্জা।
তাইতো করি রোজ,
সেই মনের খোঁজ,
সাগরে পাতা যার শয্যা।
(৩)
যদি বলো, আমি মেকি।
তবে আয়নাতে দেখি।
যে আমি আমার,
খুব আপনার,
পাল্টিয়ে গেল নাকি?
(৪)
পিছিয়ে পড়ছি রোজ চেনাদের ভিড়ে।
যাতে একদিন মনে হয়।
যে ভাবে এগিয়ে গেলে বন্ধু হারাবো।
এখনও আসেনি সে সময়।
(৫)
যা বলো তা ভেবে?
নাকি বলার জন্য সবই।
এই কারণেই মাঝে মাঝে
কলম ছাড়েন কবি।
(৬)
তুমি কি সবার মতো মানুষের দলে-
মিশে, পড়ো সীমাহীন শোকের কবলে?
তাই যদি, চোখ কেন  কালো কাচে ঢাকা।
গোপনে কি বুকে বাঁধা  বিজয় পতাকা?
(৭)
চোখে মাঝে রামধনু, আর বুকে জলতরঙ্গ।
সুখনিদ্রায় এমন ভাবে পোড়ে সোনার  অঙ্গ।
একটা দুটো তুচ্ছ সাধে,
বুকের তীরে নোঙর বাঁধে,
চাঁদবিলাসি স্বপ্নে দেখে চাঁদবদনীর সঙ্গ।
(৮)
আমাকে কবিতা ভাবো?
নই সে তো। আমি শুধু কবিতার খাতা।
যাতে কবি প্রাণ ঢেলে লেখে।
কখনও তো অনুভূতি
অনুভব বুকে নিয়ে 
আবেগ তাড়িত হতে শেখে!
সেও নয় মেকি।
আমরা কেবল তাকে অনাহুত ভাবি আর
কি জ্বালা সে বুকে শুধু দেখি।
বুকে কি নিয়েছ সন্তান? 
বুঝতে তাহলে তুমি, কবিতার সাথে সাথে
কবিতার খাতাও মহান।

জ্বলদর্চি পেজে লাইক দিন👇

Post a Comment

0 Comments