জ্বলদর্চি

প্রেম দিবসের গাথা /বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়

প্রেম দিবসের গাথা

বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়

১.
প্রেমিক প্রেমিকা সকলেরে আজ বলি,
প্রেমের এ দিবস - প্রেমেরই দিবস হোক,
দেহ সুখে একে দিও না জলাঞ্জলি ,
প্রেম-দুনিয়াকে গড়ে তোলো সুর লোক ।

মধু বসন্তে দখিনা পবন বয় ,
ভেসে আসে শুনি কোকিলের কুহু তান,
অশোক, পলাশ গাইছে ঋতুর জয় ,
শুনে মেতে ওঠে  তরুণ তরুণী প্রাণ ।

ঋতু রাজ খোঁজে কোথা আছে তার রাণী,
জানে বসন্ত থাকে না তো বেশি দিন ,
মধুর বাতাস বয়ে চলে তার বাণী ,
আকাশেতে প্রেম-পতাকা  সু- উড্ডীন ।

আজ এই দিনে পরো সবে ফুল সাজ ,
স্নেহ মমতায় ডেকে নাও সঙ্গীরে ,
মস্তকে থাক ফুল্ল ফুলের তাজ ,
অস্ফুটে গাও মধু সঙ্গীত  ধীরে  ।

মুখরিত হোক ধরা সুমধুর গানে ,
এ গানের মানে তরুণ প্রাণেরা জানে,
প্রেমিক সে চায় তার প্রেমিকার পানে,
দুই জোড়া চোখ শিহরণ আনে প্রাণে।


২.
দুটি কবুতর উঁচুতে ওড়ে না নীচের বাতাসে ভাসে,
পতি ও পত্নী একে অপরকে বড়োই যে ভালোবাসে।
একদিন হঠাৎই স্বামী কবুতর আটকা পড়লো ফাঁদে,
পত্নীটি তার উড়ে উড়ে ঘুরে হাপুস নয়নে কাঁদে।

স্বামী তাকে ডেকে বলে,"ও কপোতি কেঁদে তো হবে না ফল,
পাখমারাটাকে উপরোধ কর, ওকে ডেকে তুই বল,"
শীতের প্রকোপে পাখমারাটির কাঁপছিলো সারা গা,
কপোতী তখন ডালপালা এনে ধরালো আগুন তায়।

পাখমারা বলে,"ওরে কবুতরী শীত হতে বাঁচলো প্রাণ,
এখন এবার খিদেতেই বুঝি যাবে আমার এই জান",
কবুতরী বলে," ওগো পাখমারা স্বামিটাকে ছেড়ে দাও,
আগুনে পোড়াও আমার এ দেহ সেইটাই তুমি খাও"।

সজল চোখেতে পাখমারা বলে," আমি কি মমতা হীন?
ভালোবেসে তুমি জীবনটা দেবে আমি রবো উদাসীন?"
ফাঁদ খুলে দিয়ে ছেড়ে দিলো সে যে স্বামী কবুতরটারে,
কপোত কপোতী উড়ে চলে গেলো দূরের আকাশ পারে ।


বৃহন্নলার  প্রেম

ডাক দিয়েছিলে , ঘিরে ছিলে প্রেম জালে ,
চুম্বন  এঁকে দিয়েছিলে ঠোঁটে,ভালে ,
আবেশেতে তনু কেঁপেছিলো থরো থরো,
বলেও ছিলাম আমাকে জড়িয়ে ধরো ।

মধর আবেশে ভরে উঠেছিলো হিয়া ,
তোমার প্রেম যে মধুময় মরমিয়া ,
মধুর মদিরা নেশা যে আলিঙ্গনে ,
প্রেমেতে  মত্ত ছিলাম তো দুই জনে ।

কিছু দিন গেলো স্বপ্নের ঘোরে বুঝি ,
সব সময়েই তোমায় পেয়েছি খুঁজি ,
কতো সুখ তুমি দিয়ে ছিলে দেহমনে,
নয়ন গোচরে কিংবা সঙ্গোপনে ।

সেদিন আশ্লেষে পেয়ে গেলে পরিচয় ,
বললে,  "এ দেহ নারী দেহ তাতো নয় ,
অপত্যহীনা হয়ে রবে চির দিন ,
বৃহন্নলা কি শুধে দিতে পারে ঋণ ?

তোমার সঙ্গ নিষ্ফল তাই জানি ,
স্তন, যোনি হীন  নেবো না তোমায় মানি " ;
ফিরে চলি তাই নয়নে অশ্রু জ্বালা ,
তৃতীয়া প্রকৃতি আমি যে বৃহন্নলা ।

শরীরে আমার পূর্ণতা নাই ঠিকই 
মনের বিচারে নারী আমি, প্রাণাধিক,
শরীর ই কি বড়ো মনের কি নাই দাম ?
ভালোবাসো প্রিয় পুরাও মনস্কাম ।

জ্বলদর্চি পেজে লাইক দিন👇


Post a Comment

1 Comments