বই মেলা
বিশ্বরূপ ব্যানার্জী
ভাব ভাবনার, চিৎ চেতনার বিকাশ ঘটায় এ বই মেলা,
জ্ঞানের দীপ্ত মশাল জ্বালিয়ে সামনে দাঁড়ালো বই মেলা ।
নতুন বই-এর সুগন্ধ পেতে ছুটে এসো সবে বই মেলা,
জ্ঞানী গুণী জন দিতে দরশন রোজ আসেন এই বই মেলা ।
দুঃখিত মন বড়ো উচাটন ? দুঃখ ভোলাবে বই মেলা .
দরিদ্র তুমি টাকাকড়ি নাই ? বই দেখো এসো বই মেলা ।
বই হাতে ধরো নাড়াচাড়া করো স্বাগত জানায় বইমেলা,
"চাইবে না কেউ কোনও টাকা কড়ি" আদরেতে বলে বই মেলা।
বলেন শ্রীজীব ,রূপ , সনাতন গ্রন্থ রত্ন অরূপ রতন
হৃদয়ঙ্গম করো এ কথন ছুটে এসো বই মেলা ।
অবকাশ তুমি কাটাতে কি চাও? তবে এসো এই বইমেলা,
নানান সাজেতে খুবই সেজে আছে অশেষ রূপসী বই মেলা ।
বই-এর দোকানে বই নেড়ে চেড়ে দেখবে সুযোগ পাও না তো,
ফাঁকা পকেটের বই দেখা নেশা মালিক সহ্য করে না তো,
এখানে দাঁড়িয়ে সময় হাতে নিয়ে বই হাতে নিয়ে করো খেলা,
মালিক হাসবে আরও বই দেবে কারণ এটা যে বই মেলা ।
ভাব,জ্ঞান আর আনন্দ মেলা সবচেয়ে সেরা বই মেলা,
বই হাতে ধরে পাতা ওলটাও দেখে যাও এ যে বই মেলা,
পুরনো বই যা হারিয়ে গিয়েছে তাও এনে দেবে বই মেলা,
সব কুতুহল মেটাবে তোমার এ এক বিশাল বই মেলা।
ত্রিবেণীর এক সঙ্গম স্থা ন সুবিশাল এই বই মেলা।,
পাঠক,লেখক,প্ৰকাশক মিলে গড়ে তোলে এই বই মেলা,
মানবাত্মার অনুপম আলো কালো হরফেতে বাঁধা ,
প্রতীক্ষা করে তোমার ই জন্য এখানে এ বই মেলা ।
নানান ভাষার নানান দেশের বই পাবে এই খানে ,
বিচিত্র সাজে বিচিত্র রূপে কথা কবে কানে কানে,
এক বিশ্বের মানুষ জাতের কথা শোনায় এই মেলা,
মানুষের গান প্রেমের এ গান শোনায় এই বই মেলা।
ছবি, ছড়া আর নাটক,নভেল,ইতিহাস রাজনীতি,
নানান স্বাদের নানান বিষয় শোনাবে প্রেম আর প্রীতি,
সকল জনের মনোরঞ্জনে তৎপর বই মেলা ,
সকল রুচির সকল পাঠক সবই দেখে বই মেলা,
বই ভালোবেসে এসো এ মেলায় বই দেখো বই ধরো,
যার যেটা খুশি সে বই টা খুলে সেই বইটাই পড়ো ,
শুধু বইই নয় এ মেলায় আছে আরও নানা আয়োজন,
খাদ্য পিয়াসি পেটের পূজারী খুঁজে পাবে প্রয়োজন ।
বছরেতে শূধু একবারই হয় এ মেলার আয়োজন ,
তাই সকলেই এসো এ মেলায় স্বজন বন্ধু গণ ,
পরম সুখেতে বেশ কেটে যাবে দন্ড দু চার ক্ষণ ,
উপভোগ করো আনন্দ করে এই মেলা প্রাঙ্গণ ।
জ্বলদর্চি পেজে লাইক দিন👇


0 Comments