জ্বলদর্চি

কবিতাগুচ্ছ /জয়ন্ত চট্টোপাধ্যায়

কবিতাগুচ্ছ 

জয়ন্ত চট্টোপাধ্যায়


ব্যর্থতা    

১.
কিছুই পারি না ভেবে
প্রোফাইলে ঘাঁটা
ঠাকুরদার মিনি জমিদারি
গল্পে শুধু কাহিনির আলো
মসলিন পর্দায় ঢাকা ব্যর্থতার
অবাধ্য উঁকি

২.
প্রসাধন মুদ্রায় কথা বলা :
ভেতরসঙ্কোচ
শব্দপ্রয়োগে গরিমাঝলক
লজ্জা কি মৃত্যুর দ্যোতক?
যোজন ছাড়ায় সুরভির অলীক
সামনে দাঁড়িয়ে হাতছানি হাসি
সাফল্যের উদ্দাম নাদের ভেতর
শ্যাওলা চাপা দীর্ঘশ্বাস : হরণভয়

৩.
পরাজয়ের গল্পরূপ বড়োই দুরূহ
প্রতিটি গল্পের মোড়কে রূপকথা
রক্তাক্ত সত্যের করুণ
ঘনলালের নীচে যন্ত্রণা তার সঙ্গে
বরফে লুকোনো মাছের মিল
মানুষও মাছের মতো পিছল গা
মৎসাবতারের গল্প সে জানে না,
জানলেও মানে না

৪.
মুখোশ খুললে কেউই চেনে না
রুমাল নাড়িয়ে যারা প্রতিদিন এরিনা কাঁপায়
ঘাতকের টুপিতে ছোড়ে গোলাপের লাল
তারা আজ শুধুই উদাস
আমি এক দক্ষ লাফিয়ে একলাফে পার হই
দুরন্ত ষাঁড়ের বিশাল
তবু নেই টুপির কুর্নিশ
মুখ বা শরীর যত কসরত সব ফেল
মুখোশই দেবতা

৫.
যে উজানি স্রোত কইয়ের মতো ঝাঁক ভাঙে
ঘাই দেয় ঢেউয়ের ঘোলায় অবহেলা তির
তাকে ফেলেছি সরিয়ে কতবার
সরষের  সবুজ-হলুদে কত শিশিরের গান
গেয়েছিলো মগ্নমধুপ শেষ প্রজাপতিকে
ঠেলে তীক্ষ্ণ ছুরিতে সব জাল ছিঁড়ে গেছি
এখন এক বিবর্ণ মথও জানে ঊষর মাটির ব্যর্থতা

জ্বলদর্চি পেজে লাইক দিন👇
 

Post a Comment

0 Comments