গুচ্ছ কবিতা
সীমা ব্যানার্জ্জী-রায়
বৃষ্টি আবীর
বৃষ্টি ফোঁটা পাঠিয়েছিল গোপন চিঠি
বসন্ত দিন আবীর মাখা পলাশ রেণু
অঙ্গ জুড়ে সঙ্গ দিল সিক্ত আদর
জলের চাদর, জল বিছানা বৃষ্টি নামে
শরীর বেয়ে, পাগলি মেয়ে
স্বপ্ন মাখিস অবাধ্য এক
মনের সাথে দিনে ও রাতে
মাতাল হাওয়া ভুলিয়ে দিল
নাওয়া খাওয়া
খুশীর ছোঁয়ায় জিড়িয়ে নিলি
শুধুই গেয়ে, দস্যি ছেলে।
ড্যাফনে ওডোরা
বরফে ঢেকে আছে সারা পথ
ডাল থেকে ঝুলে আছে
জিগজ্যাগ কত কৌশল
স্তব্ধতা মিলেমিশে অজস্র হয়ে
ওতপ্রোত মিশে গেছে
রঙীন হৃদয়ে।
মৃদু ভাষিণী ড্যাফনে ওডোরার সংজ্ঞা ছিল
যৌবন সংহতি – প্রেম নয়।
বসন্ত উদ্যানে ঠাঁই হবে কিনা
তাই প্রত্যয় ।
অনর্থ নূপুরের কলরব
পূর্ণ থেকে উড়ে যাবে শূন্যতার তারে
নিছক সম্পর্ক শূন্য করে
পুরোনো ল্যান্টার্ন সেজে
হৃদয়ে হৃদয়ে ।
অবোধ মন
ঠিক যেভাবে ঋতু সাজে অবোধ মনে
ঠিক সেভাবে অবাধ্য হয় স্বপ্নছায়া
ভাটির টানে দ্বন্দ্ব আনে নীরবতা
একটু কোথাও রৌদ্র হারায় অন্যমনে ।
হঠাত যদি আঁধার নামে দূরের গাঁয়ে
দেখিস চেয়ে পাখীরা সব আপন কূলায়
কিচিরমিচির অট্টহেসে শব্দ দাঁড়ায়
গভীর মনে দাগ কাটে রে ডাইনে বাঁয়ে।
জ্বলদর্চি পেজে লাইক দিন👇


0 Comments