জ্বলদর্চি

অজানাকে জানুন--১০/ অরিজিৎ ভট্টাচার্য্য

অজানাকে জানুন 

অরিজিৎ ভট্টাচার্য্য 
১০ - তম পর্ব

১] 'বিকর্ণ ' কোন সাহিত‍্যিকের  
ছন্মনাম?
২] " সবরমতি নদী" আরাবল্লি পর্বতশ্রেনী থেকে উৎপন্ন হয়ে কোন উপসাগরে পড়েছে?
৩] ভারতের বিদ‍্যুৎশক্তি উৎপাদনের কাজ প্রথম কোথায় শুরু হয়?
৪] লুবনানা কোন দেশের রাজধানী?
৫] " মানস জাতীয় অভয়ারণ‍্য" কোন রাজ‍্যে উপস্থিত?
৬] " বেসলাইন " শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত?
৭] " মহাভারত " এর শ্রেষ্ঠ অনুবাদক কে?
৮] প্রথম শিখযুদ্ধ কতসালে সংগঠিত হয়?
৯] সর্বপ্রথম আবিষ্কৃত ভিটামিন কোনটি?
১০] বর্তমানে যে তিনটি বামন গ্রহ রয়েছে তার নাম কি?
১১] 2017 সালে 64 th. জাতীয় চলচ্চিত্র পরস্কার কোন অভিনেতা পান?
১২] 2008 সালে কোথায়  অলিম্পিকের আসর বসে?
১৩] "ফোরথ এস্টেস্ট " কথাটি  
 কিসের সাথে যুক্ত?
১৪] সমুদ্রের জল থেকে কোন ধাতু নিস্কাশিত হয়?
১৫] মৃত্যুর আগে আম্বেদকর কোন ধর্ম গ্রহন করেন?


অজানাকে জানুন 
অরিজিৎ ভট্টাচার্য্য 
পর্ব- ৯ ম পর্ব'র উত্তর 

১] পুরুলিয়া জেলার প্রধান উৎসব কি কি?
উ: ভাদু ও শিকার
২] " বাণীকুমার " কোন লেখকের ছন্মনাম?
উ: বৈদ‍্যনাথ ভট্টাচার্য 
৩ ] ভারতের  প্রথম নির্বাচন কমিশনার কোন বাঙালি ছিলেন?
উ: সুকুমার সেন
৪] " নল হ্রদ " কোথায় অবস্থিত?
উ: কাথিয়াবাড় উপদ্বীপে
৫] কোন উদ্ভিদে 
সালোকসংশ্লেষ বেশি হয়?
উ: ক্লোরেল্লা
৬] রাশিয়া শুত্রু গ্রহে কোন ত্রক্সপ্রেস পাঠায়?
উ: ভেনাস
৮] পৃথিবীর সর্বপ্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম কি এবং কোন দেশের?
উ: সিরিমাভো বন্দর নায়েক
- শ্রীলঙ্কা 
৯] বিখ‍্যাত গ্রন্থ " নীলদর্পণ " এর ইংরেজি অনুবাদ কে করেছিলেন?
উ: রেভারেন্দ্র লং
১০] "প্রবোধ চন্দ্রিকায় " রচয়িতার নাম কি?
উ: মৃত‍্যুজ্ঞয় বিদ‍্যালঙ্কার
১১] বিখ্যাত 'নোবেল পরস্কার' 
   কোন দিনটিতে দেওয়া হয়?
উ: 10 th December
১২] কার্বোলিক অ‍্যাসিড এর সঙ্গে অ‍্যালকোহলের বিক্রিয়াকে
কি বলা হয়?
উ: ইন্টারিফিকেশন
১৩] " সাম্রাজ্য বাদ কা নাশ হো" বিখ‍্যাত উক্তিটি কোন বিপ্লবীর?
উ: ভগত সিং
১৪] নবম ফুটবল বিশ্বকাপ কত সালে কোথায় অনুষ্ঠিত হয়?
উ: 1970 -- মেঙ্কিকো
১৫] দেশের প্রাচীনতম হাইকোর্ট কোন টি?
উ: ক‍্যালকাটা

জ্বলদর্চি পেজে লাইক দিন👇
 


Post a Comment

0 Comments