অজানাকে জানুন
অরিজিৎ ভট্টাচার্য্য
১১ - তম পর্ব
১] ভারতের প্রথম মহিলা কেন্দ্রীয় মন্ত্রী কে ছিলেন?
২] জানা আছে কি " নাঙ্গা পর্বত " এর উচ্চতা কত?
৩] প্রথম নাইট উপাধি পান কোন ফুটবলার?
৪] মানবদেহের কোন অঙ্গ হইতে HCL নির্গত হয়?
৫] " ইউনাইটেড নেশন " কত সালে প্রতিষ্ঠিত হয়?
৬] ত্রকটি বাস্কেটবল কোর্টের দৈর্ঘ্য কত?
৭] " অন্তর্জলিযাত্রা " গ্রন্থের রচয়িতা কে?
৮] ইতালির ভৌগলিক উপনাম কি?
৯] "Eureka" উক্তিটি কোন বিখ্যাত ব্যাক্তির?
১০] 1971 সালে বিশ্বকাপ হকি কোন দেশে অনুষ্ঠিত হয়?
১১] ২৮ শে ফেব্রুয়ারি বিখ্যাত কোন দিবস হিসাবে পালিত হয়?
১২] "ধোয়ী " কোন রাজার সভাকবি ছিলেন?
১৩] যে সমস্ত আগ্নেয়গিরি থেকে সবচেয়ে বেশি অগ্ন্যৎপাত বেশি হয় সে গুলিকে কি বলে?
১৪] ইন্টারন্যাশনাল ত্রনার্জি এজেন্সি ( IAE ) সদর দপ্তর কোথায় অবস্থিত?
১৫] পলিনা ভেগা কত সালে মিস ইউনিভার্স হন?
অজানাকে জানুন
অরিজিৎ ভট্টাচার্য্য
১০ - তম পর্ব'র উওর
১] 'বিকর্ণ ' কোন সাহিত্যিকের
ছন্মনাম?
উ: নারায়ণ স্যানাল
২] " সবরমতি নদী" আরাবল্লি পর্বতশ্রেনী থেকে উৎপন্ন হয়ে কোন উপসাগরে পড়েছে?
উ: কাম্বে
৩] ভারতের বিদ্যুৎশক্তি উৎপাদনের কাজ প্রথম কোথায় শুরু হয়?
উ: কর্নাটকের শিবসমুদ্রম
৪] লুবনানা কোন দেশের রাজধানী?
উ: স্লোভানিয়া
৫] " মানস জাতীয় অভয়ারণ্য" কোন রাজ্যে উপস্থিত?
উ: আসামে
৬] " বেসলাইন " শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত?
উ:- টেনিস
৭] " মহাভারত " এর শ্রেষ্ঠ অনুবাদক কে?
উ: কাশীরাম দাস
৮] প্রথম শিখযুদ্ধ কতসালে সংগঠিত হয়?
উ: 1854
৯] সর্বপ্রথম আবিষ্কৃত ভিটামিন কোনটি?
উ: B1
১০] বর্তমানে যে তিনটি বামন গ্রহ রয়েছে তার নাম কি?
উ: প্লুটো / ক্যারেস / 2003U3(313)
১১] 2017 সালে 64 th.
জাতীয় চলচ্চিত্র পরস্কার কোন অভিনেতা পান?
উ: অক্ষয়কুমার
১২] 2008 সালে কোথায় অলিম্পিকের আসর বসে?
উ: বেজিং (চিন)
১৩] "ফোরথ এস্টেস্ট " কথাটি
কিসের সাথে যুক্ত?
উ: প্রেম
১৪] সমুদ্রের জল থেকে কোন ধাতু নিস্কাশিত হয়?
উ: ম্যাগনেসিয়াম
১৫] মৃত্যুর আগে আম্বেদকর কোন ধর্ম গ্রহন করেন?
উ: বৌদ্ধ
জ্বলদর্চি পেজে লাইক দিন👇


0 Comments