জ্বলদর্চি

অজানাকে জানুন--১৩/অরিজিৎ ভট্টাচার্য্য

অজানাকে জানুন
অরিজিৎ ভট্টাচার্য্য 
১৩  - তম পর্ব
_________________________
১] প্রথম লোকসভার অধ‍্যক্ষ কে ছিলেন?
২] কোন রেখা ভারত ও আফগানিস্তানের মধ‍্যে সীমানা নির্ধারণ করে?
৩] কোয়ালা ভল্লুক কোন দেশে পাওয়া যায়?
৪] মাদার টেরেজা কোন সালে
"ভারত রত্ন " পুরস্কারে ভূষিত হন?
৫] কঠিনতম অধাতু কি?
৬] হাইড্রার গমন অঙ্গ কি?
৭] ভারতের জাতীয় জলপথ কয়টি?
৮] " ব্রহ্মগুপ্ত " কে ছিলেন?
৯] মানুষের লালারসে যে এনজাইম থাকে তার নাম কি?
১০] "মারো ফিরিঙ্গিকো " উক্তিটি কোন বিপ্লবীর?
১১] "বিশ্ব বই দিবস " কত তারিখ পালিত হয়?
১২] "তামাশা" কোন রাজ‍্যের নৃত্যের নাম?
১৩] গ্রীক শব্দ " জিয়োক " এর অর্থ কি?
১৪] "চরক সংহিতার " বিষয়বস্তু কি?
১৫] সৌমিত্র চট্টোপাধ্যায় কত সালে " দাদা সাহেব ফালকে " পুরস্কারে ভূষিত হন?
_________________________

অজানাকে জানুন 
অরিজিৎ ভট্টাচার্য্য 
১২ - তম পর্ব'র উওর

১] প‍‍শ্চিমবঙ্গে ত্রিস্তর পঞ্চায়েত ব‍্যবস্থা কবে চালু হয়?
উ: ১৯৭৩।
২] " শের - ই - বাঙ্গাল " কোন ব‍্যক্তির খেতাবি নাম?
উ: এ.কে. ফজলুল হক।
৩] সুপ্রিম কোর্টের প্রধান মহিলা বিচারপতি কে ছিলেন?
উ: মীরা সাহেব ফতিমা বিবি।
৪] " আনটোল্ড স্টোরি " - গ্রন্থের রচয়িতা কে?
উ: বি.এম. কল।
৫] বকসাইট উৎপাদনে ভারতে শীর্ষ স্থানে কোন রাজ‍্য?
উ: ওড়িশা।
৬] "কোশী নদী"
 বিহারে কি নামে অভিহিত ?
উ: বিহারের দুঃখ।
৭] " পেরালামডি ট্রফি " কোন খেলার সাথে যুক্ত?
উ: গল্ফ।
৮] চীন দেশে মাউন্ট এভারেস্ট  কি নামে পরিচিত?
উ: মাউন্ট চোমোলাঙম।
৯] বিশ্বে কোথায় - কবে ট্রাম প্রথম চালু হয়?
উ: নিউইয়র্ক - ১৮৫৮।
১০] " মিশন " কথার অর্থ কি?
উ: বিজয়ী অঞ্চল।
১১] " যুদ্ধের বিরুদ্ধে " কবিতাটি কার লেখা?
উ: বীরেন্দ্র চট্টোপাধ‍্যায়।
১২] বুনিয়াদি শিক্ষার ধারনা প্রথম কে দিয়েছিলেন?
উ: গান্ধীজী
১৩] "তিরন্দাজী " কোন দেশের  জাতীয় খেলা?
উ: ভুটান।
১৪] সোনোরা কোন দেশের মরুভূমি অঞ্চল?
উ: মেক্সিকো ।
১৫] প্রথম জৈন তীর্থঙ্কর কে ছিলেন?
উ: ঋষভ।


জ্বলদর্চি পেজে লাইক দিন👇

Post a Comment

0 Comments