জ্বলদর্চি

অজানাকে জানুন --১৪অরিজিৎ ভট্টাচার্য্য

অজানাকে জানুন 
অরিজিৎ ভট্টাচার্য্য 
পর্ব - ১৪ তম

১] ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ‍্য কোনটি?
২] 'উটাই' প্রকল্প কোন নদীর ওপরে গড়ে উঠেছে?
৩] উদ্ভাবনের বিজ্ঞান কি?
৪] " লঙ ওয়াক টু ফ্রিডম " কার আত্মজীবনী?
৫] " শালিমার দ‍‍্য ক্লাউন " বইটির লেখক কোন বিখ‍্যাত ইংরেজি সাহিত্যিক?
৬] " রিহান্দ "জলবিদ‍্যুৎ প্রকল্পটি ভারতের কোন রাজ‍্যে অবস্থিত?
৭] ৮৪১ এর বর্গমূল কত?
৮] চন্ডীদাস কোন সময়ের কবি?
৯] " পবন দূত " গ্রন্থের রচয়িতা কে?
১০] কোন ভাষায় পৃথিবীতে বেশি মানুষ কথা বলে?
১১] নরওয়ের রাষ্ট্রীয় প্রতীক কি?
১২] ভারতের প্রথম রকেট কোনটি?
১৩] " বড়াপাও " কোন রাজ‍্যে সবথেকে বিখ্যাত?
১৪] লন্ডনের কোথায় গান্ধীজী তার "বার - আ‍্যাট - ল " করেছিলেন?
১৫] ২০১৫ সালে " সরস্বতী সম্মান " কে লাভ করেন?



অজানাকে জানুন
অরিজিৎ ভট্টাচার্য্য 
১৩ তম পর্ব 'র উওর

১] প্রথম লোকসভার অধ‍্যক্ষ কে ছিলেন?
উ: জি ভি মবলঙ্কর।
২] কোন রেখা ভারত ও আফগানিস্তানের মধ‍্যে সীমানা নির্ধারণ করে?
উ: ডুরান্ড।
৩] কোয়ালা ভল্লুক কোন দেশে পাওয়া যায়?
উ: গ্রীনল‍্যান্ড।
৪] মাদার টেরেজা কোন সালে
"ভারত রত্ন " পুরস্কারে ভূষিত হন?
উ: ১৯৮০।
৫] কঠিনতম অধাতু কি?
উ: হীরা।
৬] হাইড্রার গমন অঙ্গ কি?
উ: কর্ষিকা।
৭] ভারতের জাতীয় জলপথ কয়টি?
উ: ৫ টি।
৮] "ব্রহ্মগুপ্ত " কে ছিলেন?
উ: বীজগনিতকার।
৯] মানুষের লালারসে যে এনজাইম থাকে তার নাম কি?
উ: টয়োলিন।
১০] "মারো ফিরিঙ্গিকো " উক্তিটি কোন বিপ্লবীর?
উ: মঙ্গল পান্ডে।
১১] "বিশ্ব বই দিবস " কত তারিখ পালিত হয়?
উ: ২৩ শে এপ্রিল।
১২] "তামাশা" কোন রাজ‍্যের নৃত্যের নাম?
উ: মহারাষ্ট্র।
১৩] গ্রীক শব্দ " জিয়োক " এর অর্থ কি?
উ: পৃথিবী ।
১৪] "চরক সংহিতার " বিষয়বস্তু কি?
উ: চিকিৎসা বিদ‍্যা।
১৫] সৌমিত্র চট্টোপাধ্যায় কত সালে " দাদা সাহেব ফালকে " পুরস্কারে ভূষিত হন?
উ: ২০১১।

জ্বলদর্চি পেজে লাইক দিন👇

Post a Comment

0 Comments