জ্বলদর্চি

অজানাকে জানুন-১৫/ অরিজিৎ ভট্টাচার্য্য

অজানাকে জানুন 
অরিজিৎ ভট্টাচার্য্য 

১৫- তম পর্ব

১]  MNO2 কি জাতীয় অনুঘটক?
২] বিশ্বের কোন দেশে সবথেকে বেশি সোনা উৎপাদন হয়?
৩] বালিতে যে উদ্ভিদ জন্মায় তাকে কি বলা হয়?
৪] জি.ত্রস. টি সংবিধান সংশোধন বিল কোন রাজ‍্য প্রথম অনুমোদন করে?
৫] প্লেগ মহামারী শেষ স্মরণে ১৫৯১ সালে মহম্মদ কুতবশাহ কোন শৌধ নির্মান করেন? 
৬] রাওলাট আইন জারির সময় ভারতের ভাইসরয় কে ছিলেন?
৭] ঘন্টা তৈরীর " বেল মেটাল " কোন ধাতু দিয়ে তৈরী?
৮] ভারতে সেনা দিবস কবে পালিত হয়?
৯] বিশ্ববিখ‍্যাত চিত্রপরিচালক সত‍্যজিৎ রায় কতসালে  "ভারতরত্ন " সম্মানে ভূষিত হন?
১০] কোন উদ্ভিদ সালোকসংশ্লেষে অক্ষম?
১১] "এলবে " নদীর তীরে কোন শহর অবস্থিত?
১২] ১৯১৭ সালে কোন বিখ‍্যাত বিপ্লব সংগঠিত হয়?
১৩] "তিস্তা" নদীকে অন‍্য কি নামে ডাকা হয়?
১৪] " স্পীড পোষ্ট " আমার লেখা - আমিটি কোন ব‍িখ‍্যাত ব‍্যক্তি?
১৫] প্রথম বিলাতযাত্রী কোন বাঙালি ছিলেন?


অজানাকে জানুন 
অরিজিৎ ভট্টাচার্য্য 
১৪ তম পর্ব'র উত্তর

১] ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ‍্য কোনটি?
উ: প‍শ্চিমবঙ্গ।
২] 'উটাই' প্রকল্প কোন নদীর ওপরে গড়ে উঠেছে?
উ: তাপ্তি।
৩] উদ্ভাবনের বিজ্ঞান কি?
উ: নন্দনতত্ত্ব।
৪] " লঙ ওয়াক টু ফ্রিডম " কার আত্মজীবনী?
উ: নেলশন ম‍্যান্ডেলা।
৫] " শালিমার দ‍‍্য ক্লাউন " বইটির লেখক কোন বিখ‍্যাত ইংরেজি সাহিত্যিক?
উ: সলমন রুশদি।
৬] " রিহান্দ "জলবিদ‍্যুৎ প্রকল্পটি ভারতের কোন রাজ‍্যে অবস্থিত?
উ: উওরপ্রদেশ।
৭] ৮৪১ এর বর্গমূল কত?
উ: ২৯ 
৮] চন্ডীদাস কোন সময়ের কবি?
উ: চৈতন্যপূর্ব যুগের
৯] " পবন দূত " গ্রন্থের রচয়িতা কে?
উ: ধোয়ী।
১০] কোন ভাষায় পৃথিবীতে বেশি মানুষ কথা বলে?
উ: চীনা।
১১] নরওয়ের রাষ্ট্রীয় প্রতীক কি?
উ: সিংহ।
১২] ভারতের প্রথম রকেট কোনটি?
উ: SLV -3।
১৩] " বড়াপাও " কোন রাজ‍্যে সবথেকে বিখ্যাত?
উ: মহারাষ্ট্র।
১৪] লন্ডনের কোথায় গান্ধীজী তার "বার - আ‍্যাট - ল " করেছিলেন?
উ: ইনার টেম্পল।
১৫] ২০১৫ সালে " সরস্বতী সম্মান " কে লাভ করেন?
উ: পদ্মা সচদেব।

জ্বলদর্চি পেজে লাইক দিন👇

Post a Comment

0 Comments